র্যাব-১২’র অভিযানে পাবনায় সাড়ে ৩১ কেজি গাঁজাসহ ২ মাদক ব্যবসায়ী গ্রেফতার
- প্রকাশিত সময় ০৪:৩৫:৪৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৪ এপ্রিল ২০২২
- / 106
পাবনা ব্যুরো সংবাদদতা
প্রকাশিত: ০৪:৩৩ রাত, এপ্রিল ১৪, ২০২২
র্যাব-১২’র অভিযানে পাবনায় সাড়ে ৩১ কেজি গাঁজাসহ ২ মাদক ব্যবসায়ী গ্রেফতার হয়েছে।
গত ১৩ এপ্রিল ২০২২ খ্রিঃ ২৩.০৫ ঘটিকায় সময় র্যাব-১২, সিপিসি-২ পাবনা, র্যাবের একটি বিশেষ আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে ভারপ্রাপ্ত কোম্পানী কমান্ডার এএসপি কিশোর রায়-এর নেতৃত্বে অভিযানে অবৈধ গাঁজাসহ ২ জন মাদক ব্যবসায়ী গ্রেফতার।
ঘটনাস্থল “পাবনা জেলার পাবনা থানাধীন ইসলামগাতী সাকিনস্থ ধৃত আসামীদ্বয়ের বাউন্ডারী করা টিনসেড হাফ বিল্ডিং বসতবাড়ীর উঠানের উত্তর পূর্ব কোণায় বাউন্ডারী ওয়াল সংলগ্ন এবং উঠানের উত্তর পশ্চিম কোনায় বাথরুমের ওয়াল সংলগ্ন (মোটরের কাছে) মাটির নিচে পুতে রাখা অবস্থায়” অভিযান পরিচালনা করে।
ধৃত আসামীরা হলেন- ১। মোছাঃ শ্যামলী খাতুন (৩২), স্বামী-মোঃ মমিনুল ইসলাম, সাং-ইসলামগাতী, থানা-পাবনা, জেলা-পাবনা ও ২। মোঃ মমিনুল ইসলাম (৩৬), পিতা-আবুল হোসেন, সাং-ইসলামগাতী, থানা-পাবনা, জেলা-পাবনা, স্থায়ী ঠিকানাঃ গ্রাম-ধোলাইকুঠী কৃষ্ণনন্দবকসী, থানা- ফুলবাড়ীয়া, জেলা-কুড়িগ্রামদ্বয়কে গ্রেফতার করে।
গ্রেফতার পূর্বক আসামীদ্বয়ের নিকট হতে ৩১ কেজি ৫০০ গ্রাম অবৈধ নেশা জাতীয় মাদক দ্রব্য গাঁজা, মোবাইল-২ টি, সীম-৪টি উদ্ধার করে। ধৃত আসামীদ্বয়কে জিজ্ঞাসাবাদে জানা যায় যে, তারা দীর্ঘদিন যাবত এজাতীয় মাদকদ্রব্য নিজেদের হেফাজতে রেখে নিজ জেলাসহ দেশের বিভিন্ন এলাকায় বিক্রয় করে আসছিল।
গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে পাবনা জেলার সদর থানায় এজাহার দায়ের করা হয়েছে। – প্রেস রিলিজ
র্যাব-১২, সিপিসি-২, পাবনা
আরও পড়ুনঃ
ড. হুমায়ুন আজাদ হত্যায় ৪ জঙ্গির ফাঁসি
বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা অভিনন্দন জানিয়েছেন পাকিস্তানের নতুন প্রধানমন্ত্রী শাহবাজ শরিফকে
আটঘরিয়ায় কু-প্রস্তাবে রাজী না হওয়া সবিতা রানীকে গ্রাম ছাড়ার হুমকি দিচ্ছে এক ইউপি মেম্বর ও তার সাঙ্গপাঙ্গরা
ঈদে উত্তরের ঘরমুখো যাত্রীদের ভোগান্তি কমাতে খুলে দেয়া হচ্ছে নলকা সেতু
ঈশ্বরদীর বিশিষ্ট ডিজাইনার ব্যবসায়ী খন্দকার জাহিদকে হত্যা চেষ্টার অভিযোগ
একেএম আজিজুল হক বিএসসি (ক্যাল) ছিলেন পাবনার সাংবাদিকতার প্রাণপুরুষ–স্মরণসভায় বক্তারা
সারাদেশে একযোগে ট্রেন চলাচল বন্ধ
ঈশ্বরদীতে ইভটিজিংয়ের দায়ে এক যুবক আটক
শেরপুরে পুলিশের সামনেই কুপিয়ে হত্যার ভিডিও ভাইরাল, পুলিশ কী করলো?
নিউইয়র্কের পাতাল রেলে গুলি, বহু আহত
পয়লা বৈশাখে বর্ষবরণের অনুষ্ঠানে কঠোর নিরাপত্তাব্যবস্থা নিয়েছে পুলিশ