২৪ কোটি টাকা ব্যয়ে পাবনা জেলা শিল্পকলা একাডেমীর নবনির্মিত ভবনের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
- প্রকাশিত সময় ০৭:৫৯:২৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৪ এপ্রিল ২০২২
- / 110
রফিকুল ইসলাম সুইট
প্রকাশিত: ০৭:৫৭ সকাল, এপ্রিল ১৪, ২০২২
২৪ কোটি টাকা ব্যয়ে পাবনা জেলা শিল্পকলা একাডেমীর নবনির্মিত ভবনের উদ্বোধন করা হয়েছে বুধবার।
বুধবার সকালে ভার্চুয়ালি যুক্ত হয়ে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে নবনির্মিত এ ভবনের উদ্বোধন করেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা এমপি। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন প্রধানমন্ত্রী।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, বিএনপি পাকিস্তানী ধ্যান ধারণায় বিশ্বাস করত তাই সাংস্কৃতিতে উন্নয়ন করে নাই। সাংস্কৃতিক ব্যাক্তিদের প্রতি বারবার আঘাত হেনেছে। আমরা উপজেলা পর্যায়ে শিল্পকলার কর্মকান্ড ছড়ায়ে দেয়ার ব্যবস্থা করছি। দেশজ সংস্কৃতি বিকশিত করতে হবে।
অনুষ্ঠানে স্বাগতঃ বক্তব্য দেন বাংলাদেশ শিল্পকলা একাডেমীর মহাপরিচালক লিয়াকত আলী লাকী।
সভায় সংস্কৃতি বিষয়ক প্রতিমন্ত্রী কে এম খালিদ এমপি’র সভাপতিত্বে বক্তব্য রাখেন সংস্কৃতি বিষয়ক সচিব আবুল মনসুর।
পাবনা প্রান্ত থেকে জেলা প্রশাসকের কার্যালয়ে উপস্থিত ছিলেন পাবনা সদর আসনের সংসদ সদস্য গোলাম ফারুক প্রিন্স, পাবনা-২ আসনের সংসদ সদস্য শামসুল হক টুকু , পাবনা জেলা আওয়ামী লীগের সভাপতি জেলা পরিষদ চেযারম্যান রেজাউল রহিম লাল, জেলা প্রশাসক বিশ্বাস রাসেল হোসেন, পুলিশ সুপার মহিবুল ইসলাম খান, ডিডি এলজি মোকলেসুর রহমান, অতিরিক্ত জেলা প্রশাসক আফরোজ আকতার, এডিএম আব্দুল্লাহ আল মামুন, গণপুর্ত বিভাগের নির্বাহী প্রকৌশলী ফয়সাল রহমান, জেলা কালচারাল অফিসার মারুফা মঞ্জুরী খান, নাাটোর জেলা কালচারাল অফিসার রাকিবুল বারি, সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান মোশারোফ হোসেন, পাবনা পৌর মেয়র শরীফ উদ্দিন প্রধান, পাবনা সংবাদ পত্র পরিষদের সভাপতি বীরমুক্তিযোদ্ধা আব্দুল মতীন খান, পাবনা প্রেস ক্লাব সম্পাদক সৈকত আফরোজ আসাদ, বাসস প্রতিনিধি রফিকুল ইসলাম সুইট প্রমুখ।
পাবনা-৫ আসনের সংসদ সদস্য গোলাম ফারুক প্রিন্স বলেন, বাংলা নববর্ষে পাবনাবাসীর জন্য এটি প্রধানমন্ত্রী শেখ হাসিনার অনন্য উপহার। ২৪ কোটি টাকা ব্যয়ে এ ভবন নির্মাণ করা হয়।
আরও পড়ুনঃ
ড. হুমায়ুন আজাদ হত্যায় ৪ জঙ্গির ফাঁসি
বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা অভিনন্দন জানিয়েছেন পাকিস্তানের নতুন প্রধানমন্ত্রী শাহবাজ শরিফকে
আটঘরিয়ায় কু-প্রস্তাবে রাজী না হওয়া সবিতা রানীকে গ্রাম ছাড়ার হুমকি দিচ্ছে এক ইউপি মেম্বর ও তার সাঙ্গপাঙ্গরা
ঈদে উত্তরের ঘরমুখো যাত্রীদের ভোগান্তি কমাতে খুলে দেয়া হচ্ছে নলকা সেতু
ঈশ্বরদীর বিশিষ্ট ডিজাইনার ব্যবসায়ী খন্দকার জাহিদকে হত্যা চেষ্টার অভিযোগ
একেএম আজিজুল হক বিএসসি (ক্যাল) ছিলেন পাবনার সাংবাদিকতার প্রাণপুরুষ–স্মরণসভায় বক্তারা
সারাদেশে একযোগে ট্রেন চলাচল বন্ধ
ঈশ্বরদীতে ইভটিজিংয়ের দায়ে এক যুবক আটক
শেরপুরে পুলিশের সামনেই কুপিয়ে হত্যার ভিডিও ভাইরাল, পুলিশ কী করলো?
নিউইয়র্কের পাতাল রেলে গুলি, বহু আহত
পয়লা বৈশাখে বর্ষবরণের অনুষ্ঠানে কঠোর নিরাপত্তাব্যবস্থা নিয়েছে পুলিশ