পাবনায় ডিজিটাল প্রতারকের খপ্পড়ে পড়ে সর্বশান্ত হচ্ছে অনেকেই
- প্রকাশিত সময় ০৩:৩৯:১৫ পূর্বাহ্ন, শুক্রবার, ১৫ এপ্রিল ২০২২
- / 74
পাবনা ব্যুরো সংবাদদতা
প্রকাশিত: ০৩:২১ রাত, এপ্রিল ১৫, ২০২২
পাবনায় ডিজিটাল প্রতারকের খপ্পড়ে পড়ে সর্বশান্ত হচ্ছে অনেকেই।
পাবনায় আধুনিক প্রতারকের ফাঁদে পড়ে প্রতিনিয়তঃ সর্বশান্ত হচ্ছে অনেকেই। এই প্রতারক কখনও নিজের নাম দিচ্ছে মোহাম্মদ আহসান হাবীব, কখনও বা নাম দিচ্ছে আহসান , আবার প্রতারণার ধরন বুঝে নাম দিচ্ছে আকাশ। বর্তমানে তার নাম মোহাম্মদ আহসান হাবীব আকাশ ওরফে (রানা)। অসংখ্য মোবাইল সিম রয়েছে তার কাছে।
এছাড়াও প্রতারণা করার জন্য বিভিন্ন প্রতিষ্ঠানের প্যাড , সিল ইত্যাদি সরঞ্জামও রয়েছে তার কাছে। সে কখনও পরিচয় দেয় তার বাড়ি পৈলানপুর , কখনও বা পরিচয় দেয় পুরাতন এতিমখানা এলাকা, আবার কখনও বা বলে তার বাড়ি মুজাহিদ ক্লাব এলাকায়। তার কয়েকটি মোবাইল নাম্বার আমরা সংগ্রহ করতে পেরেছি।
নম্বরগুলো হলো – ০১৭৭৭৭৩৫১২৫ , ০১৭০১৬৬৩৩০০ , ০১৭১২০৯৩০০৫ , ০১৭১৩২২১৫৯০ , ০১৭১৩২২১৫৭২।
এই মোহাম্মদ আহসান হাবীব আকাশ ওরফে (রানা) বর্তমানে পাবনায় বিভিন্ন ছদ্মবেশে বৃত্তশালীদের কাছে গিয়ে তাদেরকে ফাঁদে ফেলছে। কিন্তু পুলিশ একে ধরতে পারছে না। কিন্ত কেন? বর্তমানে এই প্রতারক পাবনার একজন প্রখ্যাত ডাক্তারের ভাই সেজে সেখানে অবস্থান করেন। এর পরে সুকৌশলে ঐ ডাক্তারকে ব্লাকমেইল করেন। ব্লাকমেইলটা হচ্ছে ব্যাংক চেক জালিয়াতি করে, জাল সাক্ষর দিয়ে বেশ কিছু ব্যাংকের চেকে এমাউন্ট বসিয়ে ডাক্তারের সাক্ষর নকল করে মোটা অংকের টাকা আত্মসাত করার অপচেষ্টা করে। পরবর্তীতে ডাক্তার ঘটনাটি বুঝতে পারলে এই প্রতারক বেকে যায়। তিনি কিছু ছবি মোবাইল দিয়ে এডিট করে ডাক্তারের মোবাইলে পাঠায় এবং বলে এই ছবিগুলো টাকা যদি তুমি না দাও তাহলে তোমার নামে আমিই চেক জালিয়াতির মামলা করবো।
বর্তমানে এই প্রতারকের নামে ধর্ষণ, চেক জালিয়াতি এবং প্রতারণার প্রায় ডজন খানেক মামলা রয়েছে।
ঘটনাটি এখন পিবিআইয়ের কাছে তদন্তাধীন। তবে পাবনার মানুষের কাছে এই আকাশ বিভিন্ন ছদ্মনাম ব্যবহার করে একেকজনের কাছে একেক রকম প্রতারণার কৌশল নিয়ে হাজির হচ্ছে এবং আরো মানুষের ক্ষতি করার চেষ্টা করে যাচ্ছে।
সাধারণ মানুষ এই প্রতারক মোহাম্মদ আহসান হাবীব আকাশ ওরফে (রানা) কে আটক করে আইনের আওতায় নিয়ে আসার দাবি জানিয়েছে পাবনা শহরবাসি।
পাবনা পৌর এলাকার যারা ডাইবেটিস, কিডনী ফেইলিওর রোগি রয়েছেন তাদেরকে উল্লেখিত ডাক্তার সুচিকিৎসা এবং পরামর্শ দিয়ে সেবা করে চলেছেন। বর্তমানে তিনি প্রতি শুক্রবার একটি বেসরকারি ক্লিনিকে রুগী দেখেন।
আরও পড়ুনঃ
পুঠিয়ায় রিকসা ভ্যান থামিয়ে প্রতিবন্ধী স্কুল ছাত্রীকে র্ধষণ
মাদক ব্যবসায়ীদের গুলিতে সাংবাদিক নিহত
পাবনায় বর্ণাঢ্য আয়োজনে বাংলা নববর্ষ ১৪২৯ উদযাপন
পাবনায় নিরাপদ খাদ্য কর্মকর্তা সচেতনতামূলক কর্মশালা অনুষ্ঠিত
২৪ কোটি টাকা ব্যয়ে পাবনা জেলা শিল্পকলা একাডেমীর নবনির্মিত ভবনের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
ড. হুমায়ুন আজাদ হত্যায় ৪ জঙ্গির ফাঁসি
বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা অভিনন্দন জানিয়েছেন পাকিস্তানের নতুন প্রধানমন্ত্রী শাহবাজ শরিফকে
আটঘরিয়ায় কু-প্রস্তাবে রাজী না হওয়া সবিতা রানীকে গ্রাম ছাড়ার হুমকি দিচ্ছে এক ইউপি মেম্বর ও তার সাঙ্গপাঙ্গরা
একেএম আজিজুল হক বিএসসি (ক্যাল) ছিলেন পাবনার সাংবাদিকতার প্রাণপুরুষ–স্মরণসভায় বক্তারা
সারাদেশে একযোগে ট্রেন চলাচল বন্ধ
প্রাইভেটকার মাদকদ্রব্য নগদ অর্থসহ ৫ মাদক ব্যবসায়ী গ্রেফতার