পুঠিয়ায় যাত্রীবাহী বাস-মোটরসাইল সংর্ঘষে ১ জন নিহত
- প্রকাশিত সময় ১১:৫২:১৮ অপরাহ্ন, শুক্রবার, ১৫ এপ্রিল ২০২২
- / 119
পুঠিয়া (রাজশাহী) সংবাদদাতা
প্রকাশিত: ০১১:৫২ রাত, এপ্রিল ১৫, ২০২২
পুঠিয়ায় যাত্রীবাহী বাস ও মোটরসাইল সংর্ঘষে ১ জন নিহত হয়েছেন।
নিহতের নাম মোঃ মাসুদ রানা (৩৪), তার বাড়ি রাজশাহী জেলার পবা উপজেলার জঙ্গলপাড়া গ্রামে। তাঁর বাবার নাম আসাদ আলী। তিনি নাটোর ফায়ার সার্ভিস সিভিল ডিফেন্স-এর ফায়ারম্যান ছিলেন।
শুক্রবার সকাল ১১টায় ঢাকা-রাজশাহী মহাসড়কের গোপালহাটি ঢালান নামক স্থানে এ দুর্ঘটনাটি ঘটে। প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, মাসুদ রানা বাড়ি হতে তার র্কমস্থলে মোটরসাইকেল যোগে ফিরছিলেন। পথিমধ্যে উপজেলার গোপালহাটি ঢালান নামক স্থানে পৌছানো মাত্রই নাটোর থেকে রাজশাহীগামী একটি যাত্রীবাহী বাসের সাথে মুখোমুখি সংঘর্ষে পতিত হন। এসময় মাসুদ রানা তার মোটরসইকেল থেকে ছিটকে পড়ে সড়কের পাশের একটি গাছের সাথে ধাক্কা লেগে অজ্ঞান হয়ে যান। তবে ঘাতক বাসটি পালিয়ে যায়। পরে আশপাশের লোকজন তাকে উদ্ধার করে পুঠিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
আরও পড়ুনঃ
পাবনায় চৈত্র সংক্রান্তি পূজায় হাজরা খেলা বন্ধের প্রতিবাদ সভায় হামলা: আহত ৫
ঈশ্বরদীতে মাদ্রাসার রেলিংয়ে গলায় ফাঁস নিয়ে ঝুলছিল মাদ্রাসা ছাত্র
রমনা বটমূলে বোমা হামলা: মৃত্যুদণ্ডপ্রাপ্ত পলাতক আসামি মুফতি শফিকুল গ্রেপ্তার
লালপুরে অগ্নিকান্ডে তিন দোকান ভষ্মিভুত ১০ লাখ টাকার ক্ষতি
পুঠিয়ায় রিকসা ভ্যান থামিয়ে প্রতিবন্ধী স্কুল ছাত্রীকে র্ধষণ
মাদক ব্যবসায়ীদের গুলিতে সাংবাদিক নিহত
পাবনায় বর্ণাঢ্য আয়োজনে বাংলা নববর্ষ ১৪২৯ উদযাপন
২৪ কোটি টাকা ব্যয়ে পাবনা জেলা শিল্পকলা একাডেমীর নবনির্মিত ভবনের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
পদ্মা নদী তীরবর্তী নাটোর, ঈশ্বরদী প্রভৃতি অঞ্চলগুলোতে বালু নিয়ে অবৈধ কারবার চলে আসছে দীর্ঘদিন থেকে। এর একটা সুরাহা হওয়া দরকার