রহস্যজনক অগ্নিকান্ডে বেনাপোল স্থল বন্দরে পাঁচ ভারতীয় ট্রাক পুড়ে গেছে
- প্রকাশিত সময় ০২:৫০:২৫ পূর্বাহ্ন, শনিবার, ১৬ এপ্রিল ২০২২
- / 109
বেনাপোল (যশোর) সংবাদদাতা
প্রকাশিত: ০২:২৮ রাত, এপ্রিল ১৬, ২০২২
রহস্যজনক অগ্নিকান্ডে বেনাপোল স্থল বন্দরে পাঁচ ভারতীয় ট্রাক পুড়ে গেছে। শুক্রবার (১৫ এপ্রিল) ভোর ৫ টার সময় বেনাপোল স্থলবন্দরের ট্রাক টার্মিনালে এ অগ্নিকাণ্ডের ঘটনাটি ঘটে। সাধারণ ভাবে ধারণা করা হচ্ছে ব্লিচিং পাউডার থেকে অগ্নিকাণ্ডের সূত্রপাত ঘটেছে।
পরবর্তীতে ফায়ার সার্ভিস এসে আগুন নিয়ন্ত্রণে আনে। ততক্ষণে এ ঘটনায় বন্দরে দাঁড়িয়ে থাকা ভারতীয় ৫ টি ব্লিচিং বোঝাই ট্রাক আগুনে পুড়ে ছাই হয়ে গেছে।
বেনাপোল বন্দরের উপ পরিচালক (ট্রাফিক) মামুন কবীর তরফদার জানান, সাধারণত ব্লিচিং পাউডারে পানি লাগলে বা অতিরিক্ত গরমের কারণে আগুন ধরে যায়। পরে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট এসে আগুন নিয়ন্ত্রণে আনে। ক্ষয়ক্ষতির পরিমাণ এখনো বলা সম্ভব না। ঠিক কি কারণে ভারতীয় ব্লিচিং বোঝাই ট্রাকে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে তা তদন্তের পর বলা যাবে।
বেনাপোল ফায়ার সার্ভিসের ষ্টেশন মাস্টার রতন কুমার দেবনাথ বলেন, ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট টানা ৩ ঘণ্টা চেষ্টার পরে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। কি কারণে আগুন লেগেছে তা তদন্ত না করে বলা সম্ভব হচ্ছে না।
আরও পড়ুনঃ
এভাবেই ঈদ উপহার পেয়ে হাসি ফুটলো মাটিকাটার ২২০০ হতদরিদ্র পরিবারের সদস্যদের মুখে
পুঠিয়ায় যাত্রীবাহী বাস ও মোটরসাইল সংর্ঘষে ১ জন নিহত
পাবনায় চৈত্র সংক্রান্তি পূজায় হাজরা খেলা বন্ধের প্রতিবাদ সভায় হামলা: আহত ৫
ঈশ্বরদীতে মাদ্রাসার রেলিংয়ে গলায় ফাঁস নিয়ে ঝুলছিল মাদ্রাসা ছাত্র
রমনা বটমূলে বোমা হামলা: মৃত্যুদণ্ডপ্রাপ্ত পলাতক আসামি মুফতি শফিকুল গ্রেপ্তার
লালপুরে অগ্নিকান্ডে তিন দোকান ভষ্মিভুত ১০ লাখ টাকার ক্ষতি
পুঠিয়ায় রিকসা ভ্যান থামিয়ে প্রতিবন্ধী স্কুল ছাত্রীকে র্ধষণ
পদ্মা নদী তীরবর্তী নাটোর, ঈশ্বরদী প্রভৃতি অঞ্চলগুলোতে বালু নিয়ে অবৈধ কারবার চলে আসছে দীর্ঘদিন থেকে। এর একটা সুরাহা হওয়া দরকার