রংপুরসহ আট জেলা ও মহানগরে বিএনপির নতুন আহ্বায়ক কমিটি করা হয়েছে
- প্রকাশিত সময় ০৪:১১:১০ পূর্বাহ্ন, শনিবার, ১৬ এপ্রিল ২০২২
- / 128
ঢাকা ব্যুরো প্রতিনিধি
প্রকাশিত: ০৪:০৫ রাত, এপ্রিল ১৬, ২০২২
রংপুরসহ আট জেলা ও মহানগরে বিএনপির নতুন আহ্বায়ক কমিটি করা হয়েছে।
বর্তমান কমিটি বিলুপ্ত করে রংপুর জেলা, রংপুর মহানগরসহ নওগাঁ, বরগুনা, পিরোজপুর, পাবনা এবং ফরিদপুর জেলা ও মহানগরে আংশিক আহ্বায়ক কমিটি ঘোষণা করেছে বিএনপি। আজ শুক্রবার রাতে দলের জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
রংপুর জেলা কমিটির আহ্বায়ক করা হয়েছে মো. সাইফুল ইসলামকে। ৩৬ সদস্যের এই কমিটিতে আফছার আলীকে জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক ও আনিছুর রহমানকে সদস্যসচিব করা হয়েছে।
৪২ সদস্যের রংপুর মহানগর বিএনপির আহ্বায়কের পদে আছেন মো. সামসুজ্জামান, সদস্যসচিব করা হয়েছে মাহফুজ-উন-নবীকে।
এ ছাড়া ১৭ সদস্যের ফরিদপুর মহানগর কমিটির আহ্বায়ক হয়েছেন এ এফ এম কাইয়ুম, সদস্যসচিব হয়েছেন গোলাম মোস্তফা মিরাজ। ফরিদপুর জেলা কমিটি করা হয়েছে ১৯ সদস্যের। কমিটির আহ্বায়ক করা হয়েছে সৈয়দ মোদাররেস আলীকে। সদস্যসচিব হয়েছেন এ কে এম কিবরিয়া স্বপন।
ছয় সদস্যের নওগাঁ জেলা কমিটির আহ্বায়ক হয়েছেন আবু বকর সিদ্দিক, সদস্যসচিব করা হয়েছে বায়েজিদ হোসেনকে। বরগুনা জেলা কমিটির আহ্বায়ক করা হয়েছে মাহবুব আলমকে, সদস্যসচিব হয়েছেন তারিকুজ্জামান। তিন সদস্যের পিরোজপুর জেলা কমিটির আহ্বায়ক হয়েছেন আলমগীর হোসেন, সদস্যসচিব করা হয়েছে গাজী ওহিদুজ্জামানকে। পাঁচ সদস্যের পাবনা কমিটির আহ্বায়ক করা হয়েছে হাবিবুর রহমানকে, সদস্যসচিব হয়েছেন মাকসুদ রহমান।
আরও পড়ুনঃ
পাবনা এডওয়ার্ড কলেজে ১৪২৯ বাংলা নববর্ষ পালন
সিংড়া উপজেলা প্রশাসনের আয়োজনে বাংলা- ১৪২৯ বর্ষবরণে ঐতিহ্যবাহী লাঠি খেলা অনুষ্ঠিত
রহস্যজনক অগ্নিকান্ডে বেনাপোল স্থল বন্দরে পাঁচ ভারতীয় ট্রাক পুড়ে গেছে
এভাবেই ঈদ উপহার পেয়ে হাসি ফুটলো মাটিকাটার ২২০০ হতদরিদ্র পরিবারের সদস্যদের মুখে
পুঠিয়ায় যাত্রীবাহী বাস ও মোটরসাইল সংর্ঘষে ১ জন নিহত
পাবনায় চৈত্র সংক্রান্তি পূজায় হাজরা খেলা বন্ধের প্রতিবাদ সভায় হামলা: আহত ৫
ঈশ্বরদীতে মাদ্রাসার রেলিংয়ে গলায় ফাঁস নিয়ে ঝুলছিল মাদ্রাসা ছাত্র
রমনা বটমূলে বোমা হামলা: মৃত্যুদণ্ডপ্রাপ্ত পলাতক আসামি মুফতি শফিকুল গ্রেপ্তার
লালপুরে অগ্নিকান্ডে তিন দোকান ভষ্মিভুত ১০ লাখ টাকার ক্ষতি