ভাঙ্গুড়ায় চল্লিশ ও ষাট গ্রুপের সংঘর্ষে আহত ১১
- প্রকাশিত সময় ০৬:৫৭:১২ পূর্বাহ্ন, শনিবার, ১৬ এপ্রিল ২০২২
- / 60
ভাঙ্গুড়া (পাবনা) প্রতিনিধি
প্রকাশিত: ০৬:৪৯ সকাল, এপ্রিল ১৬, ২০২২
পাবনার ভাঙ্গুড়ায় চল্লিশ ও ষাট গ্রæপের মধ্যে পূর্বের শক্রতার জের ধরে দু’পক্ষের সংঘর্ষে স্কুল ছাত্রসহ ১১ জন আহত হয়েছেন। বৃহস্পতিবার রাত নয়টার দিকে উপজেলার দিলপাশার ইউনিয়নের পাঁছ বেতুয়ান গ্রামে এ সংঘর্ষের ঘটনা ঘটে। ঘটনার পর থেকে ওই গ্রামের অধিকাংশ পুরুষ পলাতক রয়েছে। তবে পুলিশ বলছে, বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে। আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লক্সে ভর্তি করা হয়েছে। এদের মধ্যে ৪জনকে উন্নত চিকিৎসার জন্য পাবনা মেডিক্যাল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে। ঘটনার পর রব্বান আলী (২৫) কে আটক করেছে থানা পুলিশ। এ ঘটনায় শুক্রবার আইয়ুব আলী বাদী হয়ে ভাঙ্গুড়া থানায় একটি মামলা দায়ের করেছেন। এলাকায় পুলিশ মোতায়েন করা হয়েছে।
আহতদের মধ্যে মোন্নাফ (৩৫), ইয়াকুব (৪০), সোহাগ (১৭), ইউছুব (৪০), রমজান (৩৫), ফারুক (৩৫), ইউছুব (৪৫) কে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। সমশের (৪০), রবি (৪৫), মকছেদ (৫০), ছাদ্দাম (৩০) কে উন্নত চিকিৎসার জন্য পাবনা মেডিক্যাল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে।
পুলিশ ও স্থানীয়রা জানায়, গত বছর ওয়াবদা বাধের (পানি উন্নয়ন বোর্ড) জায়গাতে একটি ক্লাব ঘর প্রতিষ্ঠিত হয়। এরপর ওই ক্লাব নিয়ে এলাকায় এক পক্ষ ৪০ ও অপর পক্ষ ৬০ নামে দুটি গ্রæপ তৈরি কনে। পরবর্তীতে উভয় গ্রæপের লোকজন ওয়াবদা বাধের ক্যানালে ভরাটের পর বসতবাড়ি ও দোকানপাট নির্মাণ করে। এর পর থেকেই একটি দোকানঘরকে দখল নিয়ে দুই গ্রæপের মধ্যে একাধিকবার দ্ব›দ্ব হয়েছে এবং স্থানীয়ভাবে মীমাংসও হয়েছিল কিন্তু সেই মীমাংস বেশী দিন স্থায়ী হয় নি। এরই ধারাবাহিকতায় আবারো আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে তাদের মধ্যে বিরোধ চলে আসছিল। গতকাল রাতে এক পর্যায়ে তারা দেশীয় অস্ত্রশস্ত্র, ইট-পাটকেল, লাঠিসোটা নিয়ে ধাওয়া-পাল্টা ধাওয়ায় লিপ্ত হয়। পরে তারা সংঘর্ষে জড়িয়ে পড়েন। এতে উভয় পক্ষের অন্তত ১১ জন আহত হন। তবে, সংঘর্ষের বিষয়ে জানতে ৬০ গ্রæপের সমশের ও ৪০ গ্রæপের নজরুলের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করা হলেও তাদের পাওয়া যায় নি।
ভাঙ্গুড়া স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগে কর্মরত চিকিৎসক জানান, আহতদের মধ্যে সাতজন স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন। অপর ৪ জনকে উন্নত চিকিৎসার জন্য পাবনা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে। তাদের মাথা ও শরীরে বিভিন্ন স্থানে ধারালো কিছুর আঘাতের চিহ্ন রয়েছে।
সংর্ঘষের ঘটনা স্বীকার করে দিলপাশার ইউপি চেয়ারম্যান আব্দুল হান্নান বলেন, আহতদের উন্নত চিকিৎসা ও সার্বক্ষণিক খোঁজ খবর নেওয়া হচ্ছে। এর বাইরে তিনি সাংবাদিকদের আর কিছু বলতে রাজি হন নি।
ভাঙ্গুড়া থানার ওসি মু. ফয়সাল বিন আহসান জানান, এ ঘটনায় আইয়ুব আলী বাদী হয়ে ১৩ জনকে আসামী করে ভাঙ্গুড়া থানায় একটি মামলা দায়ের করেছেন। পুলিশ শুক্রবার রব্বান আলী (২৫) নামের এক ব্যক্তিকে আটক করেছে। বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রনে আছে। এলাকায় পুলিশ মোতায়েন করা হয়েছে।
আরও পড়ুনঃ
বাঙালির চিরায়ত ঐতিহ্য সামনে রেখে পহেলা বৈশাখের আয়োজন সাজানো হয় কলকাতা জুড়ে
কেউ জানে না কবে শেষ হবে রাশিয়া-ইউক্রেন যুদ্ধ
রংপুরসহ আট জেলা ও মহানগরে বিএনপির নতুন আহ্বায়ক কমিটি করা হয়েছে
পাবনা এডওয়ার্ড কলেজে ১৪২৯ বাংলা নববর্ষ পালন
সিংড়া উপজেলা প্রশাসনের আয়োজনে বাংলা- ১৪২৯ বর্ষবরণে ঐতিহ্যবাহী লাঠি খেলা অনুষ্ঠিত
রহস্যজনক অগ্নিকান্ডে বেনাপোল স্থল বন্দরে পাঁচ ভারতীয় ট্রাক পুড়ে গেছে
এভাবেই ঈদ উপহার পেয়ে হাসি ফুটলো মাটিকাটার ২২০০ হতদরিদ্র পরিবারের সদস্যদের মুখে
পুঠিয়ায় যাত্রীবাহী বাস ও মোটরসাইল সংর্ঘষে ১ জন নিহত
পাবনায় চৈত্র সংক্রান্তি পূজায় হাজরা খেলা বন্ধের প্রতিবাদ সভায় হামলা: আহত ৫