নওগাঁর রাণীনগরে নববর্ষ উপলক্ষ্যে মঙ্গল শোভাযাত্রা অনুষ্ঠিত
- প্রকাশিত সময় ০১:৪৪:০৪ অপরাহ্ন, শনিবার, ১৬ এপ্রিল ২০২২
- / 88
রাণীনগর (নওগাঁ) প্রতিনিধি:
প্রকাশিত: ০১:৩০ দুপুর, এপ্রিল ১৬, ২০২২
“নতুন দিনের নতুন আলো নতুন জীবন গড়ি, জরাজীর্ণ, সা¤প্রদায়িকতা ভুলে স¤প্রীতি হাত ধরি” এই শ্লোগানকে সামনে রেখে বাংলা নববর্ষ উপলক্ষে নওগাঁর রাণীনগর উপজেলা প্রেস ক্লাবের আয়োজনে মঙ্গল শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার বেলা ১১ টায় উপজেলা প্রেস ক্লাবের কার্যালয়ের সামনে থেকে এক বর্ণাঢ্য মঙ্গল শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।
রাণীনগর উপজেলা প্রেস ক্লাবের সভাপতি তন্ময় ভৌমিকের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আব্দুর রউফ দুলু।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা সুশান্ত কুমার মাহাতো, উপজেলা কৃষি কর্মকর্তা শহিদুল ইসলাম, রাণীনগর থানার ওসি শাহিন আকন্দ, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান জারজিস হাসান মিঠু, মহিলা ভাইস চেয়ারম্যান ফরিদা বেগম, উপজেলা সমাজসেবা কর্মকর্তা মাহবুবুল আলম, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মেহেদী হাসান, উপজেলা বিআরডিবি কর্মকর্তা মাহবুব, উপজেলা জনস্বাস্থ্য কর্মকর্তা একরামুল বারী।
এছাড়া রাণীনগর উপজেলা প্রেস ক্লাবের সহ-সভাপতি আব্দুল মালেক, সাধারণ সম্পাদক সুকুমল কুমার প্রামানিক, উপদেষ্টা সাদেকুল ইসলাম, চৌধুরী মুরাদ হোসেনসহ প্রেস ক্লাবের সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।
আরও পড়ুনঃ
বাঙালির চিরায়ত ঐতিহ্য সামনে রেখে পহেলা বৈশাখের আয়োজন সাজানো হয় কলকাতা জুড়ে
কেউ জানে না কবে শেষ হবে রাশিয়া-ইউক্রেন যুদ্ধ
রংপুরসহ আট জেলা ও মহানগরে বিএনপির নতুন আহ্বায়ক কমিটি করা হয়েছে
পাবনা এডওয়ার্ড কলেজে ১৪২৯ বাংলা নববর্ষ পালন
সিংড়া উপজেলা প্রশাসনের আয়োজনে বাংলা- ১৪২৯ বর্ষবরণে ঐতিহ্যবাহী লাঠি খেলা অনুষ্ঠিত
রহস্যজনক অগ্নিকান্ডে বেনাপোল স্থল বন্দরে পাঁচ ভারতীয় ট্রাক পুড়ে গেছে
এভাবেই ঈদ উপহার পেয়ে হাসি ফুটলো মাটিকাটার ২২০০ হতদরিদ্র পরিবারের সদস্যদের মুখে
পুঠিয়ায় যাত্রীবাহী বাস ও মোটরসাইল সংর্ঘষে ১ জন নিহত
পাবনায় চৈত্র সংক্রান্তি পূজায় হাজরা খেলা বন্ধের প্রতিবাদ সভায় হামলা: আহত ৫