আব্দুল গাফফার চৌধুরীর মেয়ের মৃত্যু
- প্রকাশিত সময় ০৫:৪৯:৩১ অপরাহ্ন, শনিবার, ১৬ এপ্রিল ২০২২
- / 184
প্রবাসি ডেস্ক
প্রকাশিত: ০৫:৩৫ বিকাল, এপ্রিল ১৬, ২০২২
একুশের গানের রচয়িতা সাংবাদিক ও কলামনিস্ট আব্দুল গাফফার চৌধুরীর মেয়ে বিনীতা চৌধুরী ক্যান্সারে আক্রান্ত হয়ে মারা গেছেন।
স্থানীয় সময় বুধবার লন্ডনের একটি হাসপাতালে মৃত্যুর সময় বিনীতা চৌধুরীর বয়স হয়েছিল ৫০ বছর। আব্দুল গাফফার চৌধুরীর চার মেয়ে এবং এক ছেলের মধ্যে তিনি তৃতীয়। বিনীতা বাবার সাথেই লন্ডনের এজওয়ারের বাসায় থাকতেন ও তাকে দেখাশোনা করতেন।
শুক্রবার শোকাহত আব্দুল গাফফার চৌধুরী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, আগামী মঙ্গলবার তার মেয়ে বিনীতা চৌধুরীর জানাজা হওয়ার কথা রয়েছে।
লন্ডনে এখন ইস্টারের ছুটি চলছে। সবকিছু বন্ধ থাকায় বিনীতা চৌধুরীর লাশ এখনো হাসপাতালে রয়েছে।
আব্দুল গাফফার চৌধুরীও করোনাভাইরাস সংক্রমণের শিকার হয়ে নর্থউইক পার্ক হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। গাফফার চৌধুরী জানান, শুক্রবার তার কোভিড টেস্ট নেগেটিভ এসেছে এবং শারীরিক অবস্থাও আগের চেয়ে কিছুটা ভালো। তবে হাসপাতাল থেকে কবে ছাড় পাবেন সেই বিষয়ে তিনি নিশ্চিত নন।
মেয়ের জন্য সবার কাছে দোয়া চেয়েছেন আব্দুল গাফফার চৌধুরী।
আরও পড়ুনঃ
নবনিযুক্ত উপাচার্য পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়কে আদর্শ বিশ্ববিদ্যালয় হিসেবে গড়ে তুলতে চান
মেয়াদ পুর্তির আগেই পাবনা জেলা বিএনপির আহ্বায়ক কমিটি ভেঙে নতুন কমিটি অনুমোদন
আঞ্চলিক শান্তি ও সমৃদ্ধির জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে কাজ করতে চান শাহবাজ শরীফ
বাঙালির চিরায়ত ঐতিহ্য সামনে রেখে পহেলা বৈশাখের আয়োজন সাজানো হয় কলকাতা জুড়ে
কেউ জানে না কবে শেষ হবে রাশিয়া-ইউক্রেন যুদ্ধ
রংপুরসহ আট জেলা ও মহানগরে বিএনপির নতুন আহ্বায়ক কমিটি করা হয়েছে
পাবনা এডওয়ার্ড কলেজে ১৪২৯ বাংলা নববর্ষ পালন
পাবনায় শুরু হলো ১০ দিনব্যাপী বৈশাখী মেলা
রহস্যজনক অগ্নিকান্ডে বেনাপোল স্থল বন্দরে পাঁচ ভারতীয় ট্রাক পুড়ে গেছে
এভাবেই ঈদ উপহার পেয়ে হাসি ফুটলো মাটিকাটার ২২০০ হতদরিদ্র পরিবারের সদস্যদের মুখে