ঈশ্বরদীতে সিপিবির উদ্যোগে গণঅবস্থান ও বিক্ষোভ কর্মসূচি পালিত
- প্রকাশিত সময় ০৮:৪৭:৫২ অপরাহ্ন, শনিবার, ১৬ এপ্রিল ২০২২
- / 89
পাবনা ব্যুরো
প্রকাশিত: ০৮:৩৭ সন্ধ্যা, এপ্রিল ১৬, ২০২২
ঈশ্বরদীতে সিপিবির উদ্যোগে গণঅবস্থান ও বিক্ষোভ কর্মসূচি পালিত হয়েছে।
বাংলাদেশের কমিউনিস্ট পার্টি ঈশ্বরদী উপজেলা কমিটির উদ্যোগে ১৫ইং এপ্রিল সকালে ঈশ্বরদী বাজারের ১নং গেটে গণঅবস্থান ও বিক্ষোভ কর্মসূচি ঈশ্বরদী উপজেলা কমিটির সভাপতি কমরেড শওকত আলীর সভাপতিত্বে এবং ঈশ্বরদী উপজেলা কমিটির সাধারণ সম্পাদক ডাঃ অলোক মজুমদারের সঞ্চলনায় গণঅবস্থান কর্মসূচি পালন করা হয়।
এতে বক্তব্য রাখেন সিপিবি পাবনা জেলা কমিটির সাধারণ সম্পাদক কমরেড সালফী আল ফাত্তাহ, পাবনা জেলা কমিটির সম্পদক মন্ডলীর সদস্য বীর মুক্তিযোদ্ধা কমরেড আব্দুর রাজ্জাক, সিপিবি পাবনা জেলা কমিটির সম্পাদক মন্ডলীর সদস্য কমরেড আহসান হাবিব, বাংলাদেশ কৃষক সমিতির পাবনা জেলা কমিটির সভাপতি বীর মুক্তিযোদ্ধা কমরেড জামাত আলী মন্ডল, কমরেড জুয়েল হোসেন সোহাগ, কমরেড জীবন দাস প্রমুখ। কমরেড সালফী আল ফাত্তাহ বলেন, ১৫ থেকে ১৭ এপ্রিল জেলা, উপজেলা ও ইউনিয়নে গণঅবস্থান বিক্ষোভ কর্মসূচির অংশ হিসেবে এ কর্মসূচি পালিত হচ্ছে।
সিপিবি’র দাবিগুলো হলো টিসিবির গাড়ি ও দোকানের সংখ্যা বৃদ্ধি কর, স্থায়ী রেশনিং ব্যবস্থা ও ন্যায্য মূল্যের দোকন চালু কর, ঈদের আগে শ্রমিক কর্মচারীদের বেতন, বকেয়া ও বোনাস পরিশোধ কর, গণতন্ত্র ও ভোটাধিকার আদায় করা।
আরও পড়ুনঃ
ভালো মেয়ে বনাম মন্দ মেয়ে: একবার যদি নিজের দিকে তাকাই
আব্দুল গাফফার চৌধুরীর মেয়ের মৃত্যু
নবনিযুক্ত উপাচার্য পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়কে আদর্শ বিশ্ববিদ্যালয় হিসেবে গড়ে তুলতে চান
মেয়াদ পুর্তির আগেই পাবনা জেলা বিএনপির আহ্বায়ক কমিটি ভেঙে নতুন কমিটি অনুমোদন
আঞ্চলিক শান্তি ও সমৃদ্ধির জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে কাজ করতে চান শাহবাজ শরীফ
বাঙালির চিরায়ত ঐতিহ্য সামনে রেখে পহেলা বৈশাখের আয়োজন সাজানো হয় কলকাতা জুড়ে
কেউ জানে না কবে শেষ হবে রাশিয়া-ইউক্রেন যুদ্ধ
রংপুরসহ আট জেলা ও মহানগরে বিএনপির নতুন আহ্বায়ক কমিটি করা হয়েছে
পাবনা এডওয়ার্ড কলেজে ১৪২৯ বাংলা নববর্ষ পালন
পাবনায় শুরু হলো ১০ দিনব্যাপী বৈশাখী মেলা