সব রেকর্ড ভাঙছে ‘কেজিএফ চ্যাপ্টার ২’
- প্রকাশিত সময় ০১:০৬:৫৮ পূর্বাহ্ন, রবিবার, ১৭ এপ্রিল ২০২২
- / 107
স্বতঃকণ্ঠ অনলাইন ডেস্ক
প্রকাশিত: ০১:১৮ রাত, এপ্রিল ১৭, ২০২২
ছবি মুক্তির পরপরই সিনেমাপ্রেমীদের মাঝে দারুণ সাড়া ফেলেছে ‘কেজিএফ চ্যাপ্টার ২’। চলচ্চিত্র বিশেষজ্ঞরা মনে করছেন বাহুবলী, পুষ্পা, আরআরআর সিনেমার বক্সঅফিস সাফল্যকে ছাড়িয়ে যাবে।
বোম্বে টাইমসের প্রতিবেদনে বলা হয়েছে, তামিলনাড়ুতে ৮টি প্রেক্ষাগৃহে ভোর ৩টা এবং ৪টার সময় শো রাখা হয়েছে। অগ্রিম টিকিট বুকিংয়ের ক্ষেত্রে আরআরআরকেও ছাপিয়ে গেছে (কেজিএফ চ্যাপ্টার ২)।
সূত্রের বরাত দিয়ে সংবাদমাধ্যমটি জানিয়েছে, দ্বিতীয় দিনে হিন্দি সংস্করণটি প্রায় ৪৩-৪৫ কোটি টাকার ব্যবসা করেছে। সিনেমাটি এখন পর্যন্ত শুধু হিন্দি ভাষাতেই ৯৬-৯৮ কোটি রুপি আয় করেছে। এরপর দ্বিতীয় দিনে ৮৬-৮৮ কোটি রুপি আয় করে সিনেমাটি। আর প্রথম দিনে সব মিলিয়ে আয়ের অঙ্কটা ছিল ১১৬ কোটি রুপি। মাত্র দু’দিনেই ২০০ কোটির ঘরে ঢুকেছে সিনেমাটি।
উল্লেখ্য, বলিউডে এ পর্যন্ত মুক্তির প্রথম দিনে সবচেয়ে বেশি ব্যবসা করার রেকর্ড ছিল ওয়ার (৫১.৬০ কোটি) এবং থাগস্ অব হিন্দুস্তান (৫০.৭৫ কোটি) সিনেমার। কেজিএফ চ্যাপ্টার ২ সেই রেকর্ড ভেঙে দিয়েছে।
আরও পড়ুনঃ
ভালো মেয়ে বনাম মন্দ মেয়ে: একবার যদি নিজের দিকে তাকাই
আব্দুল গাফফার চৌধুরীর মেয়ের মৃত্যু
নবনিযুক্ত উপাচার্য পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়কে আদর্শ বিশ্ববিদ্যালয় হিসেবে গড়ে তুলতে চান
মেয়াদ পুর্তির আগেই পাবনা জেলা বিএনপির আহ্বায়ক কমিটি ভেঙে নতুন কমিটি অনুমোদন
আঞ্চলিক শান্তি ও সমৃদ্ধির জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে কাজ করতে চান শাহবাজ শরীফ
বাঙালির চিরায়ত ঐতিহ্য সামনে রেখে পহেলা বৈশাখের আয়োজন সাজানো হয় কলকাতা জুড়ে
কেউ জানে না কবে শেষ হবে রাশিয়া-ইউক্রেন যুদ্ধ
রংপুরসহ আট জেলা ও মহানগরে বিএনপির নতুন আহ্বায়ক কমিটি করা হয়েছে
পাবনা এডওয়ার্ড কলেজে ১৪২৯ বাংলা নববর্ষ পালন
পাবনায় শুরু হলো ১০ দিনব্যাপী বৈশাখী মেলা