আটঘরিয়া সংবাদ পরিক্রমা
- প্রকাশিত সময় ০৪:৪৫:৪৫ অপরাহ্ন, রবিবার, ১৭ এপ্রিল ২০২২
- / 89
আটঘরিয়া (পাবনা) ব্যুরো সংবাদ
প্রকাশিত: ০৪:২৯ বিকাল, এপ্রিল ১৭, ২০২২
আটঘরিয়ায় বাংলা নববর্ষ পালিত
উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে গত ১৪ এপ্রিল আটঘরিয়া উপজেলা প্রশাসনের উদ্যোগে বাংলা নববর্ষ পালিত হয়।
এ উপলক্ষ্যে আগের দিন থেকে উপজেলার প্রধান প্রধান সড়ক বাংলা নববর্ষের ফেষ্টুন, ব্যানার, সড়ক আল্পনা নানাভাবে সজ্জিতকরণ করা হয়। সকারে শিশু, কিশোর, সাংস্কৃতিক কর্মী, সকল পেশাজীবিদের অংশগ্রহনে উপজেলা পরিষদ চত্ত¡রে বর্ণাঢ্য র্যালী শেষে উপজেলা পরিষদ অডিটরিয়ামে সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
ডিজিটাল হোল্ডিং প্লেটের নামে ২০০ করে টাকা আদায়
ডিজিটাল হোল্ডিং প্লেট লাগানোর নামে একটি এনজিও প্রতিষ্ঠান ২০০ টাকা আদায় করছে। আটঘরিয়া পৌরসভার বসতবাড়ী ও বিভিন্ন প্রতিষ্ঠানে এই ডিজিটাল হোল্ডিং প্লেট লাগানো হচ্ছে।
দেখা গেছে যে, ঐ এনজিও প্রতিষ্ঠান বাড়ী বাড়ী গিয়ে নগদ ২০০ টাকার বিনিময়ে লাগানো ঐ প্লেটে এনজিও প্রতিষ্ঠানের নাম নাই, শুধু নাম আছে আটঘরিয়া পৌরসভার। প্রশ্ন উঠেছে, তাহলে পৌরসভার কর্মচারীরাইতো এ কাজ করতে পারত। সে ক্ষেত্রে ঐ প্লেটের সর্বোচ্চ দাম হত ৫০ টাকা। কিংবা টিনের প্লেটে হোল্ডিং লিখে লাগালে খরচ পড়ত ১০ টাকা। ডিজিটাল প্লেটের নামে ঐ এনজিও কে সমস্ত পৌরসভা থেকে লাখ লাখ টাকা অনর্থক আদায়ের সুযোগ করে দেয়ায় পৌরবাসী অনেকেই অখুশি, এতে জনগণের তেমন কোন উপকারিতা নাই।
মসজিদ নিয়ে আবারও মারামারিতে আহত ১০ গ্রেফতার ২
আটঘরিয়া উপজেলার খামারকোদালিয়া গ্রামের মসজিদকে কেন্দ্র করে সৃষ্ট মারামারিতে মামলায় থানা পুলিশ আজাহার আলী (৫৩) ও ওসমান আলী (৩৫) নামক ২ জনকে গ্রেফতার করেছে এবং এ সংঘর্ষে ১০ জন আহত হয়।
গত ১২ এপ্রিরল রাতে তারাবির নামাজ শেষে পূর্ব গোরযোগের জেরে পুনরায় গোলমাল ও মারামারি শুরু হয়। এতে ১০ জন আহত হলে সানাউল্লাহ (৪০) নামক একজনকে রাজশাহী মেডিকেলে পাঠানো হয়। অন্যান্যদের মধ্যে বিল্লাল (৪১) মাসুদ(৩২), ইসলাম(৫১) কে হাসপাতালে ভর্তি করা হয় এবং বাকীদের প্রাথমিক চিকিৎসার পর ছেড়ে দেয়া হয়। ইতিপূর্বে মসজিদকে কেন্দ্র করে সৃষ্ট গেলামালে ৭ জন আহত হয়। নতুন করে গোলমালে আরও ১০ জন আহত হয়েছে।
আটঘরিয়ার ২ প্রতিষ্ঠানে ইফতার মাহফিল
আটঘরিয়া উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতি এবং নাগদহ দক্ষিনপাড়া হাফিজিয়া মাদ্রাসার উদ্যোগে গত ১৫ ও ১৬ এপ্রিল ইফতার মাহফিলের আয়োজন করা হয়।
প্রাথমিক শিক্ষক সমিতির ইফতার মাহফিলে শিক্ষক নেতৃবৃন্দ এবং নাগদহ হাফিজিয়া মাদ্রাসার ইফতার মাহফিলে এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
আরও পড়ুনঃ
যশোরের শার্শায় পরিত্যক্ত অবস্থায় নবজাতক উদ্ধার
সব রেকর্ড ভাঙছে ‘কেজিএফ চ্যাপ্টার ২’
ভাঙ্গুড়ায় মরহুম আমিনুল ইসলাম স্মরণে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
পাবনায় শুরু হলো ১০ দিনব্যাপী বৈশাখী মেলা
আঞ্চলিক শান্তি ও সমৃদ্ধির জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে কাজ করতে চান শাহবাজ শরীফ
বাঙালির চিরায়ত ঐতিহ্য সামনে রেখে পহেলা বৈশাখের আয়োজন সাজানো হয় কলকাতা জুড়ে
কেউ জানে না কবে শেষ হবে রাশিয়া-ইউক্রেন যুদ্ধ
রংপুরসহ আট জেলা ও মহানগরে বিএনপির নতুন আহ্বায়ক কমিটি করা হয়েছে
পাবনা এডওয়ার্ড কলেজে ১৪২৯ বাংলা নববর্ষ পালন