পাবনায় ঐতিহাসিক মুজিবনগর দিবস উপলক্ষ্যে আলোচনা সভা ও চলচ্চিত্র প্রদর্শনী
- প্রকাশিত সময় ০৫:৫০:১৪ অপরাহ্ন, রবিবার, ১৭ এপ্রিল ২০২২
- / 136
স্বতঃকণ্ঠ নিউজ ডেস্ক
প্রকাশিত: ০৫:৩৫ বিকাল, এপ্রিল ১৭, ২০২২
পাবনা জেলা তথ্য অফিসের উদ্যোগে ১৭ ডিসেম্বর ২০২২ তারিখে ঐতিহাসিক মুজিবনগর দিবস-২০২২ উপলক্ষ্যে গণযোগাযোগ অধিদপ্তরের বিশেষ প্রচার কর্মসূচীর অংশ হিসেবে পাবনা আর এম একাডেমী স্কুল এন্ড কলেজ মিলনায়তনে আলোচনা সভা ও চলচ্চিত্র প্রদর্শনীর আয়োজন করা হয়।
আর এম একাডেমী স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ মোঃ আফজাল হোসেন এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা শিক্ষা অফিসার জনাব এস এম মোসলেম উদ্দিন।
প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা জনাব আ. স. ম. আব্দুর রহিম পাকন। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য প্রদান করেন সিনিয়র তথ্য অফিসার, পাবনা মোঃ সামিউল আলম। অনুষ্ঠানে প্রধান অতিথি ১৭ এপ্রিল ঐতিহাসিক মুজিবনগর দিবসের তাৎপর্য এবং আমাদের স্বাধীনতা সংগ্রামে এর বহুমাত্রিক প্রভাব নিয়ে আলোচনা করেন। পাশাপাশি তিনি মুক্তিযুদ্ধের চেতনায় বঙ্গবন্ধুর সোনার বাংলা গড়তে নতুন প্রজন্ম বিশেষ করে শিক্ষার্থীদের প্রস্তুত হওয়ার আহবান জানান।
প্রধান আলোচক তাঁর বক্তব্যে বলেন, মুজিবনগর সরকার গঠনের ফলে যুদ্ধের সকল প্রচেষ্টা অর্থ পেয়েছিল, এটি জনগণের ঐক্যকে দৃঢ় করে বিশ্বকে মুক্তিযোদ্ধাদের নিকটে নিয়ে এসেছিল। যুদ্ধের দিনগুলিকে প্রস্ফুটিত করেছিল এবং জাতিসমূহের মধ্যে বাংলাদেশের উপস্থিতি নিশ্চিত করেছিল। পাশাপাশি তিনি বঙ্গবন্ধু ও জাতীয় চার নেতার আদর্শ লালন করার মাধ্যমে বাংলাদেশকে একটি ক্ষুধা ও দারিদ্রমুক্ত অসাম্প্রদায়িক সোনার বাংলা গড়ে তুলতে সকলের প্রতি আহবান জানান।
সিনিয়র তথ্য অফিসার তাঁর স্বাগত বক্তব্যে মুজিবনগর সরকারের আন্তর্জাতিক মতামত গঠন ও মুক্তিযুদ্ধকে সংগঠিত করার ক্ষেত্রে এর ভূমিকা নিয়ে আলোচনা করেন। বিশেষ করে তিনি বলেন, মুজিবনগর সরকার বিশ্বকে জানাতে সাহায্য করেছিল একটি স্বাধীন বাংলাদেশের বিকল্প নেই।
অনুষ্ঠানে অন্যানের মধ্যে উপস্থিত থেকে বক্তব্য প্রদান করেন প্রধান শিক্ষক, শহীদ আহমেদ রফিক উচ্চ বিদ্যালয় জনাব হেলেনা খাতুন; অধ্যক্ষ, ইমাম গাজ্জলী স্কুল এন্ড কলেজ সুরাইয়া সুলতানা। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সহকারী প্রধান শিক্ষক আর এম একাডেমী জনাব মোঃ হেলাল উদ্দিন। এছাড়া অনুষ্ঠানে ঐতিহাসিক ১৭ এপ্রিল মুজিবনগর দিবসের তাৎপর্য তুলে ধরে বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষক এবং শিক্ষার্থীরাও আলোচনায় অংশগ্রহণ করে। অনুষ্ঠানে দুই শতাধিক শিক্ষক ও শিক্ষার্থী অংশগ্রহণ করেন।
আলোচনা অনুষ্ঠানের পূর্বে “মুজিবনগর বাংলাদেশের প্রথম রাজধানী” শীর্ষক প্রামাণ্যচিত্র প্রদর্শন করা হয়। – সংবাদ বিজ্ঞপ্তি
আরও পড়ুনঃ
রাণীনগরে সরকারি ভুর্তুকিতে হারভেস্টার মেশিন পেলেন কৃষক
আটঘরিয়া সংবাদ পরিক্রমা
যশোরের শার্শায় পরিত্যক্ত অবস্থায় নবজাতক উদ্ধার
সব রেকর্ড ভাঙছে ‘কেজিএফ চ্যাপ্টার ২’
ভাঙ্গুড়ায় মরহুম আমিনুল ইসলাম স্মরণে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
নবনিযুক্ত উপাচার্য পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়কে আদর্শ বিশ্ববিদ্যালয় হিসেবে গড়ে তুলতে চান
আঞ্চলিক শান্তি ও সমৃদ্ধির জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে কাজ করতে চান শাহবাজ শরীফ
ভাঙ্গুড়া রিপোর্টার্স ইউনিটির আলোচনা সভা ও ইফতার মাহফিল