ঈশ্বরদীতে অবৈধ পলিথিন ফ্যাক্টরী সিলগালা, মালিক গ্রেফতার
- প্রকাশিত সময় ০৬:৩২:০৬ অপরাহ্ন, রবিবার, ১৭ এপ্রিল ২০২২
- / 179
স্বতঃকণ্ঠ নিউজ ডেস্ক
প্রকাশিত: ০৬:৩২ বিকাল, এপ্রিল ১৭, ২০২২
পাবনার ডিবি পুলিশের একটি টিম অভিযান চালিয়ে আজ রোববার দুপুরের দিকে শহরের শৈলপাড়ায় অবস্থিত একটি গোপন পলিথিন ব্যাগ তৈরির কারখানা থেকে বিপুল পরিমাণ কাঁচামাল জব্দ ও মালিক শিপন মালিথাকে হাতেনাতে গ্রেফতার করে নিয়ে যায়।
পাবনা ডিবি পুলিশের অভিযানের নেতৃত্বে ছিলেন ওসি (ইনচার্জ) মোঃ আতাউর রহমান খন্দকার। তিনি জানান, এ অভিযানের নেতৃত্ব দেন পাবনা জেলা গোয়ন্দো পুলশিরে ওসি (ইনর্চাজ) মোঃ আতাউর রহমান খন্দকার ও সঙ্গয়ি পুলিশ সদস্যরা। তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে পাবনা পুলিশ সুপার মহিবুল ইসলামের নির্দেশে দুপুর আড়াইটার দিকে অভিযান চালানো হয়। অভিযানে ঈশ্বরদীর শৈলপাড়া এলাকায় একটি অবৈধ পলিথিন তৈরির কারখানা থেকে কয়েক কোটি টাকা মুল্যের পলিথিন, পলিথিন তৈরির কাঁচামাল এবং সরঞ্জামাদি জব্দ করা হয়।পাবনা জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি) রবিবার (১৭ এপ্রিল) ঈশ্বরদী পৌরসভার শৈলপাড়া এলাকায় শিপন মালিথা নামে এক ব্যক্তির অবৈধ কারখানায় অভিযান চালায়। অভিযানকালে কারখানার মালিক শিপন মালিথাকে আটক করা হয়। জব্দ করা হয় পলিথিন ব্যাগ তৈরির দানা জাতীয় কাঁচামাল ১৫০ বস্তা, ছোট পলিব্যাগ তৈরির কাঁচামাল ৩৫ বস্তা ও ১৫ কেজি পরিমাণ ফিনিশড প্রোডাক্টস।
অভিযান পরিচালনায় সহযোগিতা করেন এসআই জিন্নাত, এসআই অসিত কুমার বসাকসহ আরো অনেকে। অবৈধ পলিথিন ফেক্টরিটি সিলগালা করে ঈশ্বরদী পৌরসভার ১ নং ওয়ার্ড কাউন্সিলর কামাল হোসনের নিকট প্রতিষ্ঠানটির সকল দায়িত্ব বুঝিয়ে দেওয়া হয়। এমন অভিযান অব্যাহত থাকবে বলেও জানান ডিবি পুলিশের ওসি।
উল্লেখ্য ঈশ্বরদীতে এমন অবৈধ পলিথিন কারখানা আরও আছে সেগুলোর ব্যাপারেও ব্যবস্থা নেওয়া জরুরি বলে মনে করে সচেতন মহল। তারা জানান, এখনই সেখানে অভিযান না চালালে তারা হয়তো সতর্ক হবে ও যন্ত্রপাতিসহ সব মালামাল সরিয়ে ফেলবে।
আরও পড়ুনঃ
পাবনায় ঐতিহাসিক মুজিবনগর দিবস উপলক্ষ্যে আলোচনা সভা ও চলচ্চিত্র প্রদর্শনী
রাণীনগরে সরকারি ভুর্তুকিতে হারভেস্টার মেশিন পেলেন কৃষক
আটঘরিয়া সংবাদ পরিক্রমা
যশোরের শার্শায় পরিত্যক্ত অবস্থায় নবজাতক উদ্ধার
সব রেকর্ড ভাঙছে ‘কেজিএফ চ্যাপ্টার ২’
ভাঙ্গুড়ায় মরহুম আমিনুল ইসলাম স্মরণে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
নবনিযুক্ত উপাচার্য পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়কে আদর্শ বিশ্ববিদ্যালয় হিসেবে গড়ে তুলতে চান
আঞ্চলিক শান্তি ও সমৃদ্ধির জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে কাজ করতে চান শাহবাজ শরীফ