বিভিন্ন মেডিকেল কলেজে চান্স পাওয়া মেধাবী শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান মর্জিনা-লতিফ ট্রাষ্টের
- প্রকাশিত সময় ০৮:৪৩:৪৮ অপরাহ্ন, রবিবার, ১৭ এপ্রিল ২০২২
- / 103
স্বতঃকণ্ঠ ব্যুরো, পাবনা
প্রকাশিত: ০৮:২৭ রাত, এপ্রিল ১৭, ২০২২
দেশের অন্যতম বৃহৎ সেবামূলক প্রতিষ্ঠান পাবনার মর্জিনা-লতিফ ট্রাস্ট এর উদ্যোগে রোব্বার মনসুরাবাদ আবাসিক এলাকা থেকে বিভিন্ন মেডিকেল কলেজে চান্স পাওয়া মেধাবী শিক্ষার্থীদের সংবর্ধনা দেয়া হয়েছে।
শহরের মনসুরাবাদ জামে মসজিদে অনুষ্ঠিত ওই অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মর্জিনা-লতিফ ট্রাস্টের মহাসচিব ও লতিফ গ্রুপের চেয়ারম্যান ও পাবনা চেম্বার অব কমার্সের সাবেক সভাপতি আলহাজ্ব আব্দুল লতিফ বিশ্বাস।
ট্রাস্টের সদস্য ও পাবনা প্রেস ক্লাবের সাবেক সিনিয়র সহসভাপতি আখতারুজ্জামান আখতার এর সঞ্চালনায় সংবর্ধনা অনুষ্ঠানে অন্যদের বক্তব্য দেন ট্রাস্টের যুগ্ম মহাসচিব ও পাবনা সদর উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব মোশারোফ হোসেন, পাবনা পৌরসভার মেয়র শরিফ উদ্দিন প্রধান, গয়েশপুর ইউপি চেয়ারম্যান মোহাতার হোসেন মোতাই, বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক সাব্বির হোসেন, মনসুরাবাদ জামে মসজিদের সেক্রেটারী ড. মিজানুর রহমান মিল্টন, মাওলানা মাকসুদুর রহমান প্রমুখ। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, ট্রাস্টের যুগ্ম মহাসচিব ও লতিফ গ্রুপের পরিচালক আলহাজ্ব মাহবুব হোসেন খান বাবলু, লতিফ গ্রুপের জেনারেল ম্যানেজার অচিন্ত্য কুমার ঘোষ, লতিফ গ্রুপের এজিএম জাহিদ হোসেন, প্রকৌশলী আব্দুল মতিন, হিসাবরক্ষণ কর্মকর্তা জাহিদুল ইসলাম প্রমুখ।
অনুষ্ঠানে মনসুরাবাদ এলাকা থেকে এবারে দেশের বিভিন্ন মেডিক্যাল কলেজে চান্স পাওয়া মেধাবি শিক্ষার্থী ও তাদের বাবা-মাকে ফুলেল শুভেচ্ছা এবং চিকিৎসা সামগ্রীসহ অন্যান্য উপহার প্রদান করা হয়। প্রসঙ্গত: পাবনা শহরের মনসুরাবাদ আবাসিক এলাকা থেকে এবারে ঢাকা মেডিকেল কলেজে এজাজ আহমেদ, ময়মনসিংহ মেডিকেল কলেজে সানমান ফারসী এবং সিলেট ওসমানী মেডিকেল কলেজে চান্স পান।
পরে ইফতার মাহফিলের আয়োজন করা হয়। অনুষ্ঠানে সভাপতির বক্তৃতায় আলহাজ্ব আব্দুল লতিফ বিশ্বাস বলেন, মর্জিনা-লতিফ ট্রাস্টের উদ্যোগে ধর্মীয়, শিক্ষা প্রতিষ্ঠানের উন্নয়নসহ আর্ত-মানবতার সেবা এবং শিক্ষা ক্ষেত্রে নানাভাবে অবদান রাখছে। দরিদ্র মেধাবি শিক্ষার্থীদের সম্মানিত করা এবং লেখাপড়ায় সাহায্য করার মাধ্যমে অন্যরা ভাল ফলাফলে উৎসাহিত হচ্ছে। এভাবেই এই ট্রাস্ট শিক্ষিত জাতি গঠনে সরকারের সহযোগী হিসেবে কাজ করছে। তিনি বলেন, ট্রাস্টের এই ভাল কাজে সবাইকে সহযোগিতার মনোভাব নিয়ে এগিয়ে আসতে হবে।
আরও পড়ুনঃ
পাবনায় ঐতিহাসিক মুজিবনগর দিবসে জাতির জনকের প্রতিকৃতিতে এমপি প্রিন্সের শ্রদ্ধা নিবেদন
ঈশ্বরদীতে অবৈধ পলিথিন ফ্যাক্টরী সিলগালা, মালিক গ্রেফতার
পাবনায় ঐতিহাসিক মুজিবনগর দিবসে জাতির জনকের প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন
পাবনায় ঐতিহাসিক মুজিবনগর দিবস উপলক্ষ্যে আলোচনা সভা ও চলচ্চিত্র প্রদর্শনী
রাণীনগরে সরকারি ভুর্তুকিতে হারভেস্টার মেশিন পেলেন কৃষক
আটঘরিয়া সংবাদ পরিক্রমা
যশোরের শার্শায় পরিত্যক্ত অবস্থায় নবজাতক উদ্ধার
সব রেকর্ড ভাঙছে ‘কেজিএফ চ্যাপ্টার ২’