গোবিন্দগঞ্জে তিন সাঁওতাল হত্যার বিচার ও ৭ দফা দাবিতে সমাবেশ
- প্রকাশিত সময় ১১:৫৪:০৩ অপরাহ্ন, সোমবার, ১৮ এপ্রিল ২০২২
- / 168
গোবিন্দগঞ্জ (গাইবান্ধা) সংবাদদাতা
প্রকাশিত: ১১:৩৯ রাত, এপ্রিল ১৮, ২০২২
আজ গোবিন্দগঞ্জে ৩ সাঁওতাল হত্যার বিচার ও ৭ দফা দাবিতে সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
গাইবান্ধার গোবিন্দগঞ্জে তিন সাঁওতাল হত্যার বিচারসহ সাত দফা দাবিতে সমাবেশ করেছেন ওই ক্ষুদ্র জাতিগোষ্ঠীর লোকজন। গোবিন্দগঞ্জ-দিনাজপুর আঞ্চলিক সড়কের গোবিন্দগঞ্জ উপজেলার কাটামোড় এলাকায় আজ সোমবার এ সমাবেশ অনুষ্ঠিত হয়।
বাংলাদেশ আদিবাসী ইউনিয়ন গোবিন্দগঞ্জ উপজেলা শাখার আয়োজনে দুপুর ১২টা থেকে প্রায় দুই ঘণ্টাব্যাপী এ কর্মসূচি পালিত হয়। এর আগে পতাকা, ফেস্টুন ও ব্যানার হাতে উপজেলার মাদারপুর ও জয়পুর গ্রাম থেকে তিন শতাধিক সাঁওতাল ও বাঙালি নারী-পুরুষ মিছিল বের করেন। মিছিলটি গোবিন্দগঞ্জ-দিনাজপুর সড়কের বিভিন্ন এলাকা প্রদক্ষিণ করে।
সমাবেশে সভাপতিত্ব করেন বাংলাদেশ আদিবাসী ইউনিয়নের গোবিন্দগঞ্জ উপজেলা শাখার সভাপতি বার্নাবাস টুডু। বক্তব্য দেন কমিউনিস্ট পার্টির কেন্দ্রীয় কমিটির সহকারী সাধারণ সম্পাদক মিহির ঘোষ, বাংলাদেশ আদিবাসী ইউনিয়নের কেন্দ্রীয় কমিটির সভাপতি রেবেকা সরেন, আদিবাসী ইউনিয়নের কেন্দ্রীয় উপদেষ্টা সিপিবি নেতা বদিউজ্জামান, সিপিবির জেলা সম্পাদকমণ্ডলীর সদস্য গোলাম রব্বানী, রাষ্ট্র সংস্কার আন্দোলনের কেন্দ্রীয় নেতা সাধনা মহল, হাসিব উদ্দিন ও শামিউল ইসলাম, বাংলাদেশ কৃষক সমিতির উপজেলা সভাপতি তাজুল ইসলাম, ভূমি আন্দোলন কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক শেখ নজির উদ্দীন, সাংগঠনিক সম্পাদক স্বপন ভূঁইয়া, সিপিবি গোবিন্দগঞ্জ উপজেলা সভাপতি অশোক আগরওয়ালা ও সাধারণ সম্পাদক আল-মামুন, সাহেবগঞ্জ বাগদা ফার্ম ভূমি উদ্ধার সংগ্রাম কমিটির সাধারণ সম্পাদক জাফরুল ইসলাম প্রধান, আদিবাসী নেতা গণেশ মুরমু, রাফায়েল হাসদা, রোমিলা কিছুকু, তিন সাঁওতাল হত্যা মামলার বাদী থোমাস হেমব্রম প্রমুখ।
আরও পড়ুনঃ
মুক্তিযুদ্ধের এক মাইলফলক : পাবনার ঐতিহাসিক ডাববাগান দিবস
এতিম ছাত্রদের সাথে ইফতার করলেন রাণীনগর যুবলীগ নেতা জাকির হোসেন জয়
দিনাজপুরের ফুলবাড়ীতে জমি-জমা নিয়ে বিরোধে ১ ব্যক্তি খুন
গতকাল রোববার ছিল মুজিবনগরে সাধারণ ছুটি
সাংবাদিক হাবিবুর রহমান স্বপনকে দুর্বৃত্তরা প্রাণনাশের হুমকি দিচ্ছে: হাসান আলীর বিবৃতি
ঈশ্বরদীতে মুজিবনগর দিবস পালিত
নাটোরে যথাযোগ্য মর্যাদায় ঐতিহাসিক মুজিবনগর দিবস পালিত
পাবনায় ঐতিহাসিক মুজিবনগর দিবস উদযাপনের আরও খবর
ঈশ্বরদীতে অবৈধ পলিথিন ফ্যাক্টরী সিলগালা, মালিক গ্রেফতার
দিনাজপুরের ফুলবাড়ীতে দেব-দেবী বেশে নেচে-গেয়ে চড়ক পূজোর অর্থসংগ্রহ
ঈশ্বরদীতে অবৈধ পলিথিন ফ্যাক্টরী সিলগালা, মালিক গ্রেফতার