আসন্ন ঈদ-উল-ফিতরকে কেন্দ্র করে জ্যামে অতীষ্ঠ পাবনা নগরবাসী
- প্রকাশিত সময় ০১:১৪:৪২ পূর্বাহ্ন, বুধবার, ২০ এপ্রিল ২০২২
- / 146
গতকাল ১৯ এপ্রিল মঙ্গলবার আসন্ন ঈদ-উল-ফিতর কেন্দ্র করে পাবনা শহরে প্রধান সড়কে ছিল অসহণীয় যানযট। মূলত ঈদের কেনা কাটায় ব্যস্ত পাবনার সাধারণ মানুষ, যেনো শহরে পা রাখার জন্য জায়গা পাওয়া যাচ্ছে না। এদিকে শহরের বিভিন্ন অফিস আদালত ব্যাংক সমস্ত প্রতিষ্ঠান তুলনামূলক অনেক বেশি ব্যস্ত ছিল।
এরই ধারাবাহিকতায় গত কাল সকাল ১১ টায় পাবনার প্রধান সড়কে প্রচন্ড যানযটে অতিষ্ঠ হয়ে ওঠেন সাধারণ মানুষ। শতাধিক ইজি বাইকের দৌরাত্ম ও ওভারটেকিং টেন্ডেন্সি যানযট পূর্ণ পরিস্থিতিকে আরও দূর্বিসহ করে তোলে।
জ্যাম পাবনার প্রধান সড়ক সোনালী ব্যাংক থেকে শুরু করে ইন্দারা মোর দিয়ে প্রেসক্লাব মোর হয়ে একটি জ্যামের ধারাবাহিকতা চলতে থাকে সরকারি এডওয়ার্ড কলেজ পর্যন্ত এবং অন্যটি ল্যাব এইড ও থানা পর্যন্ত। এসময় খেয়া ঘাট থেকে শুরু করে জুবিল ট্যাঙ্ক ও বড় বাজার নিউ মার্কেটেও ব্যাপক যানযট সৃষ্টি হয়। এদিকে পাবনা পাওয়ার হাউজ মোড় থেকে শুরু করে পৌলানপুর মোর পর্যন্ত জ্যাম বিকট আকার ধারণ করেছে, এভাবে জনসাধারণের ভোগান্তির সীমা নেই। ধারণা করা যাচ্ছে ঈদের চাঁদরাতের দিন পর্যন্ত এই অবস্থা চলতে থাকবে।
আরও পড়ুনঃ
দক্ষ কারিগরি শিল্প শ্রমিকরা উন্নত দেশ গঠনে বিরাট ভূমিকা পালন করতে পারে : শাহজাহান খান এমপি
ঈশ্বরদীতে অবৈধ পলিথিন ব্যবসায়ীদের খুঁটির জোর কোথায়
কাঁচামালের দাম বেড়ে যাওয়ায় সংকটে পড়েছেন পাবনা ও সিরাজগঞ্জের তাঁতিরা
টেলিভিশনের প্রিয়মুখ সামিয়া রহমান চাকরি থেকে অবসরে যেতে চান
ঢাকা-বরিশাল নৌ রুটে ঈদোপলক্ষ্যে চলাচলকারী বেসরকারি লঞ্চের কেবিনের অগ্রিম টিকেট বিক্রি শুরু হয়েই শেষ
পাবনায় মাদক মামলায় তিন বছরের সাজা ও অর্থ দন্ড
সাংবাদিক আলমাস আলীর হার্টের বাইপাস সার্জারি সফলভাবে সম্পন্ন
গোবিন্দগঞ্জে তিন সাঁওতাল হত্যার বিচার ও ৭ দফা দাবিতে সমাবেশ
ঈশ্বরদী উপজেলা ছাত্রমহাজোটের সাধারণ সম্পাদক সাজন অধিকারী আর নেই
ব্যবসার বিতরণ ব্যবস্থাকে স্বয়ংক্রিয় করবে নিউপোর্ট অ্যাপ