শাহজাদপুরে বিএনপি’র ইফতার : সদ্য কারামুক্ত ১৭ নেতাকে গনসংবর্ধনা
- প্রকাশিত সময় ০২:৫৫:৪৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২১ এপ্রিল ২০২২
- / 64
শাহজাদপুর (সিরাজগঞ্জ) প্রতিনিধিঃ সিরাজগঞ্জের শাহজাদপুরে বিএনপি’র ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত। গতকাল বুধবার বিকেলে সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলা ও পৌর বিএনপি’র উদ্যোগে উপজেলা বিএনপি’র আহবায়ক প্রফেসর ড. এমএ মুহিত এর আয়োজনে উপজেলার পৌরসদরের খঞ্জনদিয়ার মহল্লায় প্রফেসর ড. এমএ মুহিতের নিজ বাসভবনে বিএনপি’র ইফতার ও দোয়া অনুষ্ঠিত হয়।
ইফতার ও দোয়া মাহফিল পূর্বে সদ্য কারাগার হতে মুক্ত সিরাজগঞ্জ জেলা বিএনপি’র সাধারণ সম্পাদক সাইদুর রহমান বাচ্চুসহ ১৭ নেতার গণসংবর্ধনা অনুষ্ঠানের আলোচনা সভায়
উপজেলা বিএনপি’র যুগ্ম-আহবায়ক ইকবাল হোসেন হিরু’র সভাপতিত্বে আরিফুজ্জামান আরিফের সঞ্চলনায় ভারচুয়াল লাইভে বক্তব্য রাখেন জেলা বিএনপি’র প্রধান উপদেষ্টা প্রফেসর ড. এমএ মহিত,
প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন, সিরাজগঞ্জ জেলা বিএনপি’র সাধারণ সম্পাদক সাইদুর রহমান বাচ্চু, বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন, জেলা বিএনপি’র সহ-সভাপতি নাজমুল হাসান তালুকদার রানা,
যুগ্ম-সাধারণ সম্পাদক ভিপি শামীম খান, সাংগঠনিক সম্পাদক আবু সাইদ সুইট, মীর্জা মোস্তফা জামান, জেলা যুবদলের সভাপতি মীর্জা আব্দুল জব্বার বাবু, সাধারণ সম্পাদক মুরাদুজ্জামান মুরাদ,
জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি আনোয়ার হোসেন রাজেশ, সাধারণ সম্পাদক আব্দুল্লাহ-আল কায়েস, সাংগঠনিক সম্পাদক মিলন হক রঞ্জু, পৌর বিএনপি’র যুগ্ম-আহবায়ক এমদাদুল হক নওশাদ, হাজী আয়ুব আলী,
সদস্য সচিব আব্দুল আজিজ, উপজেলা বিএনপি’র সাবেক সাংগঠনিক সম্পাদক রেজাউল ইসলাম রাজা, উপজেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক আমির হোসেন সবুজ,
এনায়েতপুর থানা বিএনপি’র সাবেক সাধারণ সম্পাদক রওশন আলী মন্টু, বিএনপি নেতা এ্যাড.রায়হান উদ্দিন, আবু বক্কার রঞ্জু প্রমুখ। এসময় উপস্থিত ছিলেন, উপজেলা যুবদলের আহবায়ক মিজানুর রহমান মিন্টু,
সদস্য সচিব আলাল হোসেন, যুগ্ম-আহবায়ক আব্দুল্লাহ-আল- মাহমুদ, উপজেলা সেচ্ছাসেবক দলের আহবায়ক তারিকুল ইসলাম চৌধুরী সাকিক, সদস্য সচিব খন্দকার মাসুদ রানা, পৌর সেচ্ছাসেবক দলের আহবায়ক নাদিম শেখ,
সদস্য সচিব আক্তার হোসেন, উপজেলা ছাত্রদলের আহবায়ক আব্দুল্লাহ-আল-মামুন-জুয়েল, সদস্য সচিব মাজহারুল ইসলাম মোজা, যুগ্ম-আহবায়ক ইউনুস আলী, মীর্জা স্বপন, পৌর ছাত্রদলের আহবায়ক বাচ্চু ফকির প্রমুখ। উক্ত ইফতার মাহফিলে প্রায় ৩ হাজার কর্মীবৃন্দ উপস্থিত ছিলেন।