পুঠিয়ায় ইটভাটার বিষাক্ত ধোঁয়ায় আমসহ ভিন্ন ফসলের ক্ষতি পরিবেশ বিপর্যয়
- প্রকাশিত সময় ০২:২৮:১৪ পূর্বাহ্ন, শুক্রবার, ২২ এপ্রিল ২০২২
- / 95
রাজশাহীর আমের পরিচিত সারাদেশেই। এমনকি নিজ দেশের পেরিয়ে বিদেশের মাটিতেও এ রাজশাহীর আমের সুনাম রয়েছে। রাজশাহীর পুঠিয়ার আম বলতেই যেন অনেকের কাছে আলাদা মনোভাব পোষণ করে
রাজশাহী পুঠিয়া উপজেলাবাসীও এই আম নিয়ে নানা স্বপ্ন থাকে। আমের উপরে নির্ভর করে এখানকার অর্থনীতির একটি বড় অংশ এবং অনেকের আয়ের মুল অংশ হচ্ছে এই মৌসুমি ফল আম। কিন্তু এ বছর অনেকগুলো কৃষক ও ব্যাবসায়ীদের এ সপ্ন নষ্ট হতে চলেছে।
কোনো ধরনের নিয়ম নীতির তোয়াক্কা না করেই রাজশাহী পুঠিয়া উপজেলার ৩নং বানেশ্বর ইউনিয়ন পরিষদ এলাকাধীন দিঘলকান্দি গ্রামে গড়ে উঠা ইট ভাটার বিরুপ প্রভাবে ভাটা সংলগ্ন জমিতে লাগানো আম গাছের আম, ওকলা বাগানের কলা ব্ল্যাক টিপও বিষাক্ত কালো ধোয়ার কারণে আগা রোগে আক্রান্ত হয়ে নষ্ট হয়ে গেছে আম । এতে করে আম ওকলা চাষীদের ক্ষতি হয়েছে কয়েক লক্ষাধিক টাকার মত।
আর এ ক্ষতিতে আম,ওকলা চাষীদের মাথায় হাত পড়েছে।
দিঘলকান্দি গ্রামের আম বাগান মালিক সোলেমান জানান, এই দিঘলকান্দি এলাকার ছইমুদ্দিনের ছেলে শাহাবুদ্দিন কোনো ধরনের নিয়মনীতি না মেনে দীর্ঘদিন ধরে এই ইট ভাটা পরিচালনা করে আসছে। এই অবৈধ ইট ভাটার বিষাক্ত কালো ধোয়ার কারনে আমার বিভিন্ন জাতের প্রায় ৬০ টি আম গাছের সব আম ধোয়ার কারণে পচন ধরে সব আম নষ্ট হয়ে গেছে এতে করে আমার প্রায় ৩ লক্ষাধিক টাকার আম পচে ক্ষতি হয়েছে। এই ইট ভাটা থেকে আসা বিষাক্ত কালো ধোঁয়া ও তাপের কারনে তার ৫ বিঘা জমির আম বাগানের আমে কালো দাগ হয়ে পচে নষ্ট হয়ে গেছে।
এস,বিএফ, সুপার বিক্স ফিল্ড-১
ইট
ভাটার মালিক ছইমুদ্দিন জানান, বেশিদিন আগে থেকে না সকাল থেকেই এই ভাটার ধোয়ার কারণেই এমন হয়েছে বলে তিনি শিকার করেন।
দিঘলকান্দি ওয়ার্ডের মেম্বার আতাউর রহমান জানান, তার ৫ বিঘা জমির আম বাগানের সমস্ত আম ইট ভাটার বিষাক্ত কালো ধোয়ায় নষ্ট হয়ে গেছে। আমরা সরজমিনে গিয়ে দেখেছি একটা আমও ভালো নেই। ইট ভাটার বিরুপ প্রভাবের কারনে এসব আম বাগানের আমগুলো নষ্ট হয়ে গেছে। শুধু আম না, ইটের ভাটার ধোঁয়ার কারণে সব রকমের ফল ও ফসলের ক্ষতি হচ্ছে।
বানেশ্বর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল রাজ্জাক দুলাল জানান, আমাকে অভিযোগ দেওয়ার পরে আমি সরেজমিনে আম বাগানে গিয়েছিলাম ইট ভাটার কারণে আমের অনেক ক্ষতি হয়েছে। মালিক পক্ষ বিষয়টি শিকার করেছে এবং তারা মিমাংসা করার জন্য প্রস্তাব দিয়েছে।
আরও পড়ুনঃ
ঈশ্বরদীর আওতাপাড়ায় চাচা-ভাতিজার বিরোধ: দু’পক্ষের সংঘর্ষে ৫ জন আহত
যশোরের শার্শায় সাকিব নামে এক ইজিবাইক চালককের লাশ উদ্ধার
নূপুর না কিনে দেয়ায় স্কুল ছাত্রীর আত্মহত্যা
পুঠিয়ায় প্রতিবন্ধী স্কুলছাত্রী ধর্ষণের আসামী র্যাব-৫ ও র্যাব-১১ যৌথ অভিযানে আটক
আটঘরিয়ায় দীর্ঘদিন পর স্বস্তির বৃষ্টি
ব্যবসার বিতরণ ব্যবস্থাকে স্বয়ংক্রিয় করবে নিউপোর্ট অ্যাপ
সাংবাদিক আলমাস আলীর হার্টের বাইপাস সার্জারি সফলভাবে সম্পন্ন
উদ্ভাবন ও উদ্যোক্তা উন্নয়ন একাডেমী প্রতিষ্ঠাকরণ (iDEA) প্রকল্পের স্টার্টআপ কর্মশালা
ঈশ্বরদীতে অবৈধ পলিথিন ব্যবসায়ীদের খুঁটির জোর কোথায়
দৈনিক জনকন্ঠের স্টাফ রিপোর্টার পান্নার প্রয়াত পিতা-মাতার রুহের মাগফেরাত দোয়া মাহফিল