রেকর্ড উচ্চতায় শ্রীলংকার মূল্যস্ফীতি: সর্বত্র হতাশা, অনিশ্চয়তা
- প্রকাশিত সময় ০৫:১৭:২৭ পূর্বাহ্ন, শনিবার, ২৩ এপ্রিল ২০২২
- / 91
খাদ্য ও জ্বালানি ও বহুমুখী সংকটে বিধ্বস্ত শ্রীলংকা মূল্যস্ফীতি তীব্র আকার ধারণ করেছে। একটানা গত ছয় মাস দ্রব্যমূল্যের অস্বাভাবিক ঊর্ধ্বগতির মধ্য দিয়ে যাচ্ছে দেশটি। ষষ্ঠ মাসে এসে রেকর্ড উচ্চতায় পৌঁছেছে দেশটির মূল্যস্ফীতি। এই অবস্থায় জরুরি পদক্ষেপ নেয়ার জন্য আন্তর্জাতিক মুদ্রা তহবিলকে (আইএমএফ) অনুরোধ জানিয়েছে দেশটি।
এক বছরের ব্যবধানে গত মার্চে দেশটির বোর্ড ভিত্তিক জাতীয় ভোক্তা মূল্য সূচক (এনসিপিআই) বেড়েছে ২১.৫ শতাংশ যা গত বছরের তুলনায় চার গুণেরও বেশি। গত বছর মার্চে দেশটিতে মূল্যস্ফীতির পরিমাণ ছিল ৫ দশমিক ১ শতাংশ।
দেশটির আদমশুমারি ও পরিসংখ্যান বিভাগের দেয়া সর্বশেষ তথ্যানুসারে, মার্চে খাদ্যপণ্যে মূল্যস্ফীতি বেড়ে ২৯ দশমিক ৫ শতাংশে এসে দাঁড়িয়েছে। তা আরো বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। এরই মধ্যে ডিজেলের দাম ৬৪ দশমিক ২ শতাংশ বাড়িয়েছে দেশটির রাষ্ট্রীয় তেল কোম্পানি।
এমন অর্থনৈতিক সংকট থেকে উত্তরণে আন্তর্জাতিক মুদ্রা তহবিলের জরুরি সহযোগিতা চেয়েছে দক্ষিণ এশিয়ার দ্বীপরাষ্ট্রটি। তবে দেশটির ৫ হাজার ১০০ কোটি ডলারের ঋণ ‘টেকসই নয়’ বলে জানিয়েছে আইএমএফ। তাই সহায়তা দেয়ার আগে দেশটিকে ঋণ পুনর্গঠন করার কথা জানায় সংস্থাটি।
শ্রীলংকার অর্থনৈতিক অচলাবস্থার ক্রমেই অবনতির দিকে যাচ্ছে। এদিকে দেশটির প্রেসিডেন্ট গোতাবায়া রাজাপাকসের বিরুদ্ধে অব্যবস্থাপনা ও দুর্নীতি অভিযোগ এনে তার পদত্যাগের দাবিতে বিক্ষোভ চলছে দেশজুড়ে। বিক্ষোভে পুলিশের সঙ্গে বিক্ষোভকারীদের সংঘর্ষ হচ্ছে প্রতিনিয়ত। গত মঙ্গলবার মধ্য শ্রীলংকার রামবুক্কানা শহরে বিক্ষোভকারীদের ওপর পুলিশের ছোড়া গুলিতে একজন নিহত হন। এ ঘটনায় আহত হন প্রায় ৩০ জন।
আরও পড়ুনঃ
কুষ্টিয়ার কুমারখালীতে মৃত ব্যক্তির মাথা কেটে পূজা: এলাকায় চাঞ্চল্য
নাটোরে বাস-মিনিবাস মালিক সমিতির অফিসে সন্ত্রাসী হামলা : ৩ বাস মালিক আহত
সাঁথিয়ায় ট্রাকের ধাক্কায় ৫ জন হতাহত
ভাঙ্গুড়ায় হতদরিদ্র পরিবারের ৩ নারীর মাঝে বিনামূল্যে সেলাই মেশিন বিতরণ
শাহজাদপুরে বাসদ-এর উদ্যোগে বাংলাদেশ তাঁত শ্রমিক ফেডারেশনের ১২ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত
পাবনা ভাড়ার ইউনিয়নে দেবরের শাবলের আঘাতে ভাবী মারাত্মক আহত: হাসপাতালে ভর্তি
পাবনায় ট্রাক-মোটারসাইকেল দুর্ঘটনায় অন্ডকোষ ও পা হারালেন উজ্জল হোসেন
পাবনায় সমাজসেবামূলক প্রতিষ্ঠান বৃক্ষ ফাউন্ডেশন বাংলাদেশনের আত্মপ্রকাশ
কিশোরীকে ধর্ষণের অভিযোগে মাদরাসাশিক্ষক গ্রেফতার
ফরিদপুরে রাতের আঁধারে লুট হচ্ছে পদ্মার বালু ও মাটি