ঢাকা ০২:৪৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২১ নভেম্বর ২০২৪, ৬ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ
বিজ্ঞপ্তি :
সারাদেশের জেলা উপোজেলা পর্যায়ে দৈনিক স্বতঃকণ্ঠে সংবাদকর্মী নিয়োগ চলছে । আগ্রহী প্রার্থীগন জীবন বৃত্তান্ত ইমেইল করুন shatakantha.info@gmail.com // দৈনিক স্বতঃকণ্ঠ অনলাইন ও প্রিন্ট পত্রিকায় বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন ০১৭১১-৩৩৩৮১১, ০১৭৪৪-১২৪৮১৪

নিউমার্কেটে সংঘর্ষের ঘটনায় বিএনপি নেতা মকবুল গ্রেফতার

বার্তাকক্ষ
  • প্রকাশিত সময় ০৬:০৫:৫১ পূর্বাহ্ন, শনিবার, ২৩ এপ্রিল ২০২২
  • / 167

ঢাকার নিউমার্কেট এলাকায় ব্যবসায়ীদের সঙ্গে ঢাকা কলেজের ছাত্রদের সংঘর্ষ

ছবি: সংগৃহীত

 

স্বতঃকণ্ঠ ব্যুরো নিউজ, ঢাকা
প্রকাশিত: ০৬:০১ সকাল, ২৩ এপ্রিল ২০২২

ঢাকার নিউমার্কেট এলাকায় ব্যবসায়ীদের সঙ্গে ঢাকা কলেজের ছাত্রদের সংঘর্ষের ঘটনায় বিএনপি নেতা অ্যাডভোকেট মকবুল হোসেনকে গ্রেফতার করা হয়েছে। সংঘর্ষের ওই ঘটনায় পুলিশের পক্ষ থেকে করা একটি মামলার প্রধান আসামি তিনি। অবশ্য মকবুল হোসেনের দাবি, রাজনৈতিক কারণে তাকে মামলায় জড়ানো হয়েছে। গতকাল ধানমন্ডির বাসা থেকে তাকে গ্রেফতার করে মহানগর গোয়েন্দা পুলিশ।

পুলিশ জানায়, নিউমার্কেট এলাকায় শিক্ষার্থীদের সঙ্গে ব্যবসায়ীদের সংঘর্ষের সূত্রপাত হয় দুটি দোকানের কর্মীদের মধ্যে দ্বন্দ্ব থেকে। ওয়েলকাম ও ক্যাপিটাল ফাস্টফুড নামের ওই দোকান দুটি সিটি করপোরেশন থেকে মকবুল হোসেনের নামে বরাদ্দ নেয়া রয়েছে। কিন্তু মকবুল নিজে ওই দোকান চালাতেন না। রফিকুল ইসলাম ও শহিদুল ইসলাম নামের দুজন দোকান দুটি ভাড়া নিয়ে চালাতেন।

মকবুল হোসেনকে গ্রেফতারের তথ্য নিশ্চিত করেন গোয়েন্দা পুলিশের অতিরিক্ত কমিশনার একেএম হাফিজ আক্তার। তিনি জানান, সংঘর্ষের ঘটনায় পুলিশের পক্ষ থেকে করা একটি মামলার প্রধান আসামি মকবুল হোসেন। ওই মামলায় তাকে গ্রেফতার করা হয়েছে।

গ্রেফতারের আগে নিউমার্কেট থানা বিএনপির সাবেক সভাপতি মকবুল দাবি করেন, এ সংঘর্ষের ঘটনায় কোনোভাবেই তার সম্পৃক্ততা নেই। তার পরও রাজনৈতিক বিবেচনায় তাকে ওই মামলায় প্রধান আসামি করা হয়েছে।

সরকারি কাজে বাধা, পুলিশের ওপর আক্রমণ, ইটপাটকেল নিক্ষেপ, ভাংচুর ও জখম করার অভিযোগে ২৪ জনের নাম উল্লেখ করে একটি মামলা করে পুলিশ। ওই মামলায় ১ নম্বর আসামি অ্যাডভোকেট মকবুল হোসেন। মামলায় অন্য আসামিরা হলেন আমীর হোসেন আলমগীর, মিজান, টিপু, হাজি জাহাঙ্গীর হোসেন পাটোয়ারি, হাসান জাহাঙ্গীর মিঠু, হারুন হাওলাদার, শাহ আলম শন্টু, শহীদুল ইসলাম শহীদ, জাপানি ফারুক, মিজান ব্যাপারী, আসিফ, রহমত, সুমন, জসিম, বিল্লাল, হারুন, তোহা, মনির, বাচ্চু, জুলহাস, মিঠু, মিন্টু ও বাবুল। তারা ১৮ নম্বর ওয়ার্ড বিএনপির বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতাকর্মী।

এর আগে গত সোমবার রাত ১২টার দিকে ঢাকা কলেজের শিক্ষার্থীদের সঙ্গে নিউমার্কেটের ব্যবসায়ী ও দোকান কর্মীদের সংঘর্ষ শুরু হয়। প্রায় আড়াই ঘণ্টা চলে এ সংঘর্ষ। এরপর রাতে পরিস্থিতি নিয়ন্ত্রণে এলেও মঙ্গলবার সকাল ১০টার পর থেকে ফের দফায় দফায় শুরু হয় সংঘর্ষ। এতে উভয় পক্ষের অর্ধশতাধিক আহত হয়ে হাসপাতালে চিকিৎসা নেয়। তাদের মধ্যে কয়েকজনের অবস্থা হয় গুরুতর। আর সংঘর্ষের মাঝে পড়ে গুরুতর আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান নাহিদ হাসান ও মোরসালিন নামের দুজন।

 

 আরও পড়ুনঃ

এই রকম আরও টপিক

নিউমার্কেটে সংঘর্ষের ঘটনায় বিএনপি নেতা মকবুল গ্রেফতার

প্রকাশিত সময় ০৬:০৫:৫১ পূর্বাহ্ন, শনিবার, ২৩ এপ্রিল ২০২২
ছবি: সংগৃহীত

 

স্বতঃকণ্ঠ ব্যুরো নিউজ, ঢাকা
প্রকাশিত: ০৬:০১ সকাল, ২৩ এপ্রিল ২০২২

ঢাকার নিউমার্কেট এলাকায় ব্যবসায়ীদের সঙ্গে ঢাকা কলেজের ছাত্রদের সংঘর্ষের ঘটনায় বিএনপি নেতা অ্যাডভোকেট মকবুল হোসেনকে গ্রেফতার করা হয়েছে। সংঘর্ষের ওই ঘটনায় পুলিশের পক্ষ থেকে করা একটি মামলার প্রধান আসামি তিনি। অবশ্য মকবুল হোসেনের দাবি, রাজনৈতিক কারণে তাকে মামলায় জড়ানো হয়েছে। গতকাল ধানমন্ডির বাসা থেকে তাকে গ্রেফতার করে মহানগর গোয়েন্দা পুলিশ।

পুলিশ জানায়, নিউমার্কেট এলাকায় শিক্ষার্থীদের সঙ্গে ব্যবসায়ীদের সংঘর্ষের সূত্রপাত হয় দুটি দোকানের কর্মীদের মধ্যে দ্বন্দ্ব থেকে। ওয়েলকাম ও ক্যাপিটাল ফাস্টফুড নামের ওই দোকান দুটি সিটি করপোরেশন থেকে মকবুল হোসেনের নামে বরাদ্দ নেয়া রয়েছে। কিন্তু মকবুল নিজে ওই দোকান চালাতেন না। রফিকুল ইসলাম ও শহিদুল ইসলাম নামের দুজন দোকান দুটি ভাড়া নিয়ে চালাতেন।

মকবুল হোসেনকে গ্রেফতারের তথ্য নিশ্চিত করেন গোয়েন্দা পুলিশের অতিরিক্ত কমিশনার একেএম হাফিজ আক্তার। তিনি জানান, সংঘর্ষের ঘটনায় পুলিশের পক্ষ থেকে করা একটি মামলার প্রধান আসামি মকবুল হোসেন। ওই মামলায় তাকে গ্রেফতার করা হয়েছে।

গ্রেফতারের আগে নিউমার্কেট থানা বিএনপির সাবেক সভাপতি মকবুল দাবি করেন, এ সংঘর্ষের ঘটনায় কোনোভাবেই তার সম্পৃক্ততা নেই। তার পরও রাজনৈতিক বিবেচনায় তাকে ওই মামলায় প্রধান আসামি করা হয়েছে।

সরকারি কাজে বাধা, পুলিশের ওপর আক্রমণ, ইটপাটকেল নিক্ষেপ, ভাংচুর ও জখম করার অভিযোগে ২৪ জনের নাম উল্লেখ করে একটি মামলা করে পুলিশ। ওই মামলায় ১ নম্বর আসামি অ্যাডভোকেট মকবুল হোসেন। মামলায় অন্য আসামিরা হলেন আমীর হোসেন আলমগীর, মিজান, টিপু, হাজি জাহাঙ্গীর হোসেন পাটোয়ারি, হাসান জাহাঙ্গীর মিঠু, হারুন হাওলাদার, শাহ আলম শন্টু, শহীদুল ইসলাম শহীদ, জাপানি ফারুক, মিজান ব্যাপারী, আসিফ, রহমত, সুমন, জসিম, বিল্লাল, হারুন, তোহা, মনির, বাচ্চু, জুলহাস, মিঠু, মিন্টু ও বাবুল। তারা ১৮ নম্বর ওয়ার্ড বিএনপির বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতাকর্মী।

এর আগে গত সোমবার রাত ১২টার দিকে ঢাকা কলেজের শিক্ষার্থীদের সঙ্গে নিউমার্কেটের ব্যবসায়ী ও দোকান কর্মীদের সংঘর্ষ শুরু হয়। প্রায় আড়াই ঘণ্টা চলে এ সংঘর্ষ। এরপর রাতে পরিস্থিতি নিয়ন্ত্রণে এলেও মঙ্গলবার সকাল ১০টার পর থেকে ফের দফায় দফায় শুরু হয় সংঘর্ষ। এতে উভয় পক্ষের অর্ধশতাধিক আহত হয়ে হাসপাতালে চিকিৎসা নেয়। তাদের মধ্যে কয়েকজনের অবস্থা হয় গুরুতর। আর সংঘর্ষের মাঝে পড়ে গুরুতর আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান নাহিদ হাসান ও মোরসালিন নামের দুজন।

 

 আরও পড়ুনঃ