সলঙ্গায় মসজিদে ইমামের টাকা তোলা নিয়ে সংঘর্ষে আহত ব্যক্তির মৃত্যু : হত্যা মামলা দায়ের
- প্রকাশিত সময় ০৫:৩৬:৩২ অপরাহ্ন, শনিবার, ২৩ এপ্রিল ২০২২
- / 91
সিরাজগঞ্জের সলঙ্গায় মসজিদে ইমামের টাকা তোলা নিয়ে প্রতিপক্ষের হামলায় আহত খোরশেদ আলম (৫৫) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। এ ঘটনায় পুলিশ সলঙ্গা থানার চক মনোহরপুর গ্রামের ইউসুফ আলী(৫৪) ও শিশির (২০) নামে ২ জনকে আটক করেছে।
গতকাল শনিবার (২৩ এপ্রিল) সকালে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পথে তার মৃত্যু হয়। নিহত খোরশেদ আলম সলঙ্গা থানাধীন চক মনোহরপুর গ্রামের মৃত কছিম উদ্দিনের ছেলে।
সলঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল কাদের জিলানী বলেন, শুক্রবার জুমার নামাজ শেষে চক মনোহরপুর মধ্যপাড়া জামে মসজিদে ইমামের বেতনের টাকা তোলা নিয়ে মসজিদ কমিটির সভাপতি ইউসুফ আলীর বড় ভাই
অবসরপ্রাপ্ত সার্জেন্ট ওয়াজেদ আলী সরকারের সাথে তর্ক-বিতর্ক হয় খোরশেদ আলমের। এ নিয়ে উত্তেজনার এক পর্যায়ে মসজিদের বাইরে এসে ইউসুফ আলী ও তার লোকজন খোরশেদ আলমের উপর হামলা ও মারপিট চালায়। এতে তিনি গুরুতর আহত হন।
খবর পেয়ে পরিবারের সদস্যরা তাকে হাসপাতালে ভর্তি করে। শনিবার সকালে অবস্থার অবনতি হওয়ায় বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পথে তার মৃত্যু হয়। নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে প্রেরণ করা হয়েছে।এ ঘটনায় মৃত ব্যক্তির স্ত্রী মঞ্জুয়ারা খাতুন বাদী হয়ে ১১ জনকে আসামী করে সলঙ্গা থানায় একটি হত্যা মামলা দায়ের হয়েছে।
আরও পড়ুনঃ
রানা প্লাজা ভবন ধসের নয় বছর স্মরণ উপলক্ষ্যে কর্মসূচী পালন করবে শ্রমিক নিরাপত্তা ফোরাম
নাটোরের সিংড়ায় ৫০ কেজি গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে র্যাব-৫
নাটোরে বাস-মিনিবাস মালিক সমিতির অফিসে সন্ত্রাসী হামলা : ৩ বাস মালিক আহত
সাঁথিয়ায় ট্রাকের ধাক্কায় ৫ জন হতাহত
ভাঙ্গুড়ায় হতদরিদ্র পরিবারের ৩ নারীর মাঝে বিনামূল্যে সেলাই মেশিন বিতরণ
নবীনগরে নিখোঁজের ২২ ঘন্টা পর বুড়ি নদী থেকে যুবকের লাশ উদ্ধার
বাঘায় পত্রিকায় প্রকাশের পরও থামছে না পুকুর খনন মহোৎসব
পাবনায় ট্রাক-মোটারসাইকেল দুর্ঘটনায় অন্ডকোষ ও পা হারালেন উজ্জল হোসেন
পাবনায় যক্ষা বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত
ফরিদপুরে রাতের আঁধারে লুট হচ্ছে পদ্মার বালু ও মাটি
রেকর্ড উচ্চতায় শ্রীলংকার মূল্যস্ফীতি: সর্বত্র হতাশা, অনিশ্চয়তা