ঢাকা ০৩:৩৬ অপরাহ্ন, শনিবার, ২৩ নভেম্বর ২০২৪, ৯ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ
বিজ্ঞপ্তি :
সারাদেশের জেলা উপোজেলা পর্যায়ে দৈনিক স্বতঃকণ্ঠে সংবাদকর্মী নিয়োগ চলছে । আগ্রহী প্রার্থীগন জীবন বৃত্তান্ত ইমেইল করুন shatakantha.info@gmail.com // দৈনিক স্বতঃকণ্ঠ অনলাইন ও প্রিন্ট পত্রিকায় বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন ০১৭১১-৩৩৩৮১১, ০১৭৪৪-১২৪৮১৪

টেবুনিয়া পয়েন্টে চাঁদাবাজিতে অতীষ্ঠ অটোবাইক চালকরা

বার্তাকক্ষ
  • প্রকাশিত সময় ০৬:১২:০৬ অপরাহ্ন, শনিবার, ২৩ এপ্রিল ২০২২
  • / 99

 

টেবুনিয়া (পাবনা) প্রতিনিধি
প্রকাশিত: 0৬:০৫ বিকাল, ২৩ এপ্রিল ২০২২

টেবুনিয়া পয়েন্টে চাঁদাবাজিতে অতীষ্ঠ অটোবাইক চালকরা

রমজানের ঈদকে সামনে রেখে পাবনার গুরুত্বপূর্ন ৬ উপজেলার প্রবেশ পথ টেবুনিয়া পয়েন্টের ত্রিমোহনি সড়কে একাধিক সংগঠন এবং ডিবি পুলিশের মাত্রাতিরিক্ত চাঁদাবাজি বেড়ে গেছে। গত তিন চার দিন থেকে এখোনে একাধিক সমিতির নামে এবং ডিবি পুলিশের পরিচয়ে চাঁদাবাজিতে অটো বাইক চালকরা অতিষ্ট হয়ে চরম আতংঙ্কে দিন কাটাচ্ছে।

অটোবাইক চালক খাইরুল জানায়, চাটমোহর টেবুনিয়া সড়কের শেষ পয়েন্ট টেবুনিয়া ত্রিমোহনিতে সংযোগ ঘটায় চলন্ত অটোবাইক ঈশ^রদী পাবনা হাইওয়ে কোন মতে স্পর্শ করলেই ডিবি পুলিশ পরিচয় দিয়ে মোটা অঙ্কের টাকা দাবি করে অন্যথায় মামলায় ঝুলানোর হুমকি দেয়। অটোবাইক চালক খাইরুল ৭০০ টাকা ডিবি পুলিশকে দিয়ে ছাড়া পায়।
একাধিক অটোবাইক চালক অভিযোগ করে, আটঘরিয়া, চাটমোহর, ভাঙুড়া, ফরিদপুর, পাবনা সদর ও ঈশ্বরদী উপজেলা থেকে চলাচলকারীদের প্রবেশ পথ টেবুনিয়া এবং এ করণে অটোবাইক পাবনা ঈশ্বরদী হাইওয়ে সড়ক টার্চ করলেই ডিবি পুলিশের খর্গ নেমে আসে। অটোবাইক কেন হাইওয়ে টার্চ করেছে এই অযুহাতে পুলিশের চাঁদাবাজি এখন দৈন্দদিন ব্যাপার। এছাড়াও অটোবাইক,সি এন জি, ভ্যান, ইত্যাদি সমিতির নামে একদল চাঁদাবাজ টেবুনিয়াতে প্রকাশ্যে চালাচ্ছে চাঁদাবাজি মহোৎসব যেন দেখার কেই নেই।

জমে উঠেছে আটঘরিয়ায় ঈদের কেনাকাটা
জমে উঠেছে ঈদের বাজার । ইতিমধ্যে বিপণি বিতান গুলোতে ক্রেতার ভিড় চরম ভাবে বৃদ্বি পাচ্ছে। প্রতিদিনই আটঘরিয়ায় নিউ মার্কেট, দেবোত্তর নিউ মার্কেট ও অনান্য বিপনি বিতান এবং একদন্ত বাজারে বিপনি বিতান গুলোতে ক্রেতার ভিড়ে বেচাকিনায় সরগরম।

এবার ইদুল ফিতর এর ঈদ আগামী ৩ মে হওয়ার সম্ভবনা। সে অনুযায়ী ঈদের আর মাত্র ৯/১০ দিনের মত বাকি। ভিড় এড়াতে অনেকেই কেনাকাটা শেষ করলেও এখন চলছে শেষ মূহুর্তের কেনাকাটা। গত দু বছর করোনায় মানুষ গৃহবন্দি থাকার পর এবার উনমুক্ত পরিবেশে ঈদ করতে পারছে, তাই যাদের সামর্থ আছে তারা স্বাধীন ভাবে কেনাকাটা করছে। তবে আনেক মানুষ অভাব আর অর্থের কারনে ঈদ কীভাবে পার করবে সেই দূচিন্তায় দিন কাটাচ্ছে।
বাজার ঘুরে দেখা গেছে, আটঘরিয়া,দেবোত্তর, একদন্ত বাজার সহ অনান্য বাজারের দোকান গুলোতে ছোট বড় সবাই নতুন পোশাক কিনতে ব্যস্ত। দোকানিরা জানায়, এবারে ভালো বেচাকিনা হচ্ছে। তবে সব কিছুর দাম অসাভাবিক বলে ক্রেতাদের অভিযোগ।

 

 আরও পড়ুনঃ

এই রকম আরও টপিক

টেবুনিয়া পয়েন্টে চাঁদাবাজিতে অতীষ্ঠ অটোবাইক চালকরা

প্রকাশিত সময় ০৬:১২:০৬ অপরাহ্ন, শনিবার, ২৩ এপ্রিল ২০২২

 

টেবুনিয়া (পাবনা) প্রতিনিধি
প্রকাশিত: 0৬:০৫ বিকাল, ২৩ এপ্রিল ২০২২

টেবুনিয়া পয়েন্টে চাঁদাবাজিতে অতীষ্ঠ অটোবাইক চালকরা

রমজানের ঈদকে সামনে রেখে পাবনার গুরুত্বপূর্ন ৬ উপজেলার প্রবেশ পথ টেবুনিয়া পয়েন্টের ত্রিমোহনি সড়কে একাধিক সংগঠন এবং ডিবি পুলিশের মাত্রাতিরিক্ত চাঁদাবাজি বেড়ে গেছে। গত তিন চার দিন থেকে এখোনে একাধিক সমিতির নামে এবং ডিবি পুলিশের পরিচয়ে চাঁদাবাজিতে অটো বাইক চালকরা অতিষ্ট হয়ে চরম আতংঙ্কে দিন কাটাচ্ছে।

অটোবাইক চালক খাইরুল জানায়, চাটমোহর টেবুনিয়া সড়কের শেষ পয়েন্ট টেবুনিয়া ত্রিমোহনিতে সংযোগ ঘটায় চলন্ত অটোবাইক ঈশ^রদী পাবনা হাইওয়ে কোন মতে স্পর্শ করলেই ডিবি পুলিশ পরিচয় দিয়ে মোটা অঙ্কের টাকা দাবি করে অন্যথায় মামলায় ঝুলানোর হুমকি দেয়। অটোবাইক চালক খাইরুল ৭০০ টাকা ডিবি পুলিশকে দিয়ে ছাড়া পায়।
একাধিক অটোবাইক চালক অভিযোগ করে, আটঘরিয়া, চাটমোহর, ভাঙুড়া, ফরিদপুর, পাবনা সদর ও ঈশ্বরদী উপজেলা থেকে চলাচলকারীদের প্রবেশ পথ টেবুনিয়া এবং এ করণে অটোবাইক পাবনা ঈশ্বরদী হাইওয়ে সড়ক টার্চ করলেই ডিবি পুলিশের খর্গ নেমে আসে। অটোবাইক কেন হাইওয়ে টার্চ করেছে এই অযুহাতে পুলিশের চাঁদাবাজি এখন দৈন্দদিন ব্যাপার। এছাড়াও অটোবাইক,সি এন জি, ভ্যান, ইত্যাদি সমিতির নামে একদল চাঁদাবাজ টেবুনিয়াতে প্রকাশ্যে চালাচ্ছে চাঁদাবাজি মহোৎসব যেন দেখার কেই নেই।

জমে উঠেছে আটঘরিয়ায় ঈদের কেনাকাটা
জমে উঠেছে ঈদের বাজার । ইতিমধ্যে বিপণি বিতান গুলোতে ক্রেতার ভিড় চরম ভাবে বৃদ্বি পাচ্ছে। প্রতিদিনই আটঘরিয়ায় নিউ মার্কেট, দেবোত্তর নিউ মার্কেট ও অনান্য বিপনি বিতান এবং একদন্ত বাজারে বিপনি বিতান গুলোতে ক্রেতার ভিড়ে বেচাকিনায় সরগরম।

এবার ইদুল ফিতর এর ঈদ আগামী ৩ মে হওয়ার সম্ভবনা। সে অনুযায়ী ঈদের আর মাত্র ৯/১০ দিনের মত বাকি। ভিড় এড়াতে অনেকেই কেনাকাটা শেষ করলেও এখন চলছে শেষ মূহুর্তের কেনাকাটা। গত দু বছর করোনায় মানুষ গৃহবন্দি থাকার পর এবার উনমুক্ত পরিবেশে ঈদ করতে পারছে, তাই যাদের সামর্থ আছে তারা স্বাধীন ভাবে কেনাকাটা করছে। তবে আনেক মানুষ অভাব আর অর্থের কারনে ঈদ কীভাবে পার করবে সেই দূচিন্তায় দিন কাটাচ্ছে।
বাজার ঘুরে দেখা গেছে, আটঘরিয়া,দেবোত্তর, একদন্ত বাজার সহ অনান্য বাজারের দোকান গুলোতে ছোট বড় সবাই নতুন পোশাক কিনতে ব্যস্ত। দোকানিরা জানায়, এবারে ভালো বেচাকিনা হচ্ছে। তবে সব কিছুর দাম অসাভাবিক বলে ক্রেতাদের অভিযোগ।

 

 আরও পড়ুনঃ