সিরাজগঞ্জের তাড়াশে গরু চোর ধরে গণধোলাই
- প্রকাশিত সময় ১১:১৭:২৫ অপরাহ্ন, শনিবার, ২৩ এপ্রিল ২০২২
- / 143
তাড়াশ প্রতিনিধি :সিরাজগঞ্জের তাড়াশে গরু চোর ধরে গণধোলাই দিয়েছে এলাকাবাসী। ২২ এপ্রিল শুক্রবার গভীর রাতে উপজেলার মাধাইনগর ইউনিয়নের ওয়াশিন গ্রামে এ ঘটনা ঘটে।
এ সময় উত্তেজিত জনতা চুরির কাজে ব্যবহৃত চোরদের বহনকারী একটি পিকআপ গাড়ি ভাংচুর করে। স্থানীয় সূত্রে জানা যায়, ওয়াশিন গ্রামের
স্কুল শিক্ষক আব্দুল মমিনের বাড়িতে গরু চুরির করতে এসে ৬ /৭ জনের একটি চোরের দল বাড়ির সকল ঘরে বাহির থেকে তালা লাগিয়ে গোয়াল ঘরে ঢোকার চেষ্টা করে।
এ সময় প্রতিবেশীরা টের পেয়ে চিৎকার শুরু করে। পরে লোকজেনর ধাওয়া খেয়ে চোরের দল তাদের ব্যবহৃত পিকআপ নিয়ে পালানোর চেষ্টা করে। এ সময় সমবেত গ্রামবাসী চোরদের পালানোর কালে ধাপ ওয়াশিন গ্রামের সাইদুর মুহরীর বাড়ির সামনে রাস্তায় গাছের গুল ফেলে বাধা দেয়।
পিকআপসহ চ৪ জন চোরকে হাতেনাতে আটক কওে গণধোলাই দিয়ে বেধে রাখে। পরে থানায় ফোরন দিয়ে চোরদের পুলিশে সোপর্দ করেছেন গ্রামবাসী।
আটককৃত ৪জন চোর তাড়াশ পৌর এলাকার লিটন ফকির (৪০), মুরাদ হোসেন (২৪), শাহজাদপুর উপজেলার সুকচান (৪০) ও সিরাজগঞ্জ পৌর সদরের আব্দুর রাজ্জাক (৪৫)।
মাধাইনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাবিলুর রহমান হাবিব এ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, চোরদের পুলিশে সোপার্দ করা হয়েছে।
তাড়াশ থানার অফিসার ইনচার্জ শহিদুল ইসলাম বরেন, ঘটনার খবর পেয়ে সেখানে পুলিশ পাঠিয়ে আশংকাজনক অবস্থায় চোরদের আহত অবন্থায় উদ্ধার করে সিরাজগঞ্জ শেখ ফজিলাতুন্নেছা মুজিব ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি পাঠনো হয়েছে।