আপন ভাইয়ের ছুরিকাঘাতে বোন সাহিদা খাতুন হাসপাতালের বারান্দায় শুয়ে কাতরাচ্ছে
- প্রকাশিত সময় ০৩:০৭:১৩ পূর্বাহ্ন, রবিবার, ২৪ এপ্রিল ২০২২
- / 89
সম্প্রতি পাবনা সদর উপজেলার মালঞ্চি ইউনিয়নের হাড়িবাড়িয়া গ্রামের মৃত মোজাম্মেলের স্ত্রী সাহিদা খাতুনকে তার ভাই ছুরিকাঘাত করেছে বলে অভিযোগ পাওয়া গেছে। বর্তমানে সে আপন হাসপাতালের বারান্দায় শুয়ে কাতরাচ্ছে
জানা গেছে, বাপের পৈতিক এক খন্ড ভিটায় বসবাস করেন সহিদা খাতুন। ভিটার জমিটি হয়ে গেছে তার উপর জম। আপন ভাই মজনু ও তার বউ মিলে বোনকে মারপিট ও এলোপাতারি কুপিয়েছে। এতে ভাইয়ের দেশীয় অস্ত্রের আঘাতে সে মারাত্মক আহত হয়ে জ্ঞান হারিয়ে ফেলে। এ সময় সাহিদা চিৎকার শুনে আশপাশের লোকজন তাকে উদ্ধার করে পাবনা সদর হাসপাতালে ভর্তি করে। কিন্তু দুই দিন অজ্ঞান অবস্থায় হাসপাতালের বারান্দায় পড়ে ছিলে সাহিদা খাতুন। এ ব্যাপারে তাকে সহযোগীতা করার মতো কেউ এগিয়ে আসেনি।
তার স্বামী অনেক আগেই মারা গেছেন এবং ছেলে নিঃসন্তান সাহিদা আপন কেউ না থাকায় তার আপন ভাই মজনুর পাশে বসবাস করে। কিন্তু কখন জানি এই সাহিদাকে হত্যা করে ভিটে মাটির লোভে । স্থানীয় মেম্বর- চেয়ারম্যান থানার হস্তক্ষেপ কামনা করে ঘটনাটি ক্ষতিয়ে দেখে বিচারের আওতায় নিয়ে আসার জন্য উর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে জোর দাবি জানিয়েছেন।
এ ঘটনায় অসহায় সাহিদা ভাইয়ের ভয়ে মামলা করতেও সাহস পাচ্ছেন না। যদি ভাই, ভাবী, ভাতিজি সবাই মিলে তাকে মারপিট আরাম্ভ করে এবং যদি বলে তুই এই ভিটেমাটি ছেড়ে চলে যা – এই আশঙ্কায়।
সাহিদা জানায়, পাবনায় এমন কোন সহদয় ব্যক্তি বা নেতা নেই যে আমাকে উদ্ধার করে মৃত্যুর আগ পর্যন্ত বেঁচে থাকার অধিকারটুকু ফিরিয়ে দিতে পারেন। কেউ যদি আমাকে না সাহায্য করেন তাহলে এদের হাতের আমার মৃত্যু যেকোন সময় হতে পারে। হাসপাতালের বারান্দায় বসে এসব কথা সাহিদা নিজেই এ সংবাদদাতার কাছে বলে যায়।
আরও পড়ুনঃ
সাঁথিয়া পৌরসভার আয়োজনে অসহায় ও দুস্থদের মাঝে চাল বিতরণ
প্রধানমন্ত্রীর ঈদ উপহার হিসেবে ‘ঘর’ পাচ্ছেন পাবনার আরো ৩৭৩ পরিবার
পাবনা জেলা প্রাইভেট ক্লিনিক এন্ড ডায়াগনষ্টিক ওনার্স এ্যাসোসিয়েশনের দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত
পাবনা-৫’র সাংসদ ও জেলা আওয়াামী লীগের সাধারণ সম্পাদক গোলাম ফারুক প্রিন্সের উদ্যোগে ইফতার মাহফিল ও দোয়া
ব্যবসা প্রতিষ্ঠানে ঢুকে ব্যবসায়ীকে প্রকাশ্যে ছুরিকাঘাত আটঘরিয়ায়
রানা প্লাজা ভবন ধসের নয় বছর স্মরণ উপলক্ষ্যে কর্মসূচী পালন করবে শ্রমিক নিরাপত্তা ফোরাম
নাটোরের সিংড়ায় ৫০ কেজি গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে র্যাব-৫
সলঙ্গায় মসজিদে ইমামের টাকা তোলা নিয়ে সংঘর্ষে আহত ব্যক্তির মৃত্যু : হত্যা মামলা দায়ের
রাণীনগরে ইটের প্রচীর দিয়ে চলাচলের রাস্তা বন্ধ করে দেয়ায় জনগণের ভোগান্তি
টেবুনিয়া পয়েন্টে চাঁদাবাজিতে অতীষ্ঠ অটোবাইক চালকরা
সাজাপ্রাপ্ত ও ওয়ারেন্টভুক্ত পলাতক আসামী গ্রেফতার করেছে র্যাব-১২