বিরামপুরে অজ্ঞাত পরিচয় ব্যক্তির মরদেহ উদ্ধার
- প্রকাশিত সময় ০৩:২২:৫৩ পূর্বাহ্ন, রবিবার, ২৪ এপ্রিল ২০২২
- / 102
দিনাজপুরের বিরামপুরে অজ্ঞাতনামা ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে থানা পুলিশ। তার বয়স আনুমানিক ৪০। নিহতের মাথায়, হাতে ও পায়ে গুরুতর রক্তাক্ত জখম রয়েছে।
শুক্রবার (২২এপ্রিল) ভোরে উপজেলার আঞ্চলিক দিনাজপুর-গোবিন্দগঞ্জ মহাসড়কের পলিপ্রয়াগপুর ইউনিয়নের চন্ডিপুর নামক স্থান থেকে অজ্ঞাতনামা এক ব্যক্তির মরদেহ উদ্ধার করা হয়। তবে মরদেহটির পরিচয় পাওয়া যায়নি। বিরামপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) সুমন কুমার মহন্ত বিষয়টি নিশ্চিত করেছেন।
জাতীয় সেবা ৯৯৯ ও স্থানীয়দের বরাদ দিয়ে বিরামপুর থানার উপ-পুলিশ পরিদর্শক (এসআই) নুর আলম সিদ্দিক বলেন, শুক্রবার ভোরে সংবাদ পেয়ে ঘটনাস্থলে উপস্থিত হয়ে অজ্ঞাতনামা এক ব্যক্তির মরদেহ উদ্ধার করি ও মরদেহের সুরতহাল রিপোর্ট প্রস্তুত শেষে মরদেহটি বিরামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক অজ্ঞাতনামা ব্যক্তিকে মৃত্যু ঘোষণা করেন।
জানতে চাইলে বিরামপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) সুমন কুমার মহন্ত বলেন- ৯৯৯ ও স্থানীয়দের
দেয়া খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ উপস্থিত হয়ে মরদেহ উদ্ধার করে। নিহতের মাথায়, হাতে ও পায়ে গুরুতর রক্তাক্ত জখম রয়েছে। তিনি আরও বলেন, লাশটি শনাক্তকরার জন্য পিবিআই দিনাজপুর ও সিআইডি রংপুর এর ক্রাইমসিন টিমের মাধ্যমে লাশ সনাক্তের চেষ্টা চলছে। এই মূহুর্তে দূর্ঘটনাজনিত মৃত্যু মনে হলেও লাশের পরিচয় শনাক্তসহ পিএম রিপোর্টে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে বলেও তিনি জানান।
আরও পড়ুনঃ
সাঁথিয়া পৌরসভার আয়োজনে অসহায় ও দুস্থদের মাঝে চাল বিতরণ
প্রধানমন্ত্রীর ঈদ উপহার হিসেবে ‘ঘর’ পাচ্ছেন পাবনার আরো ৩৭৩ পরিবার
পাবনা জেলা প্রাইভেট ক্লিনিক এন্ড ডায়াগনষ্টিক ওনার্স এ্যাসোসিয়েশনের দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত
পাবনা-৫’র সাংসদ ও জেলা আওয়াামী লীগের সাধারণ সম্পাদক গোলাম ফারুক প্রিন্সের উদ্যোগে ইফতার মাহফিল ও দোয়া
ব্যবসা প্রতিষ্ঠানে ঢুকে ব্যবসায়ীকে প্রকাশ্যে ছুরিকাঘাত আটঘরিয়ায়
রানা প্লাজা ভবন ধসের নয় বছর স্মরণ উপলক্ষ্যে কর্মসূচী পালন করবে শ্রমিক নিরাপত্তা ফোরাম
নাটোরের সিংড়ায় ৫০ কেজি গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে র্যাব-৫
সলঙ্গায় মসজিদে ইমামের টাকা তোলা নিয়ে সংঘর্ষে আহত ব্যক্তির মৃত্যু : হত্যা মামলা দায়ের
রাণীনগরে ইটের প্রচীর দিয়ে চলাচলের রাস্তা বন্ধ করে দেয়ায় জনগণের ভোগান্তি
টেবুনিয়া পয়েন্টে চাঁদাবাজিতে অতীষ্ঠ অটোবাইক চালকরা
আপন ভাইয়ের ছুরিকাঘাতে বোন সাহিদা খাতুন হাসপাতালের বারান্দায় শুয়ে কাতরাচ্ছে