ঈশ্বরদীতে শরীরে আগুন লাগিয়ে গৃহবধুর আত্মহত্যা
- প্রকাশিত সময় ১১:০৪:৩৬ অপরাহ্ন, সোমবার, ২৫ এপ্রিল ২০২২
- / 116
ঈশ্বরদীতে শরীরে আগুন লাগিয়ে গৃহবধুর আত্মহত্যার ঘটনা ঘটেছে। নিহত গৃহবধু ছামিনা (৩৫) উপজেলার ছলিমপুর ইউনিয়নের ২-নং ওয়ার্ডের চরমিরকাারী দাঁইড়পাড়া এলাকার মো. সিদ্দিকের স্ত্রী।
মঙ্গলবার (২৫শে) এপ্রিল দুপুর আনুমানিক ১২ ঘটিকা নাগাদ তার নিজ শয়ন কক্ষে নিজেই শরীরে আগুন লাগিয়ে দিলে এ ঘটনা ঘটে।
ঘটনাা সূত্রে জানাযায়, প্রায় ১৭ বছর আগে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছিলো দাশুড়িয়া ইউনিয়নের সড়াইকান্দি এলাকার মো. মমিন কাজীর মেয়ে এবং চরমিরকামারী দাইড়পাড়া এলাকার মো. আতিয়ার মালিথার ছেলে মো. সিদ্দিকের সাথে। বিয়ের সময় স্বভাবিক থাকলেও গত প্রায় ৮/১০ বছর যাবৎ মানুষিক সমস্যায় ভুগছিলেন ছামিনা।
মেয়ের মরদেহের পাশে আহাজারি করতে করতে মৃত ছামিনার মা বলেন, আমার মেয়ে পাগল হওয়ার জন্য সারা দেশের ডাক্তারের ওষুধ খাওয়াইছি। কত জায়গায় নিছি তাকে সুস্থ্য করে তোলার জন্য, তাও পারলাম না। সে আমাদের ছেড়ে চলেই গেল।
প্রতিবেশী মো. ইসহাক আলী দেওয়ান দৈনিক স্বতঃকন্ঠ কে বলেন, দুই ছেলে ও অসুস্থ বউয়ের চিকিৎসার খরচ জোগাতে সর্বশান্ত মো. সিদ্দিক এলাকাবাসীর থেকে সাহায্য তুলে ভারসাম্যহীন স্ত্রীকে, রাজশাহী মেডিকেল , নাটোর মিশন, পাবনা মানুষিক হাসপাতালসহ বিভিন্ন ডাক্তারের কাছে চিকিৎসা করে আসছিলেন।
২-নং ওয়ার্ডের ইউপি মেম্বার মো. সেন্টু মালিথা দৈনিক স্বতঃকন্ঠ কে বলেন, মৃত ছামিনার মানুষিক অবস্থা এতটাই খারাপ ছিলো যে প্রায় প্রতিদিনই সে নানা ভাবে আত্মহত্যা করতে যেত। তারই ফলস্রুতিতে গতকাল সন্ধ্যায়ও গলায় দঁড়ি দিয়ে আত্মহত্যার চেষ্টা চালান। বিষয়টি পরিবারের লোকজন টের পেয়ে গেলে ছামিনা প্রাণে বেঁচে গেলও আজ সকালে নিজেই নিজের শরীরে আগুন দিয়ে আত্মহত্যা করেন।
তিনি আরও বলেন, মানুষিক ভারসাম্যহীন ছামিনা তার সমস্যার কারনে, স্বামীর অর্জিত টাকা আগুনে পুড়িয়ে নষ্ট করেছে অনেক দিন।
ঈশ্বরদী ফায়ার সার্ভিস সূত্রে জানাযায়, উপজেলার চরমিরকামারী দাঁইড় পাড়া এলাকায় একজন আগুনে পুঁড়ে গেছে খবর পেয়ে আমরা দ্রুত সেখানে ছুটে যায় এবং ভিকটিমকে উদ্ধার করে ঈশ্বরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসার জন্য পৌঁছে দেই। তবে জানতে পেরেছি ভিকটিমের মৃত্যু হয়েছে।
সলিমপুর ইউপি চেয়ারম্যান আব্দুল মজিদ বাবলু মালিথা ছামিনার মানুষিক ভারসাম্যহীনতার কথা স্বীকার করে দৈনিক স্বতঃকন্ঠ কে বলেন, আমি ঘটনাস্থলে উপস্থিত হয়েছি, এলাকাবাসীর সাথে সার্বিক বিষয় পর্যালোচনা সাপেক্ষে পরিবর্তী কার্যক্রম পরিচালনা করবেন বলেও জানান তিনি।
আরও পড়ুনঃ
ঈদে মঙ্গলবার ভূমিহীন ও গৃহহীন পরিবারকে ৩২ হাজার ৯০৪টি ঘর হস্তান্তর করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা
রাইসিনা ডায়ালগে অংশগ্রহণ করতে ভারতের দিল্লির উদ্দেশ্যে আইসিটি প্রতিমন্ত্রীর ঢাকা ত্যাগ
মুসলিমরাও মূল নিবাসী, মেনে নিয়েছে ভারতের আসাম সরকার
সুজানগরে ভূমিহীন-গৃহহীন পরিবারকে জমি ও গৃহপ্রদান কার্যক্রমের উদ্বোধনী প্রেস ব্রিফিং
ফুলবাড়ীতে তিনজন শারীরিক প্রতিবন্ধীর মাঝে উপকরণ বিতরণ
রানা প্লাজা দুর্ঘটনার নয় বছর স্মরণে শ্রমিক নিরাপত্তা ফোরামের শ্রদ্ধাজ্ঞাপন ও মানববন্ধন
পাবনা জেলা প্রশাসনের দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত
নওগাঁর রাণীনগরে প্রধানমন্ত্রীর উপহারের গৃহ উদ্বোধন উপলক্ষ্যে প্রেস বিফিং
ইছামতি নদীর দু‘পাড়ের অবৈধ স্থাপনা উচ্ছেদে আর কোন বাধা নেই : হাইকোর্ট
দিনাজপুরের ফুলবাড়ীতে সংসদ সদস্যের ঐচ্ছিক তহবিলের অর্থ প্রদান
বড়াইগ্রামের দুই নারী সহকারী জজ পরীক্ষায় উত্তীর্ণ একজন দেশসেরা