সাজেকে মিজোরামের সঙ্গে হচ্ছে নতুন বর্ডার হাট
- প্রকাশিত সময় ০২:২৭:০৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৬ এপ্রিল ২০২২
- / 132
বাণিজ্য সম্প্রসারণে রাঙামাটির সাজেক সীমান্তে বর্ডার হাট স্থাপন করতে সম্মত হয়েছে বাংলাদেশ এবং মিজোরাম। ভারতের মিজোরাম রাজ্য এবং বাংলাদেশের মানুষের মধ্যে যোগাযোগ ও বাণিজ্যিক সম্পর্ক বৃদ্ধির জন্য মিজোরাম সীমান্তে একটি বর্ডার হাট স্থাপনের বিষয়ে মিজোরাম প্রস্তাব দিয়েছে বলে জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি। এ বিষয়ে উভয় দেশ একমত হয়েছে বলেও জানান তিনি।
আজ সোমবার বাংলাদেশের বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি এবং ভারতের মিজোরাম রাজ্যের বাণিজ্য ও শিল্পমন্ত্রী আর. লালথাংলিয়ানা মিজোরামের কনফারেন্স হলে একটি জয়েন্ট স্টেটমেন্ট স্বাক্ষর করে যৌথ সংবাদ সম্মেলনে বক্তব্য প্রদানের সময় এসব কথা বলেন।
বাণিজ্যমন্ত্রী বলেন, মিজোরামের সঙ্গে বাংলাদেশের উল্লেখযোগ্য বাণিজ্যিক সম্ভাবনা রয়েছে। বাংলাদেশের তৈরি পোশাক, নির্মাণ সামগ্রী, প্লাস্টিক ও খাদ্য পণ্যসহ চাহিদা মোতাবেক বিভিন্ন পণ্য মিজোরামে রফতানি করা সম্ভব হবে। সেখানে এসব পণ্যের বিপুল চাহিদা রয়েছে। একই সঙ্গে মিজোরামের পাথর, হলুদ, আদা, মরিচ, বিখ্যাত বাঁশ ইত্যাদি বাংলাদেশে আমদানি করার সুযোগ সৃষ্টি হবে।
তিনি আরও বলেন, এখানে একটি বর্ডার হাট স্থাপনের ফলে মিজোরামের সঙ্গে বাংলাদেশের দ্বিপাক্ষিক সম্পর্ক এবং বাণিজ্যিক সম্পর্ক আরও শক্তিশালী ও সম্প্রসারিত হবে।
আরও পড়ুনঃ
ঈদে মঙ্গলবার ভূমিহীন ও গৃহহীন পরিবারকে ৩২ হাজার ৯০৪টি ঘর হস্তান্তর করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা
রাইসিনা ডায়ালগে অংশগ্রহণ করতে ভারতের দিল্লির উদ্দেশ্যে আইসিটি প্রতিমন্ত্রীর ঢাকা ত্যাগ
উত্তরায় বেতন বোনাসের দাবীতে আন্দোলরত শ্রমিকদের উপর পুলিশী হামলায় টিইউসির নিন্দা
মুসলিমরাও মূল নিবাসী, মেনে নিয়েছে ভারতের আসাম সরকার
পাবনায় বিশ্ব টিকাদান সপ্তাহ উপলক্ষে সিভিল সার্জনের কার্যালয়ে এ্যাডভোকেসি সভা অনুষ্ঠিত
ঈশ্বরদীতে শরীরে আগুন লাগিয়ে গৃহবধুর আত্মহত্যা
সুজানগরে ভূমিহীন-গৃহহীন পরিবারকে জমি ও গৃহপ্রদান কার্যক্রমের উদ্বোধনী প্রেস ব্রিফিং
সিরাজগঞ্জের নলকা সেতু চালু হওয়ায় উত্তরের ঈদ যাত্রায় স্বস্তির নি:শ্বাস ফেলল কোটি মানুষ
পাবনা জেলা পরিষদের ১৬ লক্ষ টাকার বৃত্তি প্রদান
ইছামতি নদীর দু‘পাড়ের অবৈধ স্থাপনা উচ্ছেদে আর কোন বাধা নেই : হাইকোর্ট
দিনাজপুরের ফুলবাড়ীতে সংসদ সদস্যের ঐচ্ছিক তহবিলের অর্থ প্রদান