ইউক্রেনকে আরো সামরিক সহায়তার প্রতিশ্রুতি
- প্রকাশিত সময় ০২:৪৫:২৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৬ এপ্রিল ২০২২
- / 191
ইউক্রেন সফরে গিয়ে আরো সামরিক সহায়তার প্রতিশ্রুতি দিয়েছেন মার্কিন পররাষ্ট্র মন্ত্রী অ্যান্টনি ব্লিংকেন ও প্রতিরক্ষামন্ত্রী লয়েড অস্টিন। দুই মাস আগে রাশিয়া ইউক্রেনে আক্রমণ শুরুর পর এই প্রথম দেশটিতে সফরে এলেন মার্কিন দুই শীর্ষ নেতা। দেশটিকে আধুনিক অস্ত্র প্রদানের মতো সামরিক সহায়তা ও কিয়েভে মার্কিন দূতাবাসের প্রত্যাবর্তনের প্রতিশ্রুতি দেন তারা। খবর রয়টার্স।
পাশ্চাত্যের পক্ষ থেকে সমর্থন জানাতে গতকাল রোববার পোল্যান্ড থেকে স্থলপথে ইউক্রেনে পৌঁছান ব্লিংকেন ও অস্টিন। দেশটিতে পৌঁছে প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির ও অন্যান্য শীর্ষ নেতাদের সঙ্গে সাক্ষাৎ করেন তারা।
মার্কিন কর্মকর্তারা জানান, রুশ আগ্রাসনের বিরুদ্ধে যুদ্ধ চালিয়ে নিতে আরো প্রায় ৭১ কোটি ৩ লাখ মার্কিন ডলারের সামরিক সহায়তা প্রদানের আশ্বাস দিয়েছেন যুক্তরাষ্ট্রের দুই গুরুত্বপূর্ণ মন্ত্রী। এ সামরিক সহায়তার বেশিরভাগ অংশই পাবে জেলেনস্কির সরকার। এছাড়া রুশ আগ্রাসনের আতঙ্কে থাকা ওই অঞ্চলের অন্যান্য দেশকে এ সহায়তা বাকি অংশ দেয়া হবে।
এদিকে ইউক্রেনকে সামরিক সহায়তার বিষয়ে যুক্তরাষ্ট্রকে সতর্ক করে আসছে রাশিয়া। ইউক্রেনকে অস্ত্র দেওয়া বন্ধ না করলে ‘অপ্রত্যাশিত পরিণতি’ ভোগ করতে হবে বলে হুঁশিয়ারি দেয় রাশিয়ার পুতিন সরকার।
অন্যদিকে ইউক্রেনে রুশ হামলার দুইমাস পর কিয়েভে নতুন করে দূতাবাস চালুর চিন্তা করছে তারা। আগামী কয়েক সপ্তাহের মধ্যেই মার্কিন কূটনীতিকরা ইউক্রেনে ফিরবেন বলে জানিয়েছে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়। এরই মধ্যে ইউক্রেনে মার্কিন রাষ্ট্রদূত হিসেবে ব্রিজেট ব্রিংককে নিয়োগ দেয়ার কথা জানিয়েছে যুক্তরাষ্ট্র। আজ সোমবার দিনের শেষভাগে তাকে চূড়ান্ত মনোনয়ন দেবেন প্রেসিডেন্ট জো বাইডেন।
আরও পড়ুনঃ
ঈদে মঙ্গলবার ভূমিহীন ও গৃহহীন পরিবারকে ৩২ হাজার ৯০৪টি ঘর হস্তান্তর করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা
রাইসিনা ডায়ালগে অংশগ্রহণ করতে ভারতের দিল্লির উদ্দেশ্যে আইসিটি প্রতিমন্ত্রীর ঢাকা ত্যাগ
উত্তরায় বেতন বোনাসের দাবীতে আন্দোলরত শ্রমিকদের উপর পুলিশী হামলায় টিইউসির নিন্দা
মুসলিমরাও মূল নিবাসী, মেনে নিয়েছে ভারতের আসাম সরকার
পাবনায় বিশ্ব টিকাদান সপ্তাহ উপলক্ষে সিভিল সার্জনের কার্যালয়ে এ্যাডভোকেসি সভা অনুষ্ঠিত
ঈশ্বরদীতে শরীরে আগুন লাগিয়ে গৃহবধুর আত্মহত্যা
সাজেকে মিজোরামের সঙ্গে হচ্ছে নতুন বর্ডার হাট
সিরাজগঞ্জের নলকা সেতু চালু হওয়ায় উত্তরের ঈদ যাত্রায় স্বস্তির নি:শ্বাস ফেলল কোটি মানুষ
পাবনা জেলা পরিষদের ১৬ লক্ষ টাকার বৃত্তি প্রদান
ইছামতি নদীর দু‘পাড়ের অবৈধ স্থাপনা উচ্ছেদে আর কোন বাধা নেই : হাইকোর্ট
দিনাজপুরের ফুলবাড়ীতে সংসদ সদস্যের ঐচ্ছিক তহবিলের অর্থ দান
ফ্রান্সের প্রেসিডেন্ট নির্বাচনে আবারও নির্বাচিত ইমানুয়েল মাখোঁ