ফ্রান্সের প্রেসিডেন্ট নির্বাচনে আবারও নির্বাচিত ইমানুয়েল মাখোঁ
- প্রকাশিত সময় ০৩:০৫:৩৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৬ এপ্রিল ২০২২
- / 91
ফ্রান্সের প্রেসিডেন্ট নির্বাচনের দ্বিতীয় ও চূড়ান্ত রাউন্ডে ডানপন্থী প্রতিদ্বন্দ্বী মারি লো পেনকে স্পষ্ট ব্যবধানে হারিয়েছেন ইমানুয়েল মাখোঁ। আজ সোমবার দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয় কর্তৃক প্রকাশিত চূড়ান্ত হিসেবে দেখা গেছে, ৫৮ দশমিক ৫৫ শতাংশ ভোট পেয়েছেন মাখোঁ। বিপরীতে মারি লো পেন পেয়েছেন ৪১ দশমিক ৪৫ শতাংশ ভোট। খবর রয়টার্স।
২০১৭ সালের নির্বাচনেও প্রধান প্রতিদ্বন্দ্বী ছিলেন মাখোঁ ও লো পেন। পাঁচ বছর আগের ওই নির্বাচনে মাখোঁ পেয়েছিলেন ৬৬ দশমিক ১ এবং লো পেন পেয়েছিলেন ৩৩ দশমিক ৯ শতাংশ ভোট।
এবার ভোট প্রদান থেকে বিরত ছিল ফ্রান্সের ২৮ দশমিক ১ শতাংশ ভোটার। ২০১৭ এর নির্বাচনে এ হার যেখানে ছিল ২৫ দশমিক ৪ শতাংশ। ১৯৬৯ সালের চূড়ান্ত ধাপের প্রেসিডেন্ট নির্বাচনের পর এবার সর্বনিম্ন ভোটার উপস্থিতি ছিল।
এবারের নির্বাচনে মধ্যপন্থী হিসেবে পরিচিত ইমানুয়েল মাখোঁর জন্য চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছিলেন ৫৩ বছর বয়সী কট্টর ডানপন্থী প্রার্থী লো পেন। প্রথম নারী প্রেসিডেন্ট হতে এবার তৃতীয়বারের মতো লড়েন তিনি। আগেরবার ২০১৭ সালে মাখোঁর কাছেই পরাজিত হয়েছিলেন ন্যাশনাল র্যালি পার্টির এ প্রধান। তবে গতবারের তুলনায় এবার তার জনসমর্থন ব্যাপক বেড়েছে। এক দশক ধরেই কট্টর ডানপন্থী অনুসারী বাড়াতে লো পেন ব্যাপক ভূমিকা রেখেছেন।
গতকাল স্থানীয় সময় সকাল ৮টা থেকে রাত ৮টা পর্যন্ত এই ভোট গ্রহণ সম্পন্ন হয়। এবারের নির্বাচনে ভোটার সংখ্যা ছিল ৪ কোটি ৮৭ লাখ।
১০ এপ্রিল প্রেসিডেন্ট পদে হয় প্রথম দফার ভোট গ্রহণ। এতে প্রতিদ্বন্দ্বিতা করেন ইমানুয়েল মাখোঁ, মারি লো পেনসহ ১২ জন প্রার্থী। গণনা শেষে মাখোঁ পান ২৭ দশমিক ৮৫ শতাংশ ভোট। দ্বিতীয় স্থানে থাকা পেন পান ২৩ দশমিক ১৫ শতাংশ ভোট। এছাড়া আরেক প্রার্থী জ্য লুক মিনশ ২১ দশমিক ৭ শতাংশ ভোট পেয়ে তৃতীয় হন। প্রথম দফা ভোটে কোনো প্রার্থী ৫০ শতাংশ ভোট না পাওয়ায় শীর্ষ দুই প্রার্থীর মধ্যে অনুষ্ঠিত হয়ে দ্বিতীয় দফার ভোট।
আরও পড়ুনঃ
ঈদে মঙ্গলবার ভূমিহীন ও গৃহহীন পরিবারকে ৩২ হাজার ৯০৪টি ঘর হস্তান্তর করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা
রাইসিনা ডায়ালগে অংশগ্রহণ করতে ভারতের দিল্লির উদ্দেশ্যে আইসিটি প্রতিমন্ত্রীর ঢাকা ত্যাগ
উত্তরায় বেতন বোনাসের দাবীতে আন্দোলরত শ্রমিকদের উপর পুলিশী হামলায় টিইউসির নিন্দা
মুসলিমরাও মূল নিবাসী, মেনে নিয়েছে ভারতের আসাম সরকার
পাবনায় বিশ্ব টিকাদান সপ্তাহ উপলক্ষে সিভিল সার্জনের কার্যালয়ে এ্যাডভোকেসি সভা অনুষ্ঠিত
ঈশ্বরদীতে শরীরে আগুন লাগিয়ে গৃহবধুর আত্মহত্যা
সাজেকে মিজোরামের সঙ্গে হচ্ছে নতুন বর্ডার হাট
সিরাজগঞ্জের নলকা সেতু চালু হওয়ায় উত্তরের ঈদ যাত্রায় স্বস্তির নি:শ্বাস ফেলল কোটি মানুষ
পাবনা জেলা পরিষদের ১৬ লক্ষ টাকার বৃত্তি প্রদান
ইউক্রেনকে আরো সামরিক সহায়তার প্রতিশ্রুতি
দিনাজপুরের ফুলবাড়ীতে সংসদ সদস্যের ঐচ্ছিক তহবিলের অর্থ দান