পাবনা সংবাদ পরিক্রমা
- প্রকাশিত সময় ০৭:৩৬:১৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৬ এপ্রিল ২০২২
- / 97
পাবনায় পুলিশ সুপারের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
বার্তা সংস্থা পিপ (পাবনা) : পাবনা পুলিশ সুপারের উদ্যোগে এক ইফতার মাহফিল ও দোয়া অনুষ্ঠিত হয়েছে। গতকাল সোমবার সন্ধ্যায় পাবনা পুলিশ লাইনের হল রুম ও ক্যাফেটরিয়া চত্বরে ইফতার মাহফিলে সংসদ সদস্য, জেলা প্রশাসন ও পুলিশ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা,আইনজীবী, সাংবাদিক, চিকিৎসক, শিক্ষক, ব্যবসায়ী ও বিভিন্ন পেশাজীবী সংগঠনের প্রতিনিধিরা অংশগ্রহণ করেন।
পাবনার পুলিশ সুপার মোহাম্মদ মহিবুল ইসলাম খান আমন্ত্রিত অতিথিদেরকে স্বাগত জানান। ইফতারের আগে দেশ ও জনগণের কল্যাণ কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত পরিচালনা করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন পাবনা সদর আসনের সংসদ সদস্য গোলাম ফারুক প্রিন্স, আলহাজ নুরুজ্জমান বিশ্বস এমপি, পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. হাফিজা খাতুন, প্রো-ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. এসএম মোস্তফা কামাল, পাবনার জেলা প্রশাসক বিশ্বাস রাসেল হোসেন, পাবনা জেলা আওয়ামীলীগের সভাপতি রেজাউল রহিম লাল, এনএসআইর উপ-পরিচালক কামরুল হাসান, দুদকের উপ-পরিচালক খায়রুল হক, পাবনা প্রেসক্লাব সভাপতি এবিএম ফজলুর রহমান, সম্পাদক সৈকত আফরোজ আসাদ, পাবনা চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাষ্ট্রি সভাপতি মো. সাইফুল আলম ন্বপন চৌধুরী, সিনিয়র সহসভাপতি আলী মর্তুজা বিশ্বাস সনি, পাবনা সংবাদপত্র পরিষদের সভাপতি আব্দুল মতীন খান, সাধারণ সম্পাদক শহীদুর রহমান শহীদ, পাবনা জেলা সাংবাদিক সমিতির সাধারণ সম্পাদক জহুরুল ইসলাম, পাবনা সদর উপজেলা চেয়ারম্যান আলহাজ মোশারোফ হোসেন, পাবনা পৌরসভার মেয়র শরীফ উদ্দিন প্রধান, রানা গ্রæপ অব কোম্পানিজের চেয়ারম্যান রুহুল রানা বিশ্বাসসহ বিভিন্ন উপজেলা চেয়ারম্যান মেয়র এবং পাবনায় কর্মরত প্রিন্ট ও ইলেট্রনিক্স মিডিয়ার সাংবাদিকবৃন্দ ও বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
বনগ্রাম উচ্চ বিদ্যালয়ে অতিরিক্ত অর্থ ফ্রি নেওয়ার অভিযোগ উঠেছে অধ্যক্ষের বিরুদ্ধে
বার্তা সংস্থা পিপ (পাবনা) : পাবনার সাঁথিয়া উপজেলার বনগ্রাম মিয়াপুর হাজী জসিম উদ্দিন উচ্চ বিদ্যালয় ও কলেজ ছাত্র-ছাত্রীদের কাছ থেকে অতিরিক্ত অর্থ ফ্রি নেওয়ার অভিযোগ উঠেছে কলেজের অধ্যক্ষ মোঃ মজিবুর রহমান খাঁনের বিরুদ্ধে।
সরোজমিনে গিয়ে দেখা যায়, অত্র বিদ্যালয়ের একাদশ শ্রের্ণীর ছাত্র রাজু, ইমন, সাজ্জাদ, সাইফুল বলেন, আমরা মধ্যবিত্ত পরিবারের সন্তান। আমাদের পরিবারের কলেজে অতিরিক্ত অর্থ দেওয়ার মতো সামর্থ্য নাই। করোনার অতিমারিতে আমাদের পরিবার অনেক কষ্টে দিন কাটিয়েছে, আবার কলেজে বিভিন্ন সময় নামে বেনামে টাকা নেওয়ায় আমাদের লেখাপড়া করা কষ্ট দায়ক হয়ে পড়ছে।
তাদের মতো ২০ থেকে ৩০জন ছাত্র-ছাত্রী কাছ থেকে বিভিন্ন ভাবে টাকা হাতিয়ে নিয়েছে অধ্যক্ষ, এর প্রতিবাদ করলে ছাত্র-ছাত্রীদের কাস পরিক্ষায় কম মূল্যায়ন করার অভিযোগও করে অধ্যক্ষ মজিবুর রহমান খান বিরুদ্ধে। এই নিয়ে বিভিন্ন ভাবে ছাত্র-ছাত্রীরা আন্দোলন সংগ্রাম করলে এই কোন শুরুহা পাননি ভূক্তভোগী সাধারণ শিক্ষার্থীরা।
অধ্যক্ষ মোঃ মজিবুর রহমান খাঁন শিক্ষার্থীদের অভিযোগ অস্বীকার করে বলেন, বোর্ডের নির্ধারিত ফ্রি আমরা আদাই করছি, করোনা কালে শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ ছিলো তখুন ছাত্র-ছাত্রীরা স্কুলের মাসিক বেতন পরিষদ করেনি। এখন একত্রে বেতন ও পরিক্ষা ফ্রি আদাই করার ফলে এমন টা ঘটতে পারে। আমরা যে সকল ছাত্র-ছাত্রীরা গরিব তাদের কাছ থেকে বেতন আফ করে দিয়েছি। আমাদের প্রতিষ্ঠান শুনাম রয়েছে, কিছু বাহিরের লোকজন ষড়যন্ত্র করে কলেজের নাম ক্ষুন্ন করার জন্য এই সকল অভিযোগ করছে ।
পাবনা সদরে ঈদ উপহার হিসেবে নতুন ঘর পাচ্ছে ৪৭ গৃহহীন পরিবার
বার্তা সংস্থা পিপ (পাবনা) : পবিত্র ঈদ উল ফিতরে পাবনা সদর উপজেলায় ৪৭ টি গৃহহীন পরিবারকে নতুন ঘর উপহার দিচ্ছে প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আগামী ২৬ এপ্রিল মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা গৃহহীন পরিবারের মাঝে ভূমিসহ ঘর প্রদান কার্যক্রম উদ্বোধন করবেন। সোমবার দুপুরে সদও উপজেলা প্রশাসনের কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান উপজেলা নির্বাহী কর্মকর্তা তাহমিনা আক্তার রেইনা।
উপজেলা নির্বাহী কর্মকর্তা জানান, মুজিব বর্ষে গৃহহীন পরিবারকে ঘর প্রদানের ধারাবাহিক কার্যক্রমে এ পর্যায়ে সদরে ৪৭টি ঘর প্রদান করা হবে। উপজেলা প্রশাসনের নিবিড় তত্ত¡াবধানে ঘর নির্মাণ শেষে উপকারভোগী নির্ধারণ করা হয়েছে।
সংবাদ সম্মেলনে অন্যান্যের মধ্যে উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব মোশারফ হোসেন, পাবনা প্রেসক্লাব সভাপতি এবিএম ফজলুর রহমান, সহ-সভাপতি শহীদুর রহমান শহিদ, সম্পাদক সৈকত আফরোজ আসাদ, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান শাওয়াল বিশ্বাস, মহিলা ভাইস চেয়ারম্যান শামসুন্নাহার রেখাসহ জেলায় কমর্রত সংবাদকর্মীরা উপস্থিত ছিলেন।
আরও পড়ুনঃ
ঈদে মঙ্গলবার ভূমিহীন ও গৃহহীন পরিবারকে ৩২ হাজার ৯০৪টি ঘর হস্তান্তর করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা
রাইসিনা ডায়ালগে অংশগ্রহণ করতে ভারতের দিল্লির উদ্দেশ্যে আইসিটি প্রতিমন্ত্রীর ঢাকা ত্যাগ
উত্তরায় বেতন বোনাসের দাবীতে আন্দোলরত শ্রমিকদের উপর পুলিশী হামলায় টিইউসির নিন্দা
ফ্রান্সের প্রেসিডেন্ট নির্বাচনে আবারও নির্বাচিত ইমানুয়েল মাখোঁ
নেতৃত্ব থেকে বাদ দেওয়ার কারণেই রান পাচ্ছেন না বিরাট কোহলি : ওয়াটসন
ঈশ্বরদীতে শরীরে আগুন লাগিয়ে গৃহবধুর আত্মহত্যা
সাজেকে মিজোরামের সঙ্গে হচ্ছে নতুন বর্ডার হাট
সিরাজগঞ্জের নলকা সেতু চালু হওয়ায় উত্তরের ঈদ যাত্রায় স্বস্তির নি:শ্বাস ফেলল কোটি মানুষ
‘বুকটা কষ্টে ফেটে যাচ্ছিল’
ইউক্রেনকে আরো সামরিক সহায়তার প্রতিশ্রুতি
বলিউডের জায়গা দখল করে নিচ্ছে দক্ষিণের সিনেমা
লিবিয়ায় দুই শ চল্লিশ বাংলাদেশি আটক
সভরিন বণ্ড ও আমাদের অর্থনীতি – সাবেক অর্থমন্ত্রী মুহিতের সিদ্ধান্তই সঠিক ছিল?