চট্টগ্রাম ‘ইচ্ছা মানব উন্নয়ন সংস্থা’র ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
- প্রকাশিত সময় ০৯:০৯:৪১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৬ এপ্রিল ২০২২
- / 120
চট্টগ্রামে ইচ্ছা মানব উন্নয়ন সংস্থার উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
পবিত্র সিয়াম সাধনার মাস রামাদানুল মোবারক উপলক্ষে ইফতার মাহফিলের আয়োজন করেছে প্রগতিশীল সংগঠন ইচ্ছা মানব উন্নয়ন সংস্থা। ২৫ শে এপ্রিল, ২০২২ রোজ সোমবার চট্টগ্রামের বায়েজিদ থানাধীন তারা গেইটস্থ দারুস সুন্নাহ এতিম ও হেফজখানায় এই কর্মসূচি অনুষ্ঠিত হয়।
মোঃ আরিফুল ইসলাম হৃদয়ের সার্বিক সমন্বয়ে অনুষ্ঠিত এই মহতি কর্মসূচিতে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইচ্ছার উপদেষ্টা ফারুক খালেক চৌধুরী, মানবিক ডাক্তার মনির আজার, মার্ক ডায়গনষ্ঠিক সেন্টারের স্বর্তাধিকার কামাল উদ্দিন, যুবনেতা মনিরুজ্জামান স্বজল, বিশিষ্ট সাংবাদিক ও মানবাধিকার কর্মী মুজিবউল্লাহ তুষার, শাহাজান চৌং, সেতু মির্জা প্রমুখ।
অনুষ্ঠিত এ ইফতার মাহফিলে বক্তব্য রাখেন আজিজ চৌং, আনিকা আকতার, মোঃ বাপ্পী, মিজানুর রহমান, মোঃ জব্বার, শরিফ খান, সাজ্জাদ হোসেন, তামিমা জান্নাত, বিউটি, আসমা, জাহেদুল রিমন, বাধন, আহাদ, মিরফাত, তাজুল ও জুলি।
বক্তারা বলেন, ইচ্ছা মানব উন্নয়ন সংস্থা সৎ ইচ্ছা শক্তির জাগরণের লক্ষ্য মানবিক কর্মকান্ডের মাধ্যমে সারাদেশে যে সততার লড়াই চালিয়ে যাচ্ছে। তা সফল ও চুন্ডান্ত হউক।
বক্তারা দেশের গন্ডি পেড়িয়ে আন্তর্জাতিক পর্যায়ে এই সংগঠনের কার্যক্রম বৃদ্ধিতে সরকার ও জনপ্রতিনিধিদের অংশগ্রহন
কামনা করেন। – প্রেস বিজ্ঞপ্তি
আরও পড়ুনঃ
ঈদে মঙ্গলবার ভূমিহীন ও গৃহহীন পরিবারকে ৩২ হাজার ৯০৪টি ঘর হস্তান্তর করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা
রাইসিনা ডায়ালগে অংশগ্রহণ করতে ভারতের দিল্লির উদ্দেশ্যে আইসিটি প্রতিমন্ত্রীর ঢাকা ত্যাগ
উত্তরায় বেতন বোনাসের দাবীতে আন্দোলরত শ্রমিকদের উপর পুলিশী হামলায় টিইউসির নিন্দা
ফ্রান্সের প্রেসিডেন্ট নির্বাচনে আবারও নির্বাচিত ইমানুয়েল মাখোঁ
নেতৃত্ব থেকে বাদ দেওয়ার কারণেই রান পাচ্ছেন না বিরাট কোহলি : ওয়াটসন
রোজায় মুখের দুর্গন্ধ দূর করতে কী করবেন?
সাজেকে মিজোরামের সঙ্গে হচ্ছে নতুন বর্ডার হাট
সিরাজগঞ্জের নলকা সেতু চালু হওয়ায় উত্তরের ঈদ যাত্রায় স্বস্তির নি:শ্বাস ফেলল কোটি মানুষ
‘বুকটা কষ্টে ফেটে যাচ্ছিল’
ইউক্রেনকে আরো সামরিক সহায়তার প্রতিশ্রুতি
বলিউডের জায়গা দখল করে নিচ্ছে দক্ষিণের সিনেমা
লিবিয়ায় দুই শ চল্লিশ বাংলাদেশি আটক
সভরিন বণ্ড ও আমাদের অর্থনীতি – সাবেক অর্থমন্ত্রী মুহিতের সিদ্ধান্তই সঠিক ছিল?