সাংবাদিক সম্মেলনে ইউএনও: আজ ৬৫টি বাড়ি পাচ্ছেন নবীনগরের ভূমিহীন ও গৃহহীন পরিবার
- প্রকাশিত সময় ০৯:৫৮:৫৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৬ এপ্রিল ২০২২
- / 113
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের লালিত স্বপ্ন বাস্তবায়নের লক্ষ্যে আজ মঙ্গলবার ২৬ এপ্রিল ভিডিও কনফারেন্সের মাধ্যমে প্রধানমন্ত্রী শেখ হাসিনা সারা বাংলাদেশে পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে ৩২,৯০৪ টি ভূমিহীন ও গৃহহীন পরিবারকে তৃতীয় পর্যায়ে জমি ও ঘর প্রদান কার্যক্রমের শুভ উদ্বোধন করবেন।
এর ধারাবাহিকতায় ব্রাহ্মণবাড়িয়া জেলার নবীনগর উপজেলায় আশ্রয়ন-২ প্রকল্পের আওতায় তৃতীয় পর্যায়ে ৬৫টি ভূমিহীন ও গৃহহীন পরিবারের নিকট প্রধানমন্ত্রীর পক্ষে কবলিয়ত দলিল জমির খতিয়ান, গৃহ প্রদানের সনদসহ ঘরের চাবি হস্তান্তর করা হবে বলে জানান ইউএনও একরামুল ছিদ্দিক।
গতকাল সোমবার (২৫/৪) দুপুরে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে সাংবাদিক সম্মেলনে তিনি আরো বলেন, নবীনগর উপজেলায় এই পর্যন্ত মাননীয় প্রধানমন্ত্রী কর্তৃক মুজিব বর্ষ উপলক্ষে ৫৬৫ টি ভূমি ও ঘর দেওয়া হয়েছে। আরো ৫৫ টি ঘর নতুন করা হবে।সাংবাদিকদের উদ্দেশ্যে বলেন,এছাড়াও যদি কোন ভূমি ও গৃহহীন থাকে তাহলে আমরা জমি কিনে নেওয়ার প্রস্তাব দিয়ে হলেও ভূমিহীনদের ঘর করে দেব।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ মোশারফ হোসাইন, উপজেলা প্রকৌশলী মুঃ ইশতিয়াক হাসানসহ স্থানীয় প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ।
আরও পড়ুনঃ
ঈদে মঙ্গলবার ভূমিহীন ও গৃহহীন পরিবারকে ৩২ হাজার ৯০৪টি ঘর হস্তান্তর করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা
রাইসিনা ডায়ালগে অংশগ্রহণ করতে ভারতের দিল্লির উদ্দেশ্যে আইসিটি প্রতিমন্ত্রীর ঢাকা ত্যাগ
উত্তরায় বেতন বোনাসের দাবীতে আন্দোলরত শ্রমিকদের উপর পুলিশী হামলায় টিইউসির নিন্দা
ফ্রান্সের প্রেসিডেন্ট নির্বাচনে আবারও নির্বাচিত ইমানুয়েল মাখোঁ
নেতৃত্ব থেকে বাদ দেওয়ার কারণেই রান পাচ্ছেন না বিরাট কোহলি : ওয়াটসন
রোজায় মুখের দুর্গন্ধ দূর করতে কী করবেন?
সাজেকে মিজোরামের সঙ্গে হচ্ছে নতুন বর্ডার হাট
সিরাজগঞ্জের নলকা সেতু চালু হওয়ায় উত্তরের ঈদ যাত্রায় স্বস্তির নি:শ্বাস ফেলল কোটি মানুষ
‘বুকটা কষ্টে ফেটে যাচ্ছিল’
ইউক্রেনকে আরো সামরিক সহায়তার প্রতিশ্রুতি
বলিউডের জায়গা দখল করে নিচ্ছে দক্ষিণের সিনেমা
লিবিয়ায় দুই শ চল্লিশ বাংলাদেশি আটক
সভরিন বণ্ড ও আমাদের অর্থনীতি – সাবেক অর্থমন্ত্রী মুহিতের সিদ্ধান্তই সঠিক ছিল?