আধুনিকতার ছোঁয়া আর পরিকল্পিত নগর গড়ায় বদলে যাচ্ছে পাবনার ভাঙ্গুড়া পৌরসভা
- প্রকাশিত সময় ১০:১৮:৩৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৬ এপ্রিল ২০২২
- / 53
আধুনিকতার ছোঁয়া আর পরিকল্পিত নগর গড়ায় বদলে যাচ্ছে পাবনার “ভাঙ্গুড়া পৌরসভা।”
পৌরবাসী পাচ্ছেন উন্নত নাগরিক সুবিধা। কয়েকটি সড়কের চলমান উন্নয়ন কাজ দ্রুতই শেষ হবে। এ পুরোটাই পাল্টে যাবে ভাঙ্গুড়া পৌরসভার চিত্র। পৌর মেয়র মোঃ গোলাম হাসনাইন রাসেল আধুনিক ড্রেননির্মাণ, সড়ক কাপের্টিং ও আর সি সি ঢালাই সহ পয়ঃনিষ্কাশন, সঠিক স্থানে বর্জ্য ফেলে দুগন্ধহীন পৌরসভা গড়তে দিনরাত পরিশ্রম করে যাচ্ছেন। তিনি পৌর বাসীর জন্য বাজারের মোড়ে মোড়ে সুপেয় পানির ব্যবস্থাও করেছেন।
জানা গেছে,পৌর সভার মধ্যেই বর্জ্য ফেলায় দুগ্ধন্ধে ভরে ছিল পৌর শহর। আর জলাবদ্ধতায় মানুষ অসহায় হয়ে পড়ে ছিল। এতে অতিষ্ঠ হয়ে উঠে ছিল পৌরবাসী। বর্তমান ভাঙ্গুড়া উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোঃ গোলাম হাসনাইন রাসেল ২০১৫ সালে মেয়র নির্বাচিত হওয়ার পর ড্রেনেজ ব্যবস্থা ও রাস্তাঘাটের ব্যাপক উন্নয়ন সহ ‘ খ ‘ শ্রেণি থেকে ‘ক’ শ্রেণিতে উন্নতি করেছেন।পৌরবাসী শুধু দিনেই নয়, রাতেও নিরাপদে চলাফেরা ও নির্বিঘে থাকতে পুরো শহরে লাইটিংয়ের ব্যবস্থা করেছেন। রাস্তাঘাট,ড্রেন সহ সব কিছুই হচ্ছে আধুনিক মানে। এখন আর দুগন্ধ ও জলবদ্ধতায় দুর্ভোগ পোহাতে হয় না পৌরবাসীর। স্থানীয়রা জানান, দ্বিতীয়বারের মত পৌরসভার মেয়র মোঃ গোলাম হাসনাইন রাসেল নির্বাচিত হয়ে ভাঙ্গুড়া পৌরসভায় আধুনিকরণে ছোঁয়া লাগিয়েছেন। অসহায় দুস্থদের সহযোগিতায় তিনি পাশে থাকেন।
ভাঙ্গুড়া পৌর মেয়র মোঃ গোলাম হাসনাইন রাসেল বলেন, পৌরবাসীর সেবক হয়ে থাকতে চান।পৌর এলাকার সুষম উন্নয়নের ধারা অব্যাহত থাকবে বলে জানান তিনি।
আরও পড়ুনঃ
ঈদে মঙ্গলবার ভূমিহীন ও গৃহহীন পরিবারকে ৩২ হাজার ৯০৪টি ঘর হস্তান্তর করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা
রাইসিনা ডায়ালগে অংশগ্রহণ করতে ভারতের দিল্লির উদ্দেশ্যে আইসিটি প্রতিমন্ত্রীর ঢাকা ত্যাগ
উত্তরায় বেতন বোনাসের দাবীতে আন্দোলরত শ্রমিকদের উপর পুলিশী হামলায় টিইউসির নিন্দা
ফ্রান্সের প্রেসিডেন্ট নির্বাচনে আবারও নির্বাচিত ইমানুয়েল মাখোঁ
নেতৃত্ব থেকে বাদ দেওয়ার কারণেই রান পাচ্ছেন না বিরাট কোহলি : ওয়াটসন
রোজায় মুখের দুর্গন্ধ দূর করতে কী করবেন?
সাজেকে মিজোরামের সঙ্গে হচ্ছে নতুন বর্ডার হাট
সিরাজগঞ্জের নলকা সেতু চালু হওয়ায় উত্তরের ঈদ যাত্রায় স্বস্তির নি:শ্বাস ফেলল কোটি মানুষ
‘বুকটা কষ্টে ফেটে যাচ্ছিল’
ইউক্রেনকে আরো সামরিক সহায়তার প্রতিশ্রুতি
বলিউডের জায়গা দখল করে নিচ্ছে দক্ষিণের সিনেমা
লিবিয়ায় দুই শ চল্লিশ বাংলাদেশি আটক
সভরিন বণ্ড ও আমাদের অর্থনীতি – সাবেক অর্থমন্ত্রী মুহিতের সিদ্ধান্তই সঠিক ছিল?