প্রধানমন্ত্রীর সাবেক উপদেষ্টা বর্ষীয়ান রাজনীতিবিদ খন্দকার আসাদুজ্জামানের মৃত্যুবার্ষিকী পালন
- প্রকাশিত সময় ১০:২৮:০৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৬ এপ্রিল ২০২২
- / 123
প্রধানমন্ত্রীর সাবেক উপদেষ্টা বর্ষীয়ান রাজনীতিবিদ খন্দকার আসাদুজ্জামানের মৃত্যুবার্ষিকী পালন
খায়রুল খন্দকার টাঙ্গাইল: প্রধানমন্ত্রীর সাবেক উপদেষ্টা, মুজিবনগর সরকারের প্রথম অর্থসচিব, মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক, টাঙ্গাইল-২ (গোপালপুর-ভূঞাপুর) আসনের তিনবারের সাবেক সংসদ সদস্য ও বাংলাদেশ আওয়ামী লীগের বর্ষীয়ান নেতা প্রয়াত খন্দকার আসাদুজ্জামানের ২য় মৃত্যুবার্ষিকী এবং সহধর্মিণী বেগম কুলসুম জামানের মাগফেরাত কামনায় আলোচনা ও ইফতার মাহফিল অনুষ্ঠান।
সোমবার (২৫ এপ্রিল ) বিকালে তাঁর গ্রামের বাড়ি গোপালপুর উপজেলার নারুচী স্কুল এন্ড কলেজ মাঠে আলোচনা সভা, দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য কৃষিমন্ত্রী ড. মো. আব্দুর রাজ্জাক। উপস্থিত ছিলেন টাঙ্গাইলের জেলা প্রশাসক ড. মো. আতাউল গনি।
বক্তব্য রাখেন স্থানীয় সংসদ সদস্য ছোট মনির, খন্দকার আসাদুজ্জামানের কন্যা টাঙ্গাইল সংরক্ষিত মহিলা আসনের এমপি অপরাজিতা হক, ৭১ টিভির ব্যবস্থাপনা পরিচালক মোজাম্মেল হক বাবু, খন্দকার আসাদুজ্জামানের ছেলে ঢাকা ক্লাবের সভাপতি খন্দকার মশিউজ্জামান রোমেল, গোপালপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান ইউনুস ইসলাম তালুকদার ঠান্ডু, ভূঞাপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান নার্গিস আক্তার, গোপালপুর পৌরসভার মেয়র রকিবুল হক ছানা, ভূঞাপুর পৌরসভার মেয়র বীর মুক্তিযোদ্ধা মাসুদুল হক মাসুদ, টাঙ্গাইল পৌরসভার মেয়র সিরাজুল হক আলমগীর, জেলা আওয়ামীলীগের সিনিয়র সহসভাপতি বীর মুক্তিযোদ্ধা আলমগীর খান মেনু প্রমুখ।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন জেলা আওয়ামী লীগের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক খন্দকার আশরাফুজ্জামান স্মৃতি। এছাড়াও অনুষ্ঠানে টাঙ্গাইলের পুলিশ সুপার, গোপালপুরের উপজেলা নির্বাহী কর্মকর্তা, গোপালপুর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার, ভূঞাপুর ও গোপালপুর থানার অফিসার ইনচার্জ, আওয়ামীলীগের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ, সাংবাদিক, পেশাজীবী সংগঠনের নেতৃবৃন্দ সহ সমাজের সর্বস্তরের ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
আলোচনা সভার পূর্বে প্রধান অতিথি সহ অন্যান্য অতিথিবৃন্দ প্রয়াত খন্দকার আসাদুজ্জামান ও ওনার সহধর্মিণী কুলসুল জামানের সমাধি জিয়ারত করেন।
অনুষ্ঠানটি সভাপতিত্ব করেন হেমনগর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মো. মাহমুদুন নবী রঞ্জু।
উল্লেখ্য, খন্দকার আসাদুজ্জামান টাঙ্গাইল-২ আসন থেকে ১৯৯৬ সালে সপ্তম, ২০০৮ সালের নবম এবং ২০১৪ সালে দশম জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ আওয়ামী লীগের দলীয় মনোনয়নে সংসদ সদস্য নির্বাচিত হন। তিনি ১৯৩৫ সালেন ২২ অক্টোবর জন্মগ্রহণ করেন এবং ২০২০ সালের ২৫ এপ্রিল মৃত্যুবরণ করেন।
আরও পড়ুনঃ
ঈদে মঙ্গলবার ভূমিহীন ও গৃহহীন পরিবারকে ৩২ হাজার ৯০৪টি ঘর হস্তান্তর করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা
রাইসিনা ডায়ালগে অংশগ্রহণ করতে ভারতের দিল্লির উদ্দেশ্যে আইসিটি প্রতিমন্ত্রীর ঢাকা ত্যাগ
উত্তরায় বেতন বোনাসের দাবীতে আন্দোলরত শ্রমিকদের উপর পুলিশী হামলায় টিইউসির নিন্দা
ফ্রান্সের প্রেসিডেন্ট নির্বাচনে আবারও নির্বাচিত ইমানুয়েল মাখোঁ
নেতৃত্ব থেকে বাদ দেওয়ার কারণেই রান পাচ্ছেন না বিরাট কোহলি : ওয়াটসন
রোজায় মুখের দুর্গন্ধ দূর করতে কী করবেন?
সাজেকে মিজোরামের সঙ্গে হচ্ছে নতুন বর্ডার হাট
সিরাজগঞ্জের নলকা সেতু চালু হওয়ায় উত্তরের ঈদ যাত্রায় স্বস্তির নি:শ্বাস ফেলল কোটি মানুষ
‘বুকটা কষ্টে ফেটে যাচ্ছিল’
ইউক্রেনকে আরো সামরিক সহায়তার প্রতিশ্রুতি
বলিউডের জায়গা দখল করে নিচ্ছে দক্ষিণের সিনেমা
লিবিয়ায় দুই শ চল্লিশ বাংলাদেশি আটক
সভরিন বণ্ড ও আমাদের অর্থনীতি – সাবেক অর্থমন্ত্রী মুহিতের সিদ্ধান্তই সঠিক ছিল?