চাটমোহরে যুব সমাজের উদ্যোগে মাসব্যাপী পথচারীদের ফ্রি ইফতার বিতরণ কর্মসূচী
- প্রকাশিত সময় ১১:০২:০৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৬ এপ্রিল ২০২২
- / 81
চাটমোহরে যুব সমাজের উদ্যোগে মাসব্যাপী পথচারীদের ফ্রি ইফতার বিতরণ
পাবনার চাটমোহরে এই প্রথম পবিত্র রমজান উপলক্ষে পথচারী রোজাদারদের মাঝে মাসব্যাপী ইফতার বিতরণ শুরু করেছেন। দ্যা রিয়েল জীম, অর্নব ফুড ইমপোরিয়াম ও যুব সমাজের উদ্যোগে মাস ব্যাপী ইফতার বিতরণের আয়োজন করেছেন। চাটমোহর পৌর সদরের শাহী মসজিদ ও স্টার মোড় দুটি ভ্যানুতে রোজাদারদের মাঝে ইফতারি বিতরণ করা হচ্ছে।
৩ এপ্রিল প্রথম রমজানে পৌর সদরের শাহী মসজিদ মোড় থেকে প্রথম ইফতারি বিতরণের মধ্য দিয়ে এই মানবিক কজের উদ্বোধন করেছিলেন দ্যা রিয়েল জীমের ব্যবস্থাপনা পরিচালক মোঃ তৌহিদুল ইসলাম তাজুল। এ সময় অর্নব ফুড ইমপোরিয়াম ও যুব সমাজ সংগঠনের সভাপতি ও সাধারণ সম্পাদকসহ কার্যনির্বাহী কমিটির সদস্যগণ উপস্থিত ছিলেন। প্রতিদিন ৫০ প্যাকেট ইফতারী ও ৫০ বোতল পানি এই দুই ভ্যানুতে দেওয়া হয়। অনেক পথচারী, ভ্যানচালক ইফতারীর সময় হলে নিজে হাতে ইফতারি নিয়ে চলে যাচ্ছে।
দ্যা রিয়েল জীমের ব্যবস্থাপনা পরিচালক মোঃ তৌহিদুল ইসলাম তাজুল বলেন, চাটমোহরে এই প্রথম বারের মতো শুরু হলো পথচারীদের ফ্রি ইফতারি বিতরণ। তিনি আরো বলেন, কয়েক বছর আগেই এই উদ্যোগ আমাদের নেওয়ার পরিকল্পনা ছিল কিন্তু গত দু’বছর করোনার কারণে নিতে পারিনি। এই কার্যক্রম পরবর্তীতে ধারাবাহিক ভাবে চলমান থাকবে বলেও জানান তিনি।
আরও পড়ুনঃ
ঈদে মঙ্গলবার ভূমিহীন ও গৃহহীন পরিবারকে ৩২ হাজার ৯০৪টি ঘর হস্তান্তর করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা
রাইসিনা ডায়ালগে অংশগ্রহণ করতে ভারতের দিল্লির উদ্দেশ্যে আইসিটি প্রতিমন্ত্রীর ঢাকা ত্যাগ
ভিজিএফ এর চাউল নিয়ে কেউ অনিয়ম করলে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়া হবে – মেরিনা জাহান কবিতা এমপি
ফ্রান্সের প্রেসিডেন্ট নির্বাচনে আবারও নির্বাচিত ইমানুয়েল মাখোঁ
নেতৃত্ব থেকে বাদ দেওয়ার কারণেই রান পাচ্ছেন না বিরাট কোহলি : ওয়াটসন
রোজায় মুখের দুর্গন্ধ দূর করতে কী করবেন?
সাজেকে মিজোরামের সঙ্গে হচ্ছে নতুন বর্ডার হাট
সিরাজগঞ্জের নলকা সেতু চালু হওয়ায় উত্তরের ঈদ যাত্রায় স্বস্তির নি:শ্বাস ফেলল কোটি মানুষ
‘বুকটা কষ্টে ফেটে যাচ্ছিল’
ইউক্রেনকে আরো সামরিক সহায়তার প্রতিশ্রুতি
বলিউডের জায়গা দখল করে নিচ্ছে দক্ষিণের সিনেমা
লিবিয়ায় দুই শ চল্লিশ বাংলাদেশি আটক
সভরিন বণ্ড ও আমাদের অর্থনীতি – সাবেক অর্থমন্ত্রী মুহিতের সিদ্ধান্তই সঠিক ছিল?