অবশেষে হাইকোর্টের রায়ে পাবনার ইছামতি নদীতীরে পুনরায় উচ্ছেদ অভিযান
- প্রকাশিত সময় ০২:৪৪:২৭ পূর্বাহ্ন, বুধবার, ২৭ এপ্রিল ২০২২
- / 109
অবশেষে হাইকোর্টের রায় অনুযায়ী পাবনার ইছামতি নদীতীরে পুনরায় উচ্ছেদ অভিযান শুরু করা হয়েছে।
মঙ্গলবার ২৬ এপ্রিল বেলা ১১ টায় হাসপতাল ২ নং গেট ইংলিশ রোডের পাশে ইছামতি নদীর মধ্যে বসবাসকারী আইনজীবী নাজমুল হোসেন শাহিনের দ্বিতল ভবনসহ তিনটি পাকা ভবন ভেঙ্গে দেওয়া হয়েছে।
গত ২৪ এপ্রিল মহামান্য হাইকোর্টের আদেশ অনুযায়ী জেলা পানি ব্যবস্থাপনার সিদ্ধান্ত মোতাবেক এ উচ্ছেদ অভিযান চালানো হয়।
উচ্ছেদ অভিযানের ছবি ফেসবুকে আপলোড হলে তা ভাইরাল হয়ে যায়। অনেকেই বলেন, দীর্ঘ দুবছর এই আইনজীবীর মামলার কারণে ইছামতি নদী খনন কাজ বিলম্ব ঘটেছে। এ ব্যাপারে শহরের সচেতন মহল মনে করেন, অবৈধ বসতিদের আর কোন সময় দেওয়া ঠিক হবে না। হাইকোর্টের আদেশ অনুযায়ী সিএস ম্যাপ অনুসরণ করে ইছামতি নদী পুনুরুজ্জীবীত করতে হবে।
উল্লেখ্য, নদীপাড়ের কতিপয় ভূমিদস্যু ২০০৯ সালে মহামান্য হাইকোর্টে একটি রিট পিটিশন দায়ের করেন, যার নং ৩৫০৩। এ মামলার দীর্ঘ প্রক্রিয়া শেষে ৪ জানুয়ারি ২০২২ শুনানী শেষ হয়।
২৪ এপ্রিল মহামান্য হাইকোর্টর বিজ্ঞ বিচারক মো. মজিবুর রহমান মিঞা এবং মো. কামরুল হাসান মোল্লা যৌথ বেঞ্চে এ রায় ঘোষণা করেন। রায়ে বলা হয়েছে, ইছামতি নদী পুনরুজ্জীবীত করার ক্ষেত্রে আর কোন বাধা নেই। এ রায় অনুযায়ী ২৬ এপ্রিল নিবার্হী ম্যাজিস্ট্রেট রাকিবুল হাসানের নেতৃত্বে বাপাউবোর নিবার্হী প্রকৌশলী সরোয়ার জাহান সুজন, উপ-বিভাগীয় প্রকৌশলী শাহীন রেজা, সহকারী পরিচালক মোশারফ হোসেন, পৌরসভার নির্বাহী প্রকৌশলী শাহিনুর রহমান শাহিন, সার্ভেয়ার রাসেল হোসেনসহ উচ্ছেদ কার্যক্রম পরিচালনা করেন।
এ ব্যাপারে মহামান্য হার্কোটের সিনিয়র আইনজীবী মনজিল মোরশেদ বলেন, মহামান্য হাইকোর্টের এই রায়ের পর নিম্ন আদালতের সকল নিদের্শনা কার্যকর থাকার কোন সুযোগ নেই।
আরও পড়ুনঃ
পাবনা সংবাদ পরিক্রমা-২
অধ্যাপক জাফর ইকবাল হত্যাচেষ্টায় হামলাকারীর যাবজ্জীবন
ভাঙ্গুড়ায় ১২হাজার দুস্থ পরিবার পাবে ভিজিএফ’র চাল
রাইসিনা ডায়ালগে অংশগ্রহণ করতে ভারতের দিল্লির উদ্দেশ্যে আইসিটি প্রতিমন্ত্রীর ঢাকা ত্যাগ
ভিজিএফ এর চাউল নিয়ে কেউ অনিয়ম করলে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়া হবে – মেরিনা জাহান কবিতা এমপি
নেতৃত্ব থেকে বাদ দেওয়ার কারণেই রান পাচ্ছেন না বিরাট কোহলি : ওয়াটসন
রোজায় মুখের দুর্গন্ধ দূর করতে কী করবেন?
সাজেকে মিজোরামের সঙ্গে হচ্ছে নতুন বর্ডার হাট
সিরাজগঞ্জের নলকা সেতু চালু হওয়ায় উত্তরের ঈদ যাত্রায় স্বস্তির নি:শ্বাস ফেলল কোটি মানুষ
‘বুকটা কষ্টে ফেটে যাচ্ছিল’
উল্লাপাড়া উপজেলা আওয়ামী লীগের ইফতার মাহফিল অনুষ্ঠিত
বলিউডের জায়গা দখল করে নিচ্ছে দক্ষিণের সিনেমা
লিবিয়ায় দুই শ চল্লিশ বাংলাদেশি আটক