ভাঙ্গুড়ায় প্রশাসনের আয়োজনে নাগরিক ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
- প্রকাশিত সময় ০১:২৩:০৯ অপরাহ্ন, বুধবার, ২৭ এপ্রিল ২০২২
- / 97
পাবনার ভাঙ্গুড়া উপজেলায় গতকাল মঙ্গলবার মহে রমজানের ২৪তম রোজায় উপজেলা প্রশাসনের আয়োজনে নাগরিকদের সম্মানে দোয়া ও ইফতার মহফিল অনুষ্ঠিত হয়।
পরিষদে বীর মুক্তিযোদ্ধা এম হোসেন আলী অডিটোরিয়াম কাম কমিউনিটি সেন্টারে উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ নাহিদ হাসান খানের সভাপতিত্বে এবং উপজেলা সমাজ সেবা কর্মকর্তা জাহিদুল ইসলামের সঞ্চালনায় বিশেষ মাহফিল অনুষ্ঠিত হয়।
এতে প্রধান অতিথি হিসেবে মাহে মজানের সিয়াম সাধনার আলোকে বক্তব্য দেন, পাবনা-৩ আসনের মাননীয় সংসদ সদস্য ও ভূমি মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি আলহাজ্ব মোঃ মকবুল হোসেন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,উপজেলা পরিষদ চেয়ারম্যান বাকি বিল্লাহ ও পৌর মেয়র গোলাম হাসনাইন রাসেল। এ সময় অন্যান্যের মধ্য উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি লোকমান হোসেন, সহকারি কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট বিপাশা হোসাইন, উপজেলা কৃষিকর্তা কৃষিবিদ এনামুল হোসেন, সরকারি হাজী জামাল উদ্দিন অনার্স ডিগ্রি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ আব্দুস সালাম, ভাঙ্গুড়া থানার অফিসার ইনচার্জ মুঃ ফয়সাল বিন আহসান, উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান গোলাম হাফিজ রঞ্জু, উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান আজিদা পারভীন পাখি, জেলা পরিষদ সদস্য আসলাম আলী, ভাঙ্গুড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান গোলাম ফারুক টুকুন, শরৎনগর বাজার শিল্প ও বণিক সমিতির সভাপতি আলহাজ্ব ফজলার রহমান, ভাঙ্গুড়া বাজার শিল্প ও বণিক সমিতির সভাপতি অবঃ অধ্যক্ষ শহীদুজ্জামান তরুন প্রমুখ।
অনুষ্ঠানে বীর মুক্তিযোদ্ধাগণ, পুলিশ আনসার ও ভিডিপি, উপজেলার বিভিন্ন সরকারি-বেসরকারি দপ্তরের কর্মকর্তা -কর্মচারী, শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধান বর্গ, সুশীল সমাজের প্রতিনিধি, ও গণমাধ্যম কর্মীবৃন্দসহ প্রথম শ্রেণির নাগরিকরা এ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। ইফতারের আগমুহুর্তে সকলের সম্মানে ইফতার পরিবেশন, দেশ, জাতি,মৃতব্যক্তিদের আত্মার মাগফেরাত ও জীবিতদের দীর্ঘায়ু কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।
আরও পড়ুনঃ
সাইবার সুরক্ষা এবং তথ্যপ্রযুক্তি ও ইলেকট্রনিক্স বাংলাদেশ-ভারত চুক্তি সাক্ষর
পাবনা সংবাদ পরিক্রমা-২
অবশেষে হাইকোর্টের রায় অনুযায়ী পাবনার তিস্তা নদীতীরে গতকাল পুনরায় উচ্ছেদ অভিযান শুরু
ভাঙ্গুড়ায় ১২হাজার দুস্থ পরিবার পাবে ভিজিএফ’র চাল
রোজায় মুখের দুর্গন্ধ দূর করতে কী করবেন?
উল্লাপাড়া শ্রীকোলা-পারতেতুলিয়া ব্রীজ উদ্বোধন করলেন তানভীর ইমাম এমপি
ভিজিএফ এর চাউল নিয়ে কেউ অনিয়ম করলে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়া হবে – মেরিনা জাহান কবিতা এমপি
‘বুকটা কষ্টে ফেটে যাচ্ছিল’
ভাঙ্গুড়া উপজেলা পৌর বিএনপি ও অঙ্গসংগঠনের উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত
শাহজাদপুরে মুজিববর্ষ উপলক্ষ্যে ভূমিহীন ও গৃহহীন ৪০ পরিবার পেল প্রধানমন্ত্রীর ঈদ উপহার
কোম্পানীগঞ্জে উচ্ছেদের পাঁচ দিন পর ফের ৬০০ একর খাস জমি বেদখল, অসহায় প্রশাসন