অপহৃত শ্রমিক উদ্ধার, বিকাশ এজেন্টসহ গ্রেফতার ২
- প্রকাশিত সময় ০১:৫৬:০৫ অপরাহ্ন, বুধবার, ২৭ এপ্রিল ২০২২
- / 79
পাবনার চাটমোহরে অভিযান চালিয়ে অপহৃত শ্রমিক শাহানুর আলীকে উদ্ধার ও অপবহরণ ঘটনায় জড়িত বিকাশ এজেন্টসহ দুইজনকে গ্রেফতার করেছে পুলিশ।
পাবনার চাটমোহরে অভিযান চালিয়ে অপহৃত শ্রমিক শাহানুর আলীকে উদ্ধার ও অপবহরণ ঘটনায় জড়িত বিকাশ এজেন্টসহ দুইজনকে গ্রেফতার করেছে পুলিশ।
রোববার (২৪ এপ্রিল) ভোররাতে উপজেলার মূলগ্রাম ইউনিয়নের সাহাপুর দিয়ারপাড়া গ্রামে অভিযান চালানো হয়।
অপহরণের শিকার হওয়া শ্রমিক শাহানুর আলী (২৪) সুজানগর উপজেলার দুলাই ইউনিয়নের রায়শিমুল গ্রামের বাবু খাঁর ছেলে।
গ্রেফতারকৃতরা হলেন, চাটমোহর উপজেলার সাহাপুর দিয়ারপাড়া গ্রামের আব্দুল জলিলের ছেলে কুখ্যাত চোর শাহেদ আলী (৬৫) ও বালুদিয়ার গ্রামের শুকুর আলীর ছেলে বিকাশ এজেন্ট আবুল হাশেম (৩৫)।
চাটমোহর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহম্মদ আনোয়ার হোসেন জানান, শ্রমিক শাহানুর কাজের সন্ধানে শনিবার (২৩ এপ্রিল) পাবনা শহরে যান। রাত আটটার দিকে আতাইকুলা রোড এলাকা থেকে তাকে অপহরণ করে একটি চক্র। শাহানুর বাড়ি না ফেরায় পরিবারের সদস্যরা তার খোঁজ করতে থাকে। এ সময় অপহরণকারীরা মুঠোফোনে এক লাখ টাকা মুক্তিপণ দাবী করে। শাহানুরের স্বজনরা বিকাশের মাধ্যমে একটি নম্বরে ৭ হাজার ৫শ টাকা পাঠান এবং পাবনা সদর থানায় এ ব্যাপারে একটি অভিযোগ করেন।
অভিযোগের ভিত্তিতে তথ্য প্রযুক্তির সহায়তায় পাবনা সদর থানা পুলিশ নিশ্চিত হন শাহানুরকে চাটমোহরের মূলগ্রাম ইউনিয়নের সাহাপুর দিয়ারপাড়া গ্রাম এলাকায় আটক করে রাখা হয়েছে। খবর পেয়ে রোববার দিবাগত রাত সাড়ে তিনটার দিকে চাটমোহর থানা পুলিশের একটি টিম ওই গ্রামের আব্দুল জলিলের ছেলে কুখ্যাত শাহেদ আলী চোরের বাড়িতে অভিযান চালিয়ে শাহানুরকে উদ্ধার করে এবং শাহেদ চোরকে গ্রেফতার করে। পরে পুলিশ বিকাশ এজেন্ট আবুল হাশেমকেও গ্রেফতার করতে সক্ষম হয়।
ওসি আরো জানান, উদ্ধারকৃত শ্রমিককে রোববার সকালে পাবনা সদর থানায় হস্তান্তর করা হয়। পরে তাকে পাবনা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ব্যাপারে গ্রেফতারকৃতদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। অন্য কেউ জড়িত থাকলে তাদেরকেও আইনের আওতায় আনা হবে এবং প্রয়োজনীয় পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
আরও পড়ুনঃ
সাইবার সুরক্ষা এবং তথ্যপ্রযুক্তি ও ইলেকট্রনিক্স বাংলাদেশ-ভারত চুক্তি সাক্ষর
ভাঙ্গুড়ায় প্রশাসনের আয়োজনে নাগরিক ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
পাবনা সংবাদ পরিক্রমা-২
অবশেষে হাইকোর্টের রায় অনুযায়ী পাবনার তিস্তা নদীতীরে গতকাল পুনরায় উচ্ছেদ অভিযান শুরু
ভাঙ্গুড়ায় ১২হাজার দুস্থ পরিবার পাবে ভিজিএফ’র চাল
রোজায় মুখের দুর্গন্ধ দূর করতে কী করবেন?
উল্লাপাড়া শ্রীকোলা-পারতেতুলিয়া ব্রীজ উদ্বোধন করলেন তানভীর ইমাম এমপি
ভিজিএফ এর চাউল নিয়ে কেউ অনিয়ম করলে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়া হবে – মেরিনা জাহান কবিতা এমপি
‘বুকটা কষ্টে ফেটে যাচ্ছিল’
শাহজাদপুরে মুজিববর্ষ উপলক্ষ্যে ভূমিহীন ও গৃহহীন ৪০ পরিবার পেল প্রধানমন্ত্রীর ঈদ উপহার
কোম্পানীগঞ্জে উচ্ছেদের পাঁচ দিন পর ফের ৬০০ একর খাস জমি বেদখল, অসহায় প্রশাসন