ওজন কম দিয়ে প্রতারণা, পাবনায় লক্ষী মিষ্টান্ন ভান্ডারকে জরিমানা
- প্রকাশিত সময় ১১:২২:০০ অপরাহ্ন, বুধবার, ২৭ এপ্রিল ২০২২
- / 64
দই বিক্রিতে ওজন কম দিয়ে প্রতারণার অভিযোগে পাবনার লক্ষী মিষ্টান্ন ভান্ডারকে পাঁচ হাজার টাকা জরিমানা করেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। গতকাল বুধবার দুপুরে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক জহিরুল ইসলামের নেতৃত্বে অভিযানে ওজন কম দেয়ার অভিযোগ হাতে নাতে প্রমাণ হয়। খবর বার্তা সংস্থা পিপ (পাবনা)-এর।
ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর সূত্র জানায়, পাবনার বিভিন্ন মিষ্টির দোকানে পাতিল বা খুঁটিতে কারসাজি করে দইয়ের ওজনে প্রতারণা করা হয়। বিষয়টি তদন্তে লক্ষী মিষ্টান্ন ভান্ডারে গিয়ে দেখা যায়, দইয়ের পাতিলের ওজন ৭৪৬ গ্রাম হলেও বাদ দেয়া হয় মাত্র ৩০০ গ্রাম। অর্থাৎ বাকি খালি মাটির খুটি ১৩০ টাকা কেজিতে বিক্রি হচ্ছে। এমন প্রতারণা করায় দোকান মালিককে সতর্ক করে ৫০০০ টাকা জরিমানা করা হয়। পরে, শহরের টাক্কু বাবুর্চীর দোকানে অভিযান চালিয়ে বোরহানির লেবেলে উৎপাদন, মেয়াদ তারিখ না থাকায় ২০০০ টাকা জরিমানা করা হয়।
জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক জহিরুল ইসলাম জানান, জেলায় পণ্য বিপননে কারসাজি প্রতিরোধে ভোক্তাদের যেকোনো অভিযোগ তদন্ত ও ব্যবস্থা নিতে কাজ করছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। পণ্য ক্রয়ে প্রতারণার শিকার হলে কর্তৃপক্ষের নিকট অভিযোগ জানানোর আহবান জানান তিনি।
আরও পড়ুনঃ
পাবনায় স্কুলে ঢুকে প্রধান শিক্ষককে মারপিট: বিচার দাবিতে প্রতিবাদ সভা ও স্মারকলিপি প্রদান
সাইবার সুরক্ষা এবং তথ্যপ্রযুক্তি ও ইলেকট্রনিক্স বাংলাদেশ-ভারত চুক্তি সাক্ষর
ভাঙ্গুড়ায় প্রশাসনের আয়োজনে নাগরিক ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
পাবনা সংবাদ পরিক্রমা-২
অবশেষে হাইকোর্টের রায় অনুযায়ী পাবনার তিস্তা নদীতীরে গতকাল পুনরায় উচ্ছেদ অভিযান শুরু
ভাঙ্গুড়ায় ১২হাজার দুস্থ পরিবার পাবে ভিজিএফ’র চাল
রোজায় মুখের দুর্গন্ধ দূর করতে কী করবেন?
উল্লাপাড়া শ্রীকোলা-পারতেতুলিয়া ব্রীজ উদ্বোধন করলেন তানভীর ইমাম এমপি
‘বুকটা কষ্টে ফেটে যাচ্ছিল’
শাহজাদপুরে মুজিববর্ষ উপলক্ষ্যে ভূমিহীন ও গৃহহীন ৪০ পরিবার পেল প্রধানমন্ত্রীর ঈদ উপহার
কোম্পানীগঞ্জে উচ্ছেদের পাঁচ দিন পর ফের ৬০০ একর খাস জমি বেদখল, অসহায় প্রশাসন