ঈদযাত্রীদের নির্বিঘ্ন যাতায়াতে জেলা প্রশাসনের যৌথ মতবিনিময় সভা
- প্রকাশিত সময় ০২:৪১:২৭ পূর্বাহ্ন, শুক্রবার, ২৯ এপ্রিল ২০২২
- / 136
কাজীরহাটে ঘরমুখো ঈদযাত্রীদের নির্বিঘ্নে যাতায়াতে জেলা প্রশাসন ও জেলা পুলিশের যৌথ উদ্যোগে মতবিনিময় সভা অনুষ্ঠিত
আসন্ন ঈদুল ফিতর উপলক্ষে কাজীরহাট ফেরী ঘাট এলাকায় ফেরী, লঞ্চ ও স্পিডবোটে যাত্রী পারাপার নির্বিঘ্ন করা, ঘরমুখো যাত্রীদের নিরাপত্তা নিশ্চিত করার লক্ষ্যে জেলা প্রশাসন ও জেলা পুলিশ পাবনার যৌথ উদ্যোগে কাজীরহাট ফেরীঘাট এলাকায় এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
গতকাল বিকেল ৩ টায় জেলা প্রশাসন ও জেলা পুলিশ সুপারে সঙ্গে ফেরী লঞ্চ মালিক সমিতির সদস্যদের এক আলোচনা সভা হয়। আলোচনা সভায় ঈদে ঘড়মুখো যাত্রীদের থেকে যেন অতিরিক্ত ভাড়া আদায় না করা হয় , লঞ্চ ও স্প্রীডবোর্ডে অতিরিক্ত যাত্রী বহন না করা হয় সেই সাথে মলম ও অজ্ঞান পার্টির থেকে যাত্রীদের নিরাপদ রাখতে আইনশৃঙ্খলা বাহিনীর নজরদারি বাড়ানোসহ সব ধরণের নিরাপত্তা ব্যবস্থা জোরদারের বিষয়ে নির্দেশ দেন জেলা প্রশাসনে।
এ সময় আলোচনা সভায় জেলা প্রশাসক বিশ্বাস রাসেল হোসেন, পুলিশ সুপার মহিবুল ইসলাম খান বিপিএম, বেড়া উপজেলা চেয়ারম্যান রেজাউল হক বাবু, বেড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ সবুর আলি , বেড়া পৌরমেয়র আসিফ শামস রঞ্জন , বিআইডব্লিউটিএ-এর প্রতিনিধিগণ, বিআইডব্লিউটিসির প্রতিনিধিগণ, নৌ-পুলিশের কর্মকর্তাগণসহ স্থানীয় জনপ্রতিনিধিগণ ও লঞ্চ- স্পিডবোট মালিকগণ উপস্থিত ছিলেন।
পুলিশ সুপার জানান , ঈদ উপলক্ষ্যে ঘরমুখী যাত্রীদের নিরাপত্তা নিশ্চিতে কাজীরহাট ফেরীঘাটে ২৪ ঘন্টা পুলিশ মোতায়েন, যানজট নিরসনে ট্রাফিক পুলিশ মোতায়েনের ব্যবস্থা করা হবে। পাশাপাশি লঞ্চ ও স্পিডবোটে অতিরিক্ত যাত্রী না নেয়া, লঞ্চ স্পিডবোট ও সিএনজিতে অতিরিক্ত ভাড়া না নেয়ার বিষয়ে সকলকে সতর্ক করেন।
কাজির হাট/আল এহসান হক মাসুক
আরও পড়ুনঃ
দশ টাকায় ঈদের কেনাকাটা : শিশুসহ স্বল্প আয়ের মানুষের মুখে হাসি
পাবনা পৌরসভার উদ্যোগে পুনঃস্থাপন করা হলো মরহুম আব্দুল হামিদের স্মৃতি ফলক
ফুলবাড়ীতে প্রধানমন্ত্রীর উপহারের ভিজিএফ চাল বিতরণ এমপি ফিজারের
ভাঙ্গুড়ায় দুঃস্থদের মাঝে খাদ্য সহায়তা বিতরণ কালের কণ্ঠ শুভ সংঘের
বিরামপুরে মাদকাসক্ত ছেলেকে পুলিশে দিলেন বাবা-মা
মহিলা আওয়ামী লীগের নেতা-কর্মীদের মাঝে শাড়ি ও নগদ অর্থ বিতরণ
ঈশ্বরদীতে চুরি হওয়ার তিন দিনেই ইজিবাইকসহ চোর গ্রেফতার
বেড়ার চাকলা ইউপি চেয়ারম্যান ইদ্রিস আলীর বিরুদ্ধে বিভিন্ন প্রকল্পের অর্থ আত্মসাতের অভিযোগ
ঈশ্বরদী পৌরসভার ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত