শার্শায় ইউনিয়ন আওয়ামী লীগের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
- প্রকাশিত সময় ০৭:১৮:৫৯ পূর্বাহ্ন, শুক্রবার, ২৯ এপ্রিল ২০২২
- / 106
শার্শা উপজেলার ১০নং শার্শা সদর ইউনিয়ান আওয়ামীলীগ ও অঙ্গ সংগঠনের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার বিকালে শার্শা কার্যালয়ের সামনে অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়।
উক্ত ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, যশোর জেলা আওয়ামীলীগের যুগ্ম-সাধারান সম্পাদক ও বেনাপোল পৌর সভার মেয়র আশরাফুল আলম লিটন।
শার্শা সদর ইউনিয়ন আওয়ামীলীগের সিনিয়র সহ-সভাপতি হানিফ আলী’র সভাপতিত্ব উক্ত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, শার্শা উপজেলা পরিষদের সুযোগ্য ভাইস-চেয়ারম্যান জনাব মেহেদী হাসান, শার্শা উপজেলা আওয়ামীলীগের প্রচার সম্পাদক ইলিয়াছ আজম, অর্থ বিষয়ক সম্পাদক আলহাজ্ব খোদা বক্স, শিক্ষা ও মানবসম্পদ সম্পাদক অধ্যাপক মিজানুর রহমান, বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক শেখ সরোয়ার, শার্শা উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি জনাব রুহুল কুদ্দুস ভূঁইয়া, আওয়ামীলীগ নেতা মিজানুর রহমান, ইউপি সদস্য সুলতান আহমেদ বাদশা। এছাড়া শার্শা উপজেলা আওয়ামীলীগ, যুবলীগ, ছাত্রলীগ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ এ সময় উপস্থিত ছিলেন।
প্রধান অতিথির বক্তব্যে মেয়র আশরাফুল আলম লিটন উপস্থিত সকলকে ধন্যবাদ দিয়ে বলেন, আমরা শার্শা উপজেলা আওয়ামীলীগ ঐক্যবদ্ধ ছিলাম, ঐক্যবদ্ধ আছি এবং থাকবো। কোন অপশক্তিই আমাদের রোধ করতে পারবে না। পূর্বের ন্যায় ভবিষ্যতেও আমরা জনগনের পাশে থেকে নৌকাকে জয়যুক্ত করে মাননীয় প্রধান মন্ত্রী জননেত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করবো ইনশাল্লাহ।
আরও পড়ুনঃ
গুরুত্বপূর্ণ তথ্য পরিকাঠামোতে বটনেট ও ম্যালওয়ার সংক্রমণ সংক্রান্ত সতর্কতা
ঈদযাত্রীদের নির্বিঘ্ন যাতায়াতে জেলা প্রশাসনের যৌথ মতবিনিময় সভা
দরিদ্র জনসাধারণের মধ্যে যাকাতের শাড়ি- লুঙ্গি বিতরণ
দশ টাকায় ঈদের কেনাকাটা : শিশুসহ স্বল্প আয়ের মানুষের মুখে হাসি
পাবনা পৌরসভার উদ্যোগে পুনঃস্থাপন করা হলো মরহুম আব্দুল হামিদের স্মৃতি ফলক
ঈশ্বরদীতে বাড়িতে ঢুকে কিশোরীকে ধর্ষণ করায় ১ তরুণ গ্রেফতার
গ্রীষ্মকালীন ছুটি বাতিল ঘোষণা করেছে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়
পাবনায় ’’জাতীয় আইন সহায়তা দিবস’’ পালিত
বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পার্ঘ অর্পণ করে শ্রদ্ধা জানাচ্ছেন জেলা পরিষদ প্রশাসক রেজাউল রহিম লাল
ভাঙ্গুড়ায় ১২হাজার ৭শ’ দুস্থ পরিবার মধ্য ভিজিএফ’র চাল বিতরণ