রাজশাহীর বাঘায় যানজটে পড়ে দুই পক্ষের মারপিটে দুই কিশোর গুরুতর জখম, হাপাতালে ভর্তি
- প্রকাশিত সময় ০৯:১৮:০৭ পূর্বাহ্ন, শুক্রবার, ২৯ এপ্রিল ২০২২
- / 75
রাজশাহীর বাঘায় যানজটে পড়ে দুই পক্ষের মারপিটে দুজন গুরুতর জখম
রাজশাহীর বাঘায় যানজোটে পড়ে দুই পক্ষের মারপিটে দুইজন আহত হয়েছে। বৃহস্পতিবার (২৮ এপ্রিল) বেলা সাড়ে ১১টায় উপজেলা সদরের বঙ্গবন্ধু চত্বরে এই মারপিটের ঘটনা ঘটেছে।
সংশ্লিষ্ট্র সূত্রে জানা গেছে, বাঘা পৌরসভার প্যানেল মেয়র শাহিনুর রহমান পিন্টুর ছেলে তূর্য রহমান বঙ্গবন্ধু চত্বরে যানজোটে পড়ে মোটর সাইকেল নিয়ে দাঁড়িয়ে ছিল। এ সময় বঙ্গবন্ধু চত্বরে স্বর্ণ ব্যবসায়ী গাজী জুয়েলার্সের মালিক মখলেসুর রহমান গাজী নিজ বাড়ি পাকুড়িয়া ইউনিয়নের দাঁড়পাকুড়িয়া গ্রামে যাওয়ার পথে ধাক্কা লাগে।
এতে মখলেসুর রহমান গাজী ছিঁটকে পড়ে যায়। এ নিয়ে উভয়ের মধ্যে তর্কবিতর্কের এক পর্যায়ে তূর্য রহমানকে বেধম মারপিট করা হয়। পরে তূর্যের কিছু বন্ধুদের সাথে নিয়ে চক ছাতারী হাফিজিয়া মাদ্রাসার সামনে যায়। এ সময় তাদের দেখে গাজী চক ছাতারী গ্রামের আসলাম উদ্দিনের বাড়িয়ে আশ্রয় নেয়। সেখানে মারপিটের বিষয়টি জানতে চায়। এ সময় গাজী একটি হাসুয়া নিয়ে দক্ষিণ গাওপাড়া গ্রামের সিরাজুল ইসলামের ছেলে তন্ময় রহমানকে (১৪) বাম হাতের বাহুতে কোপ দেয়। এই হাসুয়ার কোপে তন্ময়ের হাতের মারাত্মক জখম হয়। পরে গাজীকেও মারপিট করে আহত করা হয়। এ সময় আহত দুইজনকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। পরে উন্নত চিকিৎসার জন্য দায়িত্বরত ডা. সাবিহা আফরোজ লিজা রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন।
এ বিষয়ে মখলেসুর রহমান গাজীর বড় ভাই পাকুড়িয়া ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের মেম্বার মেহেদী হাসান লোকমান বলেন, গাজী আমার ছোট ভাই। তাকে আহত অবস্থায় উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে। তার অবস্থা আশংকাজনক।
তন্ময় রহমানের পিতা সিরাজুল ইসলাম বলেন, ছেলের বন্ধু তূর্যকে গাজী নামের এক ব্যক্তি মারপিট করায় তার কাছে জানতে গিয়েছিল। এতে সে ক্ষিপ্ত হয়ে আমার ছেলেকে হাসুয়া দিয়ে কুপিয়ে জখম করেছে। সেখান থেকে তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
বাঘা পৌর যুবলীগের সাধারণ সম্পাদক যুবাইদুল রহমান বলেন, আমার বাড়ি সামনে একটি অপ্রীতিকর ঘটনা ঘটেছে। এ ঘটনায় আহত দুইজনকে হাসপাতালে পাঠানো হয়েছে।
এ বিষয়ে বাঘা থানার ওসি সাজ্জাদ হোসেন বলেন, বিষয়টি জানার পর ঘটনাস্থলে পুলিশ পাঠিয়েছিলাম। তবে এ বিষয়ে কেউ কোন অভিযোগ দায়ের করেনি। অভিযোগ পেলে ব্যবস্থা নিব।
আরও পড়ুনঃ
গুরুত্বপূর্ণ তথ্য পরিকাঠামোতে বটনেট ও ম্যালওয়ার সংক্রমণ সংক্রান্ত সতর্কতা
ঈদযাত্রীদের নির্বিঘ্ন যাতায়াতে জেলা প্রশাসনের যৌথ মতবিনিময় সভা
দরিদ্র জনসাধারণের মধ্যে যাকাতের শাড়ি- লুঙ্গি বিতরণ
উল্লাপাড়ায় ছোট বালক-বালিকাদের ঈদের জামা বিতরণ ইউপি চেয়ারম্যানের
পাবনা পৌরসভার উদ্যোগে পুনঃস্থাপন করা হলো মরহুম আব্দুল হামিদের স্মৃতি ফলক
ঈশ্বরদীতে বাড়িতে ঢুকে কিশোরীকে ধর্ষণ করায় ১ তরুণ গ্রেফতার
গ্রীষ্মকালীন ছুটি বাতিল ঘোষণা করেছে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়
পাবনায় ’’জাতীয় আইন সহায়তা দিবস’’ পালিত
বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পার্ঘ অর্পণ করে শ্রদ্ধা জানাচ্ছেন জেলা পরিষদ প্রশাসক রেজাউল রহিম লাল
ভাঙ্গুড়ায় ১২হাজার ৭শ’ দুস্থ পরিবার মধ্য ভিজিএফ’র চাল বিতরণ