ঈশ্বরদীতে বঙ্গবন্ধু পরিষদের আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত
- প্রকাশিত সময় ০৭:৫৭:১১ পূর্বাহ্ন, শনিবার, ৩০ এপ্রিল ২০২২
- / 155
ঈশ্বরদীতে বঙ্গবন্ধু পরিষদের আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
ঈশ্বরদীতে বঙ্গবন্ধু পরিষদের আয়োজনে বঙ্গবন্ধু জন্মশত বার্ষিকী ও স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উপলক্ষ্যে আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
গতকাল শুক্রবার বিকালে বাংলাদেশ সুগারক্রপ রিসার্চ ইন্সটিটিউটের ডরমিটরি হল রুমে এ আলোচনা সভা ও ইফতার মাহফিল আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথির আসন অলংকৃত করেন বীর মুক্তিযোদ্ধা নূরুজ্জামান বিশ্বাস এমপি (পাবনা-৪)।
ঈশ্বরদী উপজেলা বঙ্গবন্ধু পরিষদের আহবায়ক আতিয়ার রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা নায়েব আলী বিশ্বাস, পৌরসভার মেয়র ইছাহক আলী মালিথা, সাবেক মেয়র ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ মিন্টু, বঙ্গবন্ধু পরিষদের কেন্দ্রীয় কমিটির অর্থ সম্পাদক জালাল উদ্দিন তুহিন, বাংলাদেশ সুগারক্রপ গবেষণা ইনস্টিটিউট এর মহাপরিচালক ড. মো. আমজাদ হোসেন প্রমূখ।
আমন্ত্রিত অতিথিদের মধ্যে শুভেচ্ছা বক্তব্য রাখেন বীর মুক্তিযোদ্ধা ফজলুর রহমান ফান্টু, এস এম স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ আয়নুল ইসলাম, বাংলাদেশ সুগারক্রপ গবেষণা ইনস্টিটিউট এর প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা ড.কুয়াশা মাহমুদ, সাংবাদিক মোস্তাক আহমেদ কিরণ, উপজেলা পরিষদের মহিলা ভাইস-চেয়ারম্যান আতিয়া ফেরদৌস কাকলী, উপজেলা আওয়ামী লীগের যুগ্ন সম্পাদক মুরাদ মালিথা, পৌর আওয়ামী লীগের যুগ্ন সম্পাদক ইমরুল কায়েস দারা ও অন্যান্য অতিথিবর্গ।
শেষে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানসহ সকল শহীদদের আত্মার মাগফেরাত কামনায়, আওয়ামী লীগের সভানেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনার দীর্ঘায়ু মঙ্গল কামনায় বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হয়।
ছোট আকৃতির হল ঘরে কানায়-কানায় পুর্ণ শুধুমাত্র নির্বাচিত আমন্ত্রিতরাই শরীক হন। অতিথিদের নিয়ে আয়োজিত অনুষ্ঠানে আলোচনা সভার ব্যানারে মূলত বঙ্গবন্ধু পরিষদের আত্মপ্রকাশ ও ইফতারির আয়োজনই ছিল মুখ্য বিষয়। তবে কবে, কোথায়, কখন, কী প্রক্রিয়ায় ঈশ্বরদীতে বঙ্গবন্ধু পরিষদের আহবায়ক কমিটি গঠিত হয়েছে সেব্যাপারে কমিটির লোকজনকে জিজ্ঞাসা করেও সুস্পষ্ট জবাব পাওয়া যায়নি। অনুষ্ঠানের বিশেষ অতিথি ও কেন্দ্রীয় বঙ্গবন্ধু পরিষদের অর্থসম্পাদক জালাল উদ্দিন তুহিন বলেছেন, ‘যা হয়েছে সেটা কোনও কমিটি না, তবে কমিটি তৈরি করা হবে।’ সরকারি-বেসরকারি বিভিন্ন স্তরের সুধীবৃন্দের উপস্থিতি ছিল স্বতঃস্ফুর্ত ও লক্ষ্যণীয়।
অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন বঙ্গবন্ধু পরিষদের যুগ্ম আহবায়ক অধ্যাপক শাহীন।
আরও পড়ুনঃ
সাবেক অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিতের জীবনাবসান
ঈশ্বরদীতে বঙ্গবন্ধু পরিষদের আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত
আমি বাপ-দাদার পরিচয়ে পদ চাইনি, নিজের যোগ্যতার বলে পদ চেয়েছি
স্বর্ণ শিল্পী শ্রমিক ইউনিয়নের উদ্দোগ্যে ইফতার ও দোয়া মাহফিল
ভিজিএফের তালিকায় স্বচ্ছল ব্যক্তি, পাকা বাড়ি ও দশ বিঘা জমির মালিক
পাবনা মানব কল্যাণ ট্রাস্টে এমপি প্রিন্সের ঈদ উপহার নগদ অর্থ প্রদান
শাহজাদপুরে পারিবারিক কলহের জের : কৃষককে পিটিয়ে হত্যা
বিরামপুরে শেষ মুহূর্তে জমে উঠেছে “ঈদের কেনাকাটা”
রোটারি ক্লাব অব পাবনার উদ্যোগে ঈদ বস্ত্র বিতরণ
লালপুরে আদালতের নিষেধাজ্ঞা থাকায় আশ্রয়ণ প্রকল্পের কাজ বন্ধের দাবীতে সংবাদ সম্মেলন, ইউএনও বলছেন বিরোধী পক্ষ জাল দলিল দেখিয়ে কাজে বাধা সৃষ্টি করছে