রোটারি ক্লাব অব পাবনার উদ্যোগে ঈদ বস্ত্র বিতরণ
- প্রকাশিত সময় ১১:২৩:০৪ পূর্বাহ্ন, শনিবার, ৩০ এপ্রিল ২০২২
- / 75
রোটারি ক্লাব অব পাবনার উদ্যোগে ঈদ বস্ত্র বিতরণ
রোটারি ক্লাব অব পাবনার উদ্যোগে শুক্রবার সকালে শতাধিক দুস্থ ব্যক্তির মধ্যে ঈদ বস্ত্র বিতরণ করা হয়। এ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিশিষ্ট শিক্ষাবিদ ও সমাজসেবক, রোটারি ক্লাব অব পাবনার চাটার্ড প্রেসিডেন্ট, মাহাতাব বিশ্বাস রিয়েল এস্টেট লি: এর ব্যবস্থাপনা পরিচালক, সাবেক উপজেলা চেয়ারম্যান, পাবনা কলেজের প্রতিষ্ঠাতা অধ্যক্ষ মাহাতাব উদ্দিন বিশ্বাস।
রোটারিয়ান পিপি শাহ আলম এর এর সভাপতিত্বে অনুষ্ঠিত এ অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন রোটারিয়ান ওলিউল ইসলাম, রফিকুল ইসলাম রুমন, রাজিবুল হাসান, রোটারিয়ান শরিফুল ইসলাম প্রমুখ।
প্রধান অতিথির বক্তব্যে অধ্যক্ষ মাহাতাব বিশ্বাস বলেন, যে কোন উন্নয়নমূলক ও সমাজসেবামূলক কাজে তিনি সম্পৃক্ত থাকতে পছন্দ করেন। তিনি দেশের এ ক্রান্তিলগ্নে সবার সামর্থ্য অনুযায়ী সমাজের দরিদ্রদের উপকারে কাজ করার আহবান জানান।
অধ্যক্ষ (অব:) মাহাতাব উদ্দিন বিশ্বাস আরো বলেন, ‘সকল ধর্মের মুলমন্ত্র- মানব সেবাই পরম ধর্ম।’ পৃথিবীর বিভিন্ন দেশে রোটারিয়ানরা মানবসেবামূলক কাজ করছে।
অধ্যক্ষ বিশ্বাস বলেন, আমি পাবনায় আশির দশক থেকে এ সেবামূলক প্রতিষ্ঠানের সাথে জড়িত হয়ে. চাটার্ড প্রেসিডেন্ট হয়ে সেবামূলক কাজ করার চেষ্টা করেছি। আজ পাবনাবাসির কাছে রোটারী ক্লাব গ্রহনযোগ্য একটি সেবামুলক প্রতিষ্ঠানে পরিনত হয়েছে। তাদের সেবা কার্যক্রম জেলাব্যাপী ছড়িয়ে পড়েছে। দেশের দুর্যোগ দুর্বিপাকে রোটারি ক্লাব এগিয়ে আসছে। সু:খে- দু:খে মানুষের পাশে থেকে কাজ করছে। এজন্য তিনি গর্বিত বলে জানান।
শেষে অধ্যক্ষ আলহাজ্ব মাহাতাব উদ্দিন বিশ্বাস ঈদ বস্ত্র শতাধিক দুস্থ ব্যক্তিদের হাতে তুলে দেন।
আরও পড়ুনঃ
সাবেক অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিতের জীবনাবসান
ঈশ্বরদীতে বঙ্গবন্ধু পরিষদের আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত
আমি বাপ-দাদার পরিচয়ে পদ চাইনি, নিজের যোগ্যতার বলে পদ চেয়েছি
স্বর্ণ শিল্পী শ্রমিক ইউনিয়নের উদ্দোগ্যে ইফতার ও দোয়া মাহফিল
ভিজিএফের তালিকায় স্বচ্ছল ব্যক্তি, পাকা বাড়ি ও দশ বিঘা জমির মালিক
পাবনা মানব কল্যাণ ট্রাস্টে এমপি প্রিন্সের ঈদ উপহার নগদ অর্থ প্রদান
শাহজাদপুরে পারিবারিক কলহের জের : কৃষককে পিটিয়ে হত্যা
বিরামপুরে শেষ মুহূর্তে জমে উঠেছে “ঈদের কেনাকাটা”
হাওরে বাঁধ নির্মাণে অনিয়মকারীদের বিচার ও কৃষকদের ক্ষতিপূরণের দাবিতে মানববন্ধন
লালপুরে আদালতের নিষেধাজ্ঞা থাকায় আশ্রয়ণ প্রকল্পের কাজ বন্ধের দাবীতে সংবাদ সম্মেলন, ইউএনও বলছেন বিরোধী পক্ষ জাল দলিল দেখিয়ে কাজে বাধা সৃষ্টি করছে