প্রবীণদের মাঝে ঈদ উপহার শাড়ি ও নগদ অর্থ তুলে দিল নিউ এরা ফাউন্ডেশন
- প্রকাশিত সময় ০৯:২৫:২১ অপরাহ্ন, শনিবার, ৩০ এপ্রিল ২০২২
- / 93
প্রবীণদের মাঝে ঈদ উপহার শাড়ি ও নগদ অর্থ তুলে দিল নিউ এরা ফাউন্ডেশন
প্রবীণ জনগোষ্ঠীর মাঝে ঈদ উপহার তুলে দিয়েছে বেসরকারি উন্নয়ন সংস্থা নিউ এরা ফাউন্ডেশন।
৩০ এপ্রিল শনিবার ফাউন্ডেশনের প্রধান কার্যালয় চরমিরকামারীতে এই কার্যক্রম অনুষ্ঠিত হয়। এসময় ঈদ উপহার হিসেবে শতাধিক পরিবারকে শাড়ী বিতরণ করা হয় ও প্রবীণদের ১ হাজার টাকা করে মোট এক লক্ষ টাকা ভাতা প্রদান করা হয়।
ষাটোর্ধ্ব ফজলুর রহমান বলেন, ‘পয়সার অভাবে চিকিৎসা করাতে পারি না। এমন দুর্দশার মধ্যে নিউ এরা ফাউন্ডেশনের প্রবীণ ভাতা পেয়ে নিয়মিত চিকিৎসা করতে পারছি। প্রবীণ ভাতা পেয়ে ঈদের দিন পেটভরে খেতে পারবো।
ফুরকুনি বেগম নামের এক নারী বলেন, ‘আধাপেট খেয়ে এতদিন রোজা থেকেছি। ঈদের বাজার করার মতো পয়সা নেই। প্রবীণভাতা পেয়ে মনের মত বাজার ও খাবার কিনতে পারব।
ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা নির্বাহী পরিচালক বীরমুক্তিযোদ্ধা মঞ্জুর রহমান বিশ্বাসের সভাপতিত্বে অনুষ্ঠান পরিচালনা করেন প্রতিষ্ঠানের উপ-পরিচালক মোস্তাক আহমেদ কিরণ।
ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা নির্বাহী পরিচালক বলেন, প্রবীণ মানুষ আমাদের সমাজের অংশ। আমরা তাদের সঙ্গে ঈদ আনন্দ ভাগাভাগি করে নিতে চাই। সেই লক্ষ্যে নিউ এরা ফাউন্ডেশন প্রতিষ্ঠার পর থেকেই কাজ করছে, আগামীতেও করবে।
এসময় নিউএরা’র উপদেষ্টা ফৌজিয়া মঞ্জুর, সহকারি পরিচালক (প্রোগ্রাম) মো: শমসের আলী, প্রবীণ জনগোষ্ঠীর জীবনমান উন্নয়ন কমিটির সাধারণ সম্পাদক ও ইউনিয়ন মুক্তিযোদ্ধা কমান্ডার বীরমুক্তিযোদ্ধা জামাত আলী মাষ্টার, প্রধান হিসাব রক্ষক কামাল পারভেজ, চরমিরকামারী শাখার ব্যবস্থাপক মো: সৈয়দ আলী সাদ্দাক, ইউনিয়ন সমৃ্দ্ধি সমন্বয়কারী এস এম জাহাঙ্গীর আলম, সহকারি শাখা ব্যবস্থাপক আ: কুদ্দুস, ইউপি সদস্য সেন্টু মালিথাসহ বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
আরও পড়ুনঃ
আমি বাপ-দাদার পরিচয়ে পদ চাইনি, নিজের যোগ্যতার বলে পদ চেয়েছি
সাবেক অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিতের জীবনাবসান
ঈশ্বরদীতে বঙ্গবন্ধু পরিষদের আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত
স্বর্ণ শিল্পী শ্রমিক ইউনিয়নের উদ্দোগ্যে ইফতার ও দোয়া মাহফিল
ভিজিএফের তালিকায় স্বচ্ছল ব্যক্তি, পাকা বাড়ি ও দশ বিঘা জমির মালিক
পাবনা মানব কল্যাণ ট্রাস্টে এমপি প্রিন্সের ঈদ উপহার নগদ অর্থ প্রদান
শাহজাদপুরে পারিবারিক কলহের জের : কৃষককে পিটিয়ে হত্যা
বিরামপুরে শেষ মুহূর্তে জমে উঠেছে “ঈদের কেনাকাটা”
রোটারি ক্লাব অব পাবনার উদ্যোগে ঈদ বস্ত্র বিতরণ
লালপুরে আদালতের নিষেধাজ্ঞা থাকায় আশ্রয়ণ প্রকল্পের কাজ বন্ধের দাবীতে সংবাদ সম্মেলন, ইউএনও বলছেন বিরোধী পক্ষ জাল দলিল দেখিয়ে কাজে বাধা সৃষ্টি করছে