বিজ্ঞপ্তি :
চাঁপাইনবাবগঞ্জ-ঢাকা ‘বনলতা এক্সপ্রেস’ ট্রেন চলবে শুক্রবার থেকে
বার্তাকক্ষ
- প্রকাশিত সময় ০৯:২৭:১৯ অপরাহ্ন, মঙ্গলবার, ৩ মে ২০২২
- / 162
স্বতঃকণ্ঠ অনলাইন ডেস্ক
প্রকাশিত: ০৯:১৯ রাত, ৩ মে ২০২২
পবিত্র ঈদুল ফিতরে ঘরমুখো মানুষকে ঢাকা ফেরাতে বনলতা এক্সপ্রেসের সাপ্তাহিক ছুটি বাতিল করা হয়েছে। বুধবার (৪ মে) সকাল ৮টা থেকে যথারীতি এই ট্রেনের টিকিট বিক্রি হবে। ট্রেনটি চাঁপাইনবাবগঞ্জ-রাজশাহী থেকে ঢাকার উদ্দেশ্য যাত্রা করবে বন্ধের দিন আগামী শুক্রবার (৬ মে)।
মঙ্গলবার (৩ মে) বাংলাদেশ রেলওয়ের পশ্চিমাঞ্চল এক বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানায়। বিজ্ঞপ্তিতে বলা হয়, প্রতি শুক্রবার বনলতা এক্সপ্রেসের সাপ্তাহিক ছুটি। কিন্তু ঈদের ছুটি শেষে ঢাকামুখী যাত্রীর চাপ রয়েছে। তাই বনলতার সাপ্তাহিক ছুটি বাতিল করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
পৃথক আরেক বিজ্ঞপ্তিতে রেলওয়ের পশ্চিমাঞ্চল জানায়, বুধবার (৪ মে) থেকে করোতোয়া এক্সপ্রেস, সীমান্ত এক্সপ্রেস, মধুমতি এক্সপ্রেস, নীলসাগর (ঢাকাগামী), রংপুর এক্সপ্রেস (ঢাকাগামী), টুঙ্গিপাড়া এক্সপ্রেস, একতা (ঢাকামুখী) পঞ্চগড় এক্সপ্রেস, বাংলাবান্ধা (পঞ্চগড়গামী), কপোতাক্ষ এক্সপ্রেস, বরেন্দ্র এক্সপ্রেস, পদ্মা এক্সপ্রেস যথারীতি চলাচল করবে।
এছাড়া স্বপ্নীল কমিউটার লোকাল ট্রেন যাত্রী পরিবহন করবে বলে জানিয়েছে রেলওয়ে।
আরও পড়ুনঃ
ঈশ্বরদী-পাবনায় পবিত্র ঈদুল ফিতর উদযাপিত হচ্ছে আজ
পাল্টা ব্যবস্থা: শত্রু দেশগুলোর রাশিয়ায় থাকা সম্পদ জব্দ করতে পারে মস্কো
এবার ইরানি সিনেমায় জয়া আহসান
বৃষ্টি উপেক্ষা করে ৭০টি স্থানে ঈদের নামাজ ফুলবাড়ীতে
কুষ্টিয়ায় আওয়ামী লীগের দুই পক্ষে সংঘর্ষে নিহত ৪, আহতরা হাসপাতালে
নতুন বাড়ি পাওয়া পরিবারের কাছে ঈদের খাদ্যসামগ্রী পৌঁছে দিলেন পাবনা জেলা প্রশাসকের প্রতিনিধিরা
ভোজ্য তেলের তেলের সরবরাহ ও মজুদ যাচাই পাবনা জেলা মেজিস্ট্রেটের
শিশুদের মুখে হাসি ফোটাচ্ছে আমরা করব জয় সংগঠন
তাড়াশে অটো ভ্যানের নিয়ন্ত্রন না থাকায় ঈদ বাজারে জনগণের দুর্ভোগ বেড়েছে