দুদিনের জন্য ঢাকা ও উত্তরবঙ্গে গ্যাস সরবরাহ বন্ধের নোটিশ
- প্রকাশিত সময় ০৬:৩৮:৩৪ পূর্বাহ্ন, বুধবার, ৪ মে ২০২২
- / 213
দেশের উত্তরবঙ্গের বিভাগ রাজশাহী বিভাগের সবক’টি জেলার মধ্যে গ্যাস সাপ্লাই গতরাত ১০টা থেকে বন্ধ করে দেয়া হয়েছে। জরুরী রক্ষণাবেক্ষণের কাজে পরবর্তী ৪৮ ঘন্টার জন্য বঙ্গবন্ধু যমুনা সেতুর পশ্চিম প্রান্তের গ্যাস পাইপলাইনে জরুরী মেরামত ও রক্ষণাবেক্ষণের কাজে এই সময় বেঁধে দেয়া হয়েছে বলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ পিজিসিএল জানিয়েছে।
এদিকে ঢাকা বিভাগের ঢাকা, মানিকগঞ্জ, গাজীপর জেলার অধিকাংশ এলাকায় একই ধরনের কাজের জন্য এই সময়ে গ্যাস সরবরাহ বন্ধ থাকবে বলে জানিয়েছে তিতাস ও গ্যাস ট্রান্সমিশন কোম্পানি (জিটিসিএল)।
সঞ্চালন ও বিতরণ লাইনে জরুরি রক্ষণাবেক্ষণ কাজের জন্য আজ রাত ১০টা থেকে পরবর্তী ৪৮ ঘণ্টা ঢাকা ও মানিকগঞ্জের বিভিন্ন এলাকায় গ্যাস সরবরাহ বন্ধ থাকবে। আজ মঙ্গলবার এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে তিতাস গ্যাস কর্তৃপক্ষ।
বিজ্ঞপ্তিতে বলা হয়, সঞ্চালন ও বিতরণ লাইনে জরুরি রক্ষণাবেক্ষণ কাজের জন্য আগামী ৪৮ ঘণ্টা ঢাকার আমিনবাজার, হেমায়েতপুর, সাভার, আশুলিয়া ও মানিকগঞ্জ এলাকায় গ্যাস সরবরাহ বন্ধ থাকবে। একইসঙ্গে রাজধানীর গাবতলী, মাজার রোড, কল্যাণপুর, শ্যামলী, মিরপুর, মোহাম্মদপুর, ধানমন্ডি এলাকায় গ্যাসের সংকট বিরাজ করতে পারে।
সাময়িক অসুবিধার জন্য আন্তরিক দুঃখ প্রকাশ করেছে তিতাস গ্যাস কর্তৃপক্ষ।
আরও পড়ুনঃ
ঈদের দিন বজ্রপাতে ১০ জনের মর্মান্তিক মৃত্যু
চাঁপাইনবাবগঞ্জ-ঢাকা ‘বনলতা এক্সপ্রেস’ ট্রেন চলবে শুক্রবার থেকে
ঈশ্বরদী-পাবনায় পবিত্র ঈদুল ফিতর উদযাপিত হচ্ছে আজ
পাল্টা ব্যবস্থা: শত্রু দেশগুলোর রাশিয়ায় থাকা সম্পদ জব্দ করতে পারে মস্কো
এবার ইরানি সিনেমায় জয়া আহসান
বৃষ্টি উপেক্ষা করে ৭০টি স্থানে ঈদের নামাজ ফুলবাড়ীতে
কুষ্টিয়ায় আওয়ামী লীগের দুই পক্ষে সংঘর্ষে নিহত ৪, আহতরা হাসপাতালে
নতুন বাড়ি পাওয়া পরিবারে ঈদের খাদ্যসামগ্রী পৌঁছে দিলেন পাবনা জেলা প্রশাসকের প্রতিনিধিরা
ভোজ্য তেলের সরবরাহ ও মজুদ যাচাই পাবনা জেলা মেজিস্ট্রেটের