সিরাজগঞ্জের তাড়াশে বিপুল পরিমাণ মাদকদ্রব্যসহ একজন আটক, প্রাইভেট কার জব্দ করেছে র্যাব-১২
- প্রকাশিত সময় ০৪:৪৯:৫৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৫ মে ২০২২
- / 121
র্যাব-১২’র অভিযানে সিরাজগঞ্জের তাড়াশে ১৯০ বোতল ফেন্সিডিল, ১৫ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী আটক, প্রাইভেট কার জব্দ
গতকাল ৪ মে বুধবার রাত পৌণে ২টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-১২ অভিযান চালিয়ে ১৯০ বোতল ফেন্সিডিল, ১৫ কেজি গাঁজাসহ ১ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে। সিরাজগঞ্জ জেলার তাড়াশ থানাধীন তালম ইউনিয়নের বড়ইচারা ভেংরী গ্রামস্থ রানীরহাট চারমাথা শাপলা হোটেল এন্ড রেষ্টুরেন্ট এর সামনে পাকা রাস্তার উপর র্যাবের স্পেশাল মাদক নির্মূল বাহিনী এই অভিযান চালায়।
র্যাব-১২’র মিডিয়া অফিসার মেজর এম. রিফাত-বিন-আসাদ প্রেরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
অভিযানের সময় আসামীর সঙ্গে থাকা মাদক ক্রয়-বিক্রয়ের কাজে ব্যবহৃত ১টি প্রাইভেট কার, ১টি মোবাইল ফোন এবং নগদ ৩,৪৩০ টাকা জব্দ করা হয়।
গ্রেফতারকৃত আসামীঃ মোঃ সোহেল রানা(২৪), পিতা- মোঃ বাচ্চু মিয়া, সাং- ডগ্রা গ্রাম, থানা- ব্রাহ্মণ পাড়া, জেলা-কুমিল্লা।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় যে, এই মাদক ব্যবসায়ী দীর্ঘদিন যাবত আইন প্রয়োগকারী সংস্থার চোখ ফাঁকি দিয়ে সিরাজগঞ্জ জেলার বিভিন্ন এলাকায় অবৈধ নেশাজাতীয় মাদকদ্রব্য ক্রয়-বিক্রয় করে আসছিল।
গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের ৩৬(১) এর সারণীর ১৪(গ) ও ৩৬(১) সারণীর ১৯(খ) ধারায় মামলা দায়ের করত উদ্ধারকৃত আলামতসহ তাকে সিরাজগঞ্জ জেলার তাড়াশ থানায় হস্তান্তর করা হয়েছে। – সংবাদ বিজ্ঞপ্তি
ভিডিও ক্লিপগুলি:
আরও পড়ুনঃ
চাঁপাইনবাবগঞ্জ-ঢাকা ‘বনলতা এক্সপ্রেস’ ট্রেন চলবে শুক্রবার থেকে
দুদিনের জন্য ঢাকা ও উত্তরবঙ্গে গ্যাস সরবরাহ বন্ধের নোটিশ
ঈদের দিন বজ্রপাতে ১০ জনের মর্মান্তিক মৃত্যু
ঈশ্বরদী-পাবনায় পবিত্র ঈদুল ফিতর উদযাপিত হচ্ছে আজ
পাল্টা ব্যবস্থা: শত্রু দেশগুলোর রাশিয়ায় থাকা সম্পদ জব্দ করতে পারে মস্কো
এবার ইরানি সিনেমায় জয়া আহসান
কুমিল্লায় ঈদের জামাতে প্রকাশ্যে গুলি, আহত ১
কুষ্টিয়ায় আওয়ামী লীগের দুই পক্ষে সংঘর্ষে নিহত ৪, আহতরা হাসপাতালে
ঈদের ঠিক আগ মুহূর্তে বাজার থেকে ভোজ্যতেল উধাও কেন