ভাঙ্গুড়ায় দুই দিন ব্যাপী ঈদ মেলা অনুষ্ঠিত
- প্রকাশিত সময় ০৬:২৬:৩৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৫ মে ২০২২
- / 98
পাবনার ভাঙ্গুড়া উপজেলার প্রত্যান্ত খানমরিচ ইউপি’র ঐতিহাসিক সাতবাড়ীয়া ফুটবল মাঠে গত মঙ্গল ও বুধবার (৩,৪ মে) দুই দিন ব্যাপী ঈদ উৎসবে ঈদ মেলা অনষ্ঠিত হয়েছে।
পাবনার ভাঙ্গুড়া উপজেলার খানমরিচ ইউনিয়ন যুবদলের (জাতীয়তা বাদী যুবদল) সাবেক সভাপতি বিশিষ্ট সমাজ সেবক আলহাজ্ব আবু মোহাম্মদ নুরুল আমীনের সভাপতিত্বে এবং আলহাজ্ব বনিউল ইসলাম তুষারের পৃষ্ঠপোষকতায় ঈদের নামায শেষে প্রতিযোগিতামূলক খেলাধুলার আয়োজন করা হয়।
চলনবিল অঞ্চলের বিভিন্ন উপজেলা থেকে আগত প্রখ্যাত লাঠিবারি খেলোয়াড় দলের অংশ গ্রহণে অনুষ্ঠিত হয় মনোমুগ্ধকর লাঠিবারী খেলা। ঈদের দ্বিতীয় দিন ৪ মে বুধবার বিকাল ৫টায় অনুষ্ঠিত হয় ফুটবল প্রতিযোগিতা।
প্রীতি ম্যাচ ফুটবল প্রতিযোগিতায় অংশ গ্রহণ করে পাবনার ভাঙ্গুড়া উপজেলার ভাঙ্গুড়া ফুটবল একাদশ দল বনাম সিরাজগঞ্জের তাড়াশ উপজেলার তাড়াশ ফুটবল একাদশ। গ্রাম বাংলার ঐতিহ্যবাহী লাঠিবারী খেলা ও ফুটবল প্রতিযোগিতার আয়োজনকে ঘিরে স্থানীয় খেলাপ্রেমিদের মাঝে ছিল উৎসবের আমেজ।
কালের ক্রমে হারিয়ে যাওয়া লাঠিবারী খেলা ফুটবল খেলা দেখতে ভিড় করে নানা বয়সের মানুষ। গ্রামীন এ ঐতিহ্যবাহী লাঠিবারী খেলাকে টিকিয়ে রাখতে দরকার প্রয়োজনীয় পৃষ্ঠপোষকতা এমনটাই মনে করেন দর্শনার্থীরা।
খেলায় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খানমরিচ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কে,এম মনোয়ার হোসেন খান মিঠু, সাবেক খানমরিচ ইউনিয়ন চেয়ারম্যান ও বীর মুক্তিযোদ্ধা আসাদুর রহমান, বাংলাদেশ জাতীয়তাবাদী দল খানমরিচ ইউনিয়ন শাখার সদস্য সচিব সরদার মোঃ আতাউর রহমান খোকন, যুগ্মসচিব সরদার জয়নুল আবেদীন মিলন,খানমরিচ ইউনিয়ন আঃলীগের সাধারণ সম্পাদক ফকির জয়নুল আবেদীন,ইউনিয়ন আঃ যুবলীগ সভাপতি নূরুনব্বী মন্ডল দুলাল মাস্টার, শিক্ষক ও গণমাধ্যম কর্মী কবি নূরুজ্জামান সবুজ, জনপ্রতিনিধি, শিক্ষক, গণ্যমান্য ব্যক্তিবর্গ ও গণমাধ্যম কর্মীরা। অনুষ্ঠানে বিজয়ীদের মধ্যে অতিথিবৃন্দ পুরুষ্কার তুলে দেন।
ভাঙ্গুড়া/বিকাশ চন্দ্র চন্দ
আরও পড়ুনঃ
সিরাজগঞ্জের তাড়াশে বিপুল পরিমাণ মাদকদ্রব্যসহ একজন আটক, প্রাইভেট কার জব্দ করেছে র্যাব-১২
চাঁপাইনবাবগঞ্জ-ঢাকা ‘বনলতা এক্সপ্রেস’ ট্রেন চলবে শুক্রবার থেকে
দুদিনের জন্য ঢাকা ও উত্তরবঙ্গে গ্যাস সরবরাহ বন্ধের নোটিশ
ঈদের দিন বজ্রপাতে ১০ জনের মর্মান্তিক মৃত্যু
ঈশ্বরদী-পাবনায় পবিত্র ঈদুল ফিতর উদযাপিত হচ্ছে আজ
পাল্টা ব্যবস্থা: শত্রু দেশগুলোর রাশিয়ায় থাকা সম্পদ জব্দ করতে পারে মস্কো
এবার ইরানি সিনেমায় জয়া আহসান
কুমিল্লায় ঈদের জামাতে প্রকাশ্যে গুলি, আহত ১
ঈদের ঠিক আগ মুহূর্তে বাজার থেকে ভোজ্যতেল উধাও কেন